Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বাসব মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

বাসব মণ্ডল 

স্বগতোক্তি


এক
প্রত্যেকটা জন্মদিন ই একটা ডিসক্লেমার

দুই
আয়নাও এখন মিথ্যাচার করে

তিন
ঘুমের মধ্যে আমি একটু একটু করে সিরিয়াল 
কিলার  হয়ে উঠি

চার
প্রত্যেক প্রেমিকের মনের ছাদে,ভেজা রুমাল শুকোয়

পাঁচ 
সব সম্পর্কই মাঝে মাঝে সেনিটাইজ করে নিতে হয় 

ছয়
বালিশের তলায় গড়েছি 'এরিসেড' এর পৃথিবী

সাত
ছাতা,বৃষ্টির সমশব্দ না বিপরীত শব্দ?

আট
পরজন্মে ঠাকুর নয় ধূপ হবো

নয়
আলো আর অন্ধকারে আড়ালে পুড়ে যেতে চাই

দশ
শব্দহীনতা একটা রাজনৈতিক পদক্ষেপ 

১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্রাবণী গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

শ্রাবণী গুপ্ত

১. প্রেম

অথচ দুঃখ পাওয়ার মতো তখনও তার বয়স হয়নি|

২. প্রেমিক

পর্ণমোচী বৃক্ষের নীচে দাঁড়িয়ে যে চিরহরিৎ-এর স্বপ্ন দ্যাখে|

৩. প্রেমিকা

কতদিন ভেবেছি ভালবেসে নদী হয়ে যাই|

৪. প্রেমিককে

যদি পারো গান হও বিরহী দুপুরে|

৫. প্রেমিকাকে

সুন্দর দেখলে আমার শব্দেরা নদী হয়ে যায়|

৬.বিচ্ছেদ

এরপর ফিরে গেলে দেখা হবে, কথা হবে না|

৭. নেশা

ভাতেরও আশ্চর্য এক মাদকতা আছে|

৮. দাম্পত্য

অথচ আজও তারা একা|

৯. পরকীয়া

বলো শরীর, বলো পরকীয়া উষ্ণতম সেতু|

১০. ক্ষমা

হে বিবিধ চিৎকার, আমাকে মৌণ হতে শেখাও|

১-লাইনের কবিতা সংখ্যা≈ রুমা ঢ্যাং অধিকারী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রুমা ঢ্যাং অধিকারী

জীবিকা: 
কচুরিপানা রঙের নদী জানে দুইপাড়ের জীবিকার্জন
 
পাড়: 
মনসুন এলে ভালোবেসে নদী আঁকড়ে ধরে জমি

বাণ : 
বাণ এলে মোহনার বিপরীত দিকে নদী প্রাণপণে ছোটে

পর্দা: 
দক্ষিণী জানলার কাছে এসে পর্দাও ভীষণ ছন্দময়

এলাচদানা : 
এলাচদানায় প্রতিদিন মিশে যায় জন্মান্তরবাদ

কার্ণিভাল:  
শীতের কার্ণিভালে কোল্ড ক্রিম এক বন্ধ জানলার উৎসব

ছায়াঃ 
শীতের রাস্তায় অদৃশ্য ছায়াপাত, মাটির রসে জারিত

সম্পর্কঃ 
মৃত্যুকে ফুরিয়ে যাওয়া ভেবে কাটিয়ে ওঠা সম্পর্কের জড়তা

জীবনঃ 
অতলে ডুবে থাকার আঘাতের তলায় জীবনের সারাংশ ছোট মনে হয়

স্বপ্নঃ 
বৃত্তের বাইরে হাঁটাচলা শুরু হয় একমাত্র স্বপ্নকালীন উৎসবে

বাস্তবায়নঃ 
ঘুম পেরিয়ে এলে প্রয়োজনের মাত্রা নুনের অধিক


১-লাইনের কবিতা সংখ্যা≈ জারা সোমা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

জারা সোমা
এক লাইনের কবিতাগুলি

1. সারারাত ছিদ্রান্বেষী উৎপাতে ময়লা হয় চাদর

2. ধূর্ত মাতাল মাত্রেই জানে টকগন্ধের প্রভাব

3.বিষন্নতাকে গলির মোড়ে ছেড়ে আতর মাখে মেয়েটা

4. পানের দোকান  ও ঘুঙুরের আওয়াজ মানেই বুক ফাটছে

5. কী জবাব রাখবে রাতের আকাশ যেখানে নক্ষত্র মৃত্যুর সমাহার

6. বিবেক নামক পিঁপড়েকে পিষে না মারলে সহজ হয় না যাপন

7.প্রতিদিনের  লড়াই শিখিয়ে দেয় কীভাবে দুঃখের কাজল গাঢ় হয়

8.ধুলো গিলে প্রতিরাত ভারী হয় কুয়াশা চাদরে

9.মনে রাখতে নেই খুচরো পাপবোধ

10.নিষ্প্রাণ কাগজে মোড়া আত্মা আসলে ভালোবাসার মমি।

১-লাইনের কবিতা সংখ্যা≈ মামনি সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

মামনি সরকার

বিশ্ব গ্রহণ

১.
মাঝ নদীতে খেই হারালে মাঝিই দেবতা হয়ে ওঠে

২.
চশমা হারিয়ে গেলে আমরা চোখকেই দোষারোপ করি

৩.
মৃত্যু মৃত ব্যক্তির কাছে আজীবন ঋণী

৪.
প্রতিটি ঠাকুরঘর সর্বহারাদের কাছে অশ্রু ভিক্ষা প্রার্থনা করে

৫.
সূর্য ডুবে যায় রমণীদের পবিত্রতা দেখার আশায়

৬.
অট্টালিকার জমকালো বাতি দূর থেকে একটা বিন্দু ছাড়া কিছুই নয়

৭.
মেলায় কেনা নলপাঁপড়ের ক্যারিবাগে লেগে থাকে বিক্রেতার পূর্বপুরুষ প্রাপ্ত অভাব

৮.
ছবির মত সাজানো শিকারকে আমরা খাদ্যচক্র নাম দিই

৯.
প্রণয় পৃথিবীটা নাইলন আর দড়ির মাঝে ডুবে থাকা বারুণী পুষ্করিনী নয়

১০.
মানুষের থেকে দূরে এসে মনে হয় অন্ধকার বলে আদতেও কিছু নেই