Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সোমা ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

সোমা ঘোষ

বহুরূপী

১) তাক ভাঙা মধু - আগুনের মতো করে ভাবিনি তো কখনো।

২)... পুরোনো জ্বরের মতো জড়িয়ে জড়িয়ে - নগ্ন পাখির স্নানদৃশ্য।

৩) বাতিল পোশাক আর রুদ্ধশ্বাস নকশার আড়ালে উড়ন্ত বহুরূপীরা।

৪) সাম্যবাদী মেঘ আলফাজ কাটে দোভাষী কবুতর।

৫) ধারালো ফালি চাঁদ জানলা ঘেঁষে ঝুলে  সর্বজনীন অবসাদ।

৬) প্যাস্টেল ঘষে ঘষে -পানকৌড়ির হলুদ ঠোঁট যান্ত্রিক গোলযোগ।

৭) চাঁদের নজরে মনিহারি বিজ্ঞাপন , ঘিরে অগ্নিশোক - স্বভাবে শীতঘুম।

৮) আগুন মুখ ছুটোছুটি- হরিণঘেঁষা শরীর বাৎস্যায়নে...

৯)যাত্রীবাহী ট্রেন ক্ষুধার্ত ঋতুচক্র ,ক্ষুধায় বাঁচে শর্ত।

১০) আলো মাখা ধাইমা গাছ-কাটা ঘুড়ির কোণে মাটির সংলাপ।

১-লাইনের কবিতা সংখ্যা≈ পিয়ালী চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

পিয়ালী চক্রবর্তী 

১) বিচরণ
অনন্তের মাঝে অন্তঃসারশূন্য আত্মাদের ভীড়ে মোর বিচরণ ।

২) সে কে?
চন্দ্রের ন্যায় মুখখানি দুহাতের তালুবন্দী, হৃদয় জানে সে আমার নয় ।

৩) হৃদয়
ব্যথাতুর হৃদয় কবির জন্ম দেয়, কখনো প্রেমিকেরও ।

৪) সৃপ্ত
বন্ধ দুয়ার পরে আলোকের উদ্ভাসে পরমাত্মায় বিলীন ।

৫) প্রতিফলন
তার বক্ষে প্রতিটা শ্বাসের ওঠানামায় এ কার প্রতিচ্ছবি !

৬) ধৈর্য্য
সৌরের প্রজ্বলনে সহিষ্ণুতা ব্যস্তানুপাতিক ।

৭) সমাগত
হাজার নক্ষত্রের ভীড়ে খুঁজে ফিরি সেই মুখ ।

৮) বর্ষণ
এক আকাশ মেঘ বুকে জমা, বারিধারার প্রত্যাশায় ।

৯) অনুভব
স্পর্শে হৃদকল্লোল শান্ত, সে হরিণী দুর্দান্ত ।

১০) স্পর্ধিতা
স্পর্ধা তার প্রতিভাত, শিরোভূষণরূপে সজ্জিত ।

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুদীপ বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সুদীপ বিশ্বাস

শিরোনামহীন ১০টি লাইন

১] যন্ত্র না তাই যন্ত্রণা পাই।

২] আঙুল দিয়ে কী হৃদয় ছোঁয়া যায়?

৩] পাখিরাও সুখি নয়,ওরাও সংসারী।

৪] সবকিছু যায় যাক,ভালবাসা ছুঁয়ে থাক।

৫] এস নদী, এস ঢেউ, এস তুমি মেঘ।

৬] কী অদ্ভুত দিন! সবাই সবার সতীন!

৭] নরম জিনিসের আঘাতেই বেশি লাগে।

৮] উত্তরের মধ্যে লুকিয়ে থাকে  প্রশ্নেরা।

৯] কবির কথা গভীর কথা।

১০] রক্তের দাগ ডানায় লুকিয়ে রাখি।

১-লাইনের কবিতা সংখ্যা≈ রঞ্জনা বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

রঞ্জনা বসু

দরবারী কানাড়া


(১) দীর্ঘ শীতের পরে রোদ এসে উষ্ণতা দিও।

(২) অন্ত:পুরে ঢুকে পড়েছে জল নৌকাডুবি তো হবেই।

(৩) পৃথিবীর বুক ভর্তি দুঃখ বকুল তুমি কেঁদো।

(৪) ধূসর আলীঙ্গন ও বোঝে উপছে পড়া প্রেমহীনতাকে।

(৫) মন শুধু মৃত্যু বয়ে চলেছে ভালোবাসা বড় প্রয়োজন।

(৬) একা এবং একা দুই পাড়ে তুমি আর আমি।

(৭) অল্প কথায় বলে রাখি আবার আসবে ফিরে জানি।

(৮) এসো বাইরে এসো এবারে সম্পূর্ণ হয়ে উঠি।

(৯) অন্তরে শঙ্খ আমার নিয়ে চল সমুদ্রের দেশে।

(১০) জোৎস্নায় কাব্য পড়তে যেতে চাই তারাদের কাছে।


১-লাইনের কবিতা সংখ্যা≈ চন্দন বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

চন্দন বিশ্বাস

জল সঙ্গম…

জল সঙ্গমে প্রাণ পরিতৃপ্ত বোধ আজীবন
                    

তোমার গানের...

তোমার গানের একমুঠো মেঘবৃষ্টি বাঁচার উৎসরস


জোছ্না লুটোপুটি...

আমার স্বপ্নমাখা উঠোন বুকে জোছ্না লুটোপুটি


উল্টোডাঙার ফুটব্রিজে..

উল্টোডাঙার ফুটব্রিজে তোর আঁচল আঁচল গন্ধ


রাত নামলেই...

রাত নামলেই চুপথাকা সকালগুলোর ছটফটানি শুরু


আদরবিছানো জলে…

আদরবিছানো জলে বৃদ্ধবটের লুটোপুটি সংগম বৈশাখ 
তাণ্ডবে


নদীর মতো...
নদীর মতো বিশ্বাসী মন ডুবসাঁতারে দক্ষ


স্বপ্নের বিরতিরা…

স্বপ্নের বিরতিরা দু-চার মিনিট সক্রিয় হয়ে ফের ঘুমিয়ে 
পড়ে


লাইফলাইন…

রাতের সমুদ্রে স্বপ্ন-সাঁতার বেঁচে থাকার লাইফলাইন


সংগ্রাম-সংগমে…

দিনের আলোর মত ব‍্যস্ত জীবন সংগ্রাম-সংগমে