Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ কাজল সেন

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||       
দীপান্বিতা সংখ্যা


 










সম্পাদক~ কাজল সেন-এর কবিতা

কালিমাটি অনলাইন-পত্রিকা,(প্রতি মাসে প্রকাশিত হয়)

মুখ ও মুখোশ

যখন আমার মাত্র তিন বছর বয়স

আমি এঁকেছিলাম একটা গাছের ছবি

আর যখন বয়স ছয়

একটা জঙ্গলের ছবি এঁকেছিলাম

আরও ছ’বছর পর যখন আমার বয়স বারো

আমার ড্রইংখাতায় একে একে উঁকি মারতে

শুরু করেছিল কিছু মুখ

অপরিচিত মুখ

তারপর সেই মুখগুলো যখন হলো মুখর

ফুটে উঠল তাদের গৃহস্থালি ঘর

আমি অবাক হলাম

মনে হলো এসবই তো আমার চেনাজানা

বহুদিনের বহুযুগের চেনাজানা

আমার ড্রইংখাতায় তারপর শুধুই মানুষের মুখ

অথচ বুঝতেই পারিনি এভাবে মুখ আঁকতে আঁকতে

কখন যে সরে এসেছি মুখ থেকে মুখোশে

এখন আমি শুধু মুখোশই আঁকি

মুখ ঢাকা পড়েছে আজ মুখোশের আড়ালে


✪ দীপান্বিতা সংখ্যা ≈ তাপসকিরণ রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||         
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ তাপসকিরণ রায়ের কবিতা

স্বরধ্বনি ব্লগ ম্যাগাজিন

তালা 

 

পরিপাটি ভেঙে যেতে যেতে  

কত না আয়োজন

তোমাকেই নিতে হয় বারবার

তার উদ্দন্ড তালার চাবিতে রাখা আছে গুপ্তস্থান

অযথা ফসলের ঘাস জন্মায়

পতিত জমি চাষের একটি কৃষক

তার নাঙল ফালায় ধরেছিল বৈধতা

সে জমির ফসল আগলাতে আগলাতে

রাত ভোর হয়ে যেত

এখন আর কোনও লেনদেন নেই

খোলা মাচান পেতে তুমি ঘুমিয়ে থাকো  


আঁচ 

 

ভিটামিন ডি’র উৎস তোমার যে যে স্থানে লাগে না

রোদ্দুরের বড় প্রয়োজন

দেহকে পোশাকের মতো টাঙিয়ে রাখতে গিয়ে

একটা ছাদ উঁকি মারে।

তোমার ব্রা-প্যান্টি উড়ে গেল বাতাসে

একজন সে জানে না কে তুমি !

তবু তার ঘ্রাণে তুমি ছিলে--

সে পুরুষ একটি নারীর আঁচ জেনে নেয়।

✪ দীপান্বিতা সংখ্যা ≈ সৌমিত্র রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক ~সৌমিত্র রায়-এর কবিতা
দৈনিক বাংলা ব্লগজিন।

এক টুকরো সকাল

এই শহর ; অনেকের না জাগা সকাল ; তবুও সকালের ইতস্তত ঠাণ্ডা হাওয়ায় উষ্ণতার আনন্দ বিলোচ্ছে সূর্য ; ফেরিওয়ালা হাঁকছে~ সব্জী লাগবে... সব্জী... ?

এই যে হাঁকডাক ৷ শোনা ৷ কোনটা কতটা রাসায়নিক আর কতটাই বা অর্গানিক ! হে জীবনের রসায়ন~

আজ আর বেশী কিছু বেজে উঠছে না আমার কবিতায় !

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অমিত চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ অমিত চক্রবর্তী-এর কবিতা

অভিব্যক্তি অনলাইন-পত্রিকা,(প্রতি মাসে প্রকাশিত হয়)


আবদার


ধর, তোমার সঙ্গে আমার খুব দূরে দূরের প্রেম

আর আমি হঠাৎ চোখ বুজে বললাম

শ্যামলিমা, বড্ড গরম এখানে,

পাঠাও না তোমার দেশের সেই শীতল জলের কণা

একটি অবনতা মেঘের ভারে, আর ঘন মল্লারের আড়ম্বরে ।

 

আর অমনি চোখ খুলতেই

অনুপম এক স্ফটিক বিন্দু ভেসে এলো ক্ষণে ক্ষণে,

প্রতিসর তার তনুতে তনুতে,

রামধনু রঙ বেয়াল্লিশের কোণে ।

 

আবার ধর, তোমার সঙ্গে আমার খুব কাছে থেকে প্রেম

আর আমি হঠাৎ চোখ বুজে বললাম

আদরিমা, বড্ড সংশয় এখানে,

ছোঁয়াও না তোমার নভের সেই শান্ত জাদুর স্পর্শ

ভোর রজনীর মৌনপারে আর রাতজাগা সুরে মালকৌশে ।

 

আর অমনি চোখ খুলতেই

অনুভব এক ফুল্ল, দীপ্ত ভেসে এল ফের মনে

সংহত সেই তনুতে তনুতে

অভয় অনির্বাণ, রোমাঞ্চ ক্ষণে ক্ষণে ।

✪ দীপান্বিতা সংখ্যা ≈ বিশ্বজিৎ দাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||            
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~বিশ্বজিৎ দাসের কবিতা 

ছায়ারোদ ব্লগজিন,একটি প্রতি মাসের প্রয়াস 


আয়নার দিকে

আঙুলের দেওয়াল বেয়ে ওঠা
                  ছায়ায় খেলে হাত

খুনের খণ্ডিত ছাপ, অনুরাগে
উঠেছে লজ্জিত
                      ঢেউ

বাতাসের ভিতরে জেগেছে আরও
দু'একটি অতীত ঢাকা ব্যক্তিগত ঘুম

           অসাড় হয়েছে আজ
      তাহাদের সমস্ত জিভের

বাকি কথাগুলো। কে যেন শুনিয়ে দিচ্ছে
পালকের প্রেম ঝরে পড়ে,
                            ফ্যাকাসে পা

ঝুলে থাকা এই শেষ অভিনন্দনের
কাছে রেখে দেয়, জ্যোৎস্নার মাদকতা

অতপর ছেলেটি, 
চলে যায় আয়নার পূর্ব দিকে...