Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ তাপসী লাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

তাপসী লাহা

দশ কবিতা


১.।। হৃদয়ের কারখানায় সবাক নোনা জল ।।

২.।।   চিহ্ন হয়ে থাক,ঘুমে খুলে দিই অভ্রতম আঁচড় ।।

৩.।। দেশোয়ালি কলম, বোঁজা নালায় কচুরির সাম্রাজ্যবাদ ।। 

৪. ।।  যেন এটুকুই ছিল, হিসাবের খাতা,পাতা ভরা সব  ।। 

৫.।।  মগজমন্ত্রকে  এজেন্ডা বাড়ন্ত, ছায়াঘরে নাকাতালাশি পোড়া জীবন উলটে ।। 

৬. ।।  যেদিন তুমি হাসবে আবার,বুঝতে পারি বাঁশটি আমার ।। 

৭.।। গোলাপি হেশেলে মঞ্চস্থ হয় পালা,ভাত নাম্নি ।। 

৮. ।।  শেষ হয়ে শুরু কই, আটকে গেছে রিল সস্তা জীবনের ।। 

৯.।।  শিয়ালের ডাক  নিশুত রাতের সঙ্গম, অন্য কারো চোখে টঙ্কাপত্রের ভাসান।। 

১০. ।। স্টপেজে না ঘেমে লতিয়ে বাড়ে শেষ সলতার যৌবন ।। 

১-লাইনের কবিতা সংখ্যা≈ নিশীথ ষড়ঙ্গী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

নিশীথ ষড়ঙ্গী

সহায়
মায়ের মূর্তির নিচে লুটোনো লতার মতো মৃতবৎস্যা মেয়ে 

বৃষ্টি 
বর্ষার নাভির নিচে মৃত্যু হলো আজ

অঘটন 
শোকবার্তার নিচে চাপা পড়ে থাকে যেন শব্দকারুকাজ

প্রাপ্তি
দুঃখমেঘের নিচে বিদ্যুৎ জমকালো

কবিতা 
ভাষাস্রোতে ধুয়ে ফেলি দুঃখ অপমান 

রহস্য 
সাঁতারের অচেনা আলোকটুকু চোখের পাতায় নিয়ে বাড়ি ফিরে আসো

সৌজন্য
উপেক্ষাও হতে পারে একপলক দেখা

নির্মাণ 
অক্ষরদ্বীপের পাশে ফুটে ওঠে অপূর্বকুয়াশা

চিহ্ন
আর্তি দ্যাখো ভেঙে পড়ে লৌকিক ধূলোয়

স্বপ্ন 
তোমার ভেতরে এতো রহস্যের খনি!

১-লাইনের কবিতা সংখ্যা≈ ভজন দত্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

ভজন দত্ত

হাতচিঠি

১.

ছাপ

অজান্তেই নরম গালের ছবিতে চায়ের কাপ রাখলে চুপচাপ চুমুছাপ চুমুছাপ মনে পড়ে...

২.

খারাপ অভ্যেস

সময়ে-অসময়ে তোর চিন্তায় বাড়ে, খারাপ অভ্যেস..

৩.

ভাবনা

গা উত্তাপ মাখলে,কিংবা জ্বর এলে, তোকে ভাবি, স্বপ্নের জলপ্রপাতে...

৪.

সার্বভোমৌশ্বরী

হবি,সার্বভৌমেশ্বরী!
তোর জিনসের পকেটেই নাহয় থাকবে চাবিকাঠি...

৫.

বালিশ

পাশের মাথার বালিস হাঁ করে আছে, তোর মাথা শান্তিতে খাবে বলে...

৬.

দোষ

জানিসই তো দোষ নেই, ফিরির চাল চাই না,পঞ্চাশের আলুও হোস না... 

৭.

নাটক

যে নাটক লেখা হলো না তারই নায়িকা চরিত্রে তোকে ভেবে  দিন-রাত নায়ক কিংবা ভিলেন হয়ে মরি...

৮.

শুধু তুই

চারপাশে এতএত সেলফি, স্ট্যাটাশে-স্ট্যাটাশে ঝিনচ্যাক ছবি,এতসব দেখেও,শুধু তোকেই ভাবি...

৯.

প্রিয় ঘাতক

বুকের ওপর বসে প্রিয় ঘাতক হয়ে হাসতে হাসতে লুকোনো ছুরি আমূল গেঁথে দিবি...

১০.

অব্যক্ত

মেসেঞ্জারের ইনবক্স হোয়াটসঅ্যাপ দ্যাখ- সব খবর, কথা,ব্যথা, অব্যক্ত অক্ষরহীন...

১-লাইনের কবিতা সংখ্যা≈ মন্দিরা ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মন্দিরা ঘোষ

বুদ্বুদ 

গ্লাসের অন্ধকারে বুদ্বুদের ফিসফাস রাত্রিকালীন গল্পের খোসা খুলে দেয়

চকোলেট ও চুমু

চকোলেট  আর চুমুর মাঝে চুমুকেই দু'ঠোটে পুরেছি

জয় পরাজয়

কোনো কোনো পরাজয়ে ডানার গন্ধ থাকে।

ইবলিশ 

নিজেকে নিজে দেখি না,দেখি ছায়াসঙ্গ আর পাপ।

অপমান

অপমানের ছিদ্রের ভিতর  বুনে চলেছি হিমের শুকতারা

জোঁক

শুষে নিতে নিতে যারা ফুলে ওঠে তাদের জোঁক বলে


পরিত্রাণ 

চোখ থেকে চোখ সরালে মিথ্যেরা জোড়ালো জবানবন্দি লেখে

একা

একাকিত্বের হাতে স্বমেহন ফুরিয়ে যায়


ভ্রম সংশোধন 

শীতের ক্যালেন্ডারের পাতায় ছোট্ট  করে লিখে রেখেছি "ভ্রম সংশোধন "

সংগম

যে  ঘাম ক্লান্তি নয় উদ্যম বাড়ায়

১-লাইনের কবিতা সংখ্যা≈ দেবাশিস চন্দ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

দেবাশিস চন্দ

বৈরাগী মেঘে ঝিনুক প্রত্যাশা

1. নরম আতার মতো ভোর, রাত্রির কীটদষ্ট প্রেম

2. বসন্তে ফোটেনি পলাশ, বৈরাগী মেঘে ঝিনুকপ্রত্যাশা

3. ভদ্রাসনকে বুড়ো আঙুল, আনন্দময় পর্যটনে ব্রাত্য কবি

4. অশ্রুভেজা অপমানিতের মুখ, পদ্মপাতায় শিশির

5. ডাকবাক্স, পর্যটন শেষে বিয়োগের ত্রয়োদশী রাত

6. বিবাহের সূর্যশোভায় অগ্নিসাক্ষী ওড়ায় বিদায়ের খই

7. হাতে হাত আর নয়, দূরত্ব–সংলাপে কাঁপে আন্তর্জাল

8. ভালবাসা এক কলিজাকারুলিপি, কবি আজ চুম্বন প্রত্যাশী

9. সূর্য ডুবে গেলে নাভিমূল নিচে জেগে ওঠে ক্ষুধার পাহাড়

10. ঘুম এসে নিয়ে গেল ঘুমের ভেতরে