সম্পাদক~ কাজল সেন-এর কবিতা
কালিমাটি অনলাইন-পত্রিকা,(প্রতি মাসে প্রকাশিত হয়)
মুখ ও মুখোশ
যখন আমার মাত্র তিন বছর বয়স
আমি এঁকেছিলাম একটা গাছের ছবি
আর যখন বয়স ছয়
একটা জঙ্গলের ছবি এঁকেছিলাম
আরও ছ’বছর পর যখন আমার বয়স বারো
আমার ড্রইংখাতায় একে একে উঁকি মারতে
শুরু করেছিল কিছু মুখ
অপরিচিত মুখ
তারপর সেই মুখগুলো যখন হলো মুখর
ফুটে উঠল তাদের গৃহস্থালি ঘর
আমি অবাক হলাম
মনে হলো এসবই তো আমার চেনাজানা
বহুদিনের বহুযুগের চেনাজানা
আমার ড্রইংখাতায় তারপর শুধুই মানুষের মুখ
অথচ বুঝতেই পারিনি এভাবে মুখ আঁকতে আঁকতে
কখন যে সরে এসেছি মুখ থেকে মুখোশে
এখন আমি শুধু মুখোশই আঁকি
মুখ ঢাকা পড়েছে আজ মুখোশের আড়ালে





