Thursday, December 31, 2020
১-লাইনের কবিতা সংখ্যা≈ মায়িশা তাসনিম ইসলাম
১-লাইনের কবিতা সংখ্যা≈ কুশল মৈত্র
১ লাইনের কবিতা
১।
একটা চুম্বনই শরীরে ভূকম্পন আগ্নেয়গিরির প্রস্রবণ আনে।
২৷
সময়ের অনুপম চেয়ে রয়েছে বিকেলজুড়ে স্মৃতির কান্নায়৷
৩৷
তোমার চলে যাওয়াটা কবরে শুয়ে থাকার অনুভূতি৷
৪৷
দিনান্ত ঝুলতে থাকে স্বপ্নমাখা বেহালা বারান্দায়৷
৫।
মৌ নামটায় ভালোবাসা দহন শরীরী অগ্ন্যুৎপাত বয়ে চলে।
৬।
মৃত মানুষটি প্রশংসা-দুঃখে কাতর হয়ে রয়েছে শব হয়ে।
৭।
প্রতিটি লাশের মধ্যে ধরা আছে কবিতা-কাহিনি৷
৮।
পারলে খুন করে দাও আমায় কিন্তু করুণা করো না।
৯।
স্মৃতির দেয়ালে রাখা আছে তোমার ঠোঁটের রাতলেখা উষ্ণতা।
১০।
বিকেল এলেই তোমার কথারা ভিড় করে জীবন্ত ধমনী ছুটে বেড়ায়।
১-লাইনের কবিতা সংখ্যা≈ নীলিমা দেব
কিছু শব্দ থেমে গেলে নৌকো-নৌকো কবিতা জল বুনে গুলজার
2.
এক চুমুক নীলে বিষয়ের বাইরে জিরাফটুকুই আকাশ
3.
ছেঁড়াছেঁড়া আয়নায় নেশা হয়ে আসছে দুমুঠো নদী
4.
অরণ্য ও পাখির সফেদ থেকে উঠে আসা শূন্যস্থান আসলে বার্বি চাঁদ
5.
এই দৃশ্যে পাখির ছিটকিনি খুললেই মূর্ছা যাবে জল
6.
ভালোবাসা গোছাতে গোছাতে রিপিট হয়ে যায় ফুটবল
7.
অনেকটা মনের পর এক চোখে মন আর অন্য চোখে নীলবিতান
8.
এক নৌকোয় বারো নদী বারো দিকে মোনালিসা
9.
রাঙা আলু চাঁদে মিশে যেতে যেতে প্রায় লlল মেয়েটির ভূগোল
10.
নাহ আপেলটার কোনো শুরু ছিল না ।




