Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ রিতা মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

রিতা মিত্র

এক লাইনে

১) এক থালা ভাতের স্বপ্ন দেখতে দেখতে ঘুমিড়ে পড়ে বুভুক্ষু শিশু। 

২) সূর্যোদয় থেকে সূর্যাস্ত আলোর আলপনা দেখি

৩) আয়নার কাছেও আসল চেহারা গোপন করার কৌশল রপ্ত করেছি। 

৪) ভেতরে ভেতরে মরছি প্রতিনিয়ত উপরে প্রসাধনীর উজ্জ্বলতা। 

৫) ব্যর্থতার কোনো চুড়া হয় না শুধু খাদের গভীরতা লেগে থাকে গায়ে। 

৬) শূন্যের ব্যাসার্ধ হলেও শূন্যতার কোনো ব্যাসার্ধ্য হয় না

৭) প্রতিটি রাস্তাই চৌমাথা এসে দিক শূন্য হয়ে পড়ে। 

৮) বেপরোয়া আদরের চিহ্নগুলো লুকিয়ে রাখি আড়ালে। 

৯) ধূসর মরুভূমিতেও সবুজের দেখা মেলে, তারা আস্তিনে লুকিয়ে রাখে কাঁটা। 

১০) স্পর্শের নাম উপসম হলে আত্মজনেরা যন্ত্রনা দিতে পারত না।

১-লাইনের কবিতা সংখ্যা≈ চন্দ্রদীপা সেনশর্মা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

চন্দ্রদীপা সেনশর্মা

১. অবরুদ্ধ

যেদিকে তাকাই সারি সারি দেয়াল, ঝরাপাতার হাহা-রব

২. হেমন্তের অতিকথন

বয়স ঝুঁকে এলে কথারা অনর্গল...

৩. সাম-সংগীত

এখন সন্ধিত সময়, এখন সমবেত সংগীত...

৪. বৃন্তচ্যুতি(Fall)

শিশিরের চুম্বনে কেঁপে ওঠে বৃক্ষপত্র, নম্রপতন!

৫. পর্ণমোচী 

প্রকৃতির তুলিতে রং বদলায় পাতা, জীবনও

৬. দূরত্ব

ঝরাপাতা উড়ে যায় বৃক্ষ থেকে দূর বহুদূর

৭. Pleasure

পতন এবং উড়ান শব্দ দুটি, নিবিড়তর নিবিড়তার...

৮. বিষণ্ন মুহূর্ত

হে বিচ্ছিন্ন অনুরাগ, ঝরে যাও, please fall

৯. অগ্রহায়ণ

একদিকে নবান্ন, একদিকে পর্ণমোচন

১০. বিদায়বেলায়

পথটুকু অনতিক্ৰম্য, হাঁটা ছিল বলে বোঝা যায়নি।

১-লাইনের কবিতা সংখ্যা≈ শীলা বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

শীলা বিশ্বাস

দশ - দিক

) প্রেমের গুপ্তচর হৃৎপিণ্ডে হুইসেল বাজায় অসময়ে

) জীবনের শূন্যতায় আগে পরে কোনও দশমিক নেই

) রুমাল বোঝে না চোখ মুছলে কান্না থেকে যায়

) মিজরাবও জানে না সুর তার কে কাকে বাজায়

) তোমাকে পথ দেখায় যে তাকেই তুমি অন্ধ করো !


) বালিশের ভাঁজে লুকানো কান্না শুষে নেয় শরীরি উপাসনা


) রতিভঙ্গি ভেঙে শীত নামলে জড়ো হয় বসন্ত আর মালতী


)  মোম সন্ধ্যার কাছে গলে ঢলে পড়ে প্রেম নরম উষ্ণতায়

 

) মান অভিমান পোঁটলায় বেঁধে শীত বিকেলের গায়ে হলুদ


১০) সাবান পরীদের গালে গ্লিসারিন চুমু আঁকে স্বর ভাঙা কিশোর


১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্যামশ্রী রায় কর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

শ্যামশ্রী রায় কর্মকার

দশেক্কে


১.একেকটি বাক্য বল, খুলে যায় শীতের ব্যান্ডেজ 

২. যা বলিনি, তাকে তুমি ব্যর্থতা ভেবে ভুল করো

৩. শীতের জার্নাল খুলি, শোনা যায়  চেরির স্লোগান 

৪. চোখ শ্রাবণের পদাবলি, ছুঁয়ে আছে মগ্নতার ঘাট

৫. খাতায় না লেখা দিন,আমি তাকে ছুটি বলে ডাকি

৬. মৃত্যু ছাড়া আর কারও জন্যে আমি অপেক্ষা করি না। 

৭. সঠিক চুম্বন জানে, হৃদয়ের ডাক নাম  ঠোঁট 

৮. জীবন আদতে যুদ্ধবাজ 

৯. জলকে গোপন বলি, তার মুখে চাঁদের কুলুপ

১০. কবিতা জটিল ট্যাক্সি, আরও  ছন্নমতি ড্রাইভার

১-লাইনের কবিতা সংখ্যা≈ কল্যাণ চট্টোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

কল্যাণ চট্টোপাধ্যায়

পরমাত্মা

১.পাখি ও ফুলের কাছে ফিরে যেতে চাই

২. বিরহ একটি নদীর নাম, তাই স্রোত আছে

৩. ভালোবাসা স্থির, উৎস ও মোহনাময়

৪. সময়ের সাধ্য নেই প্রেমকে ধরে রাখে

৫. উষ্ণতার গভীর ক্রমশই হিমশীতল

৬. ছোঁয়া ক্ষণিকমাত্র, সরে থাকা অনন্ত

৭. দেখা না হওয়াই দেখাকে স্থিতি দেয়

৮. নৈঃশব্দের ভেতর থাকে বিগত শব্দরা

৯. আপডেট ব্রহ্মাণ্ডেও ঋষি প্রজাপতি

১০. বোবার চিৎকারেই প্রকৃতি প্রকাশিত