Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ ফুল ভৌমিক ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
ফুল ভৌমিক


অণুগল্প~জব্দ

রমরমিয়ে চলছিল নাদু সাহার মিষ্টির দোকান।চারটে পাঁচটা লোক দিন রাত মিষ্টি বানাত।এত সেল!
নাদু সাহার আগে কিছুই ছিল না।টালি দেওয়া একটা মাটির দেওয়ালে বাড়িতে বাস করত। দোকান থেকে পরে অনেক কিছু হয়েছে তার।তার যোগ‍্যতার চাইতে যা অনেক বেশি।ফলে নাদু সাহার দেমাক দেখে কে!
তার দেমাক মানুষ দেখলেও ভগবান দেখবেন না।তিনি সর্বশক্তিমান।অতএব তিনি একদিন একটা পাগলকে তার দোকানে পাঠিয়ে দেন।তার গায়ে ভীষণ দুর্গন্ধ।আর মাছি ভনভন।
দেখে কাস্টমাররা তো ঘেন্নায় নাক,মুখ ধরে।ও বলে,"পাগলটাকে তাড়ো।গন্ধ!গন্ধ!"
অমনি নাদু সাহা উনুনের কাছে পড়ে থাকা একটা চেলা কাঠ হাতে তুলে নেয়।ও পাগলটার কাছে তেড়ে আসে,"এই শালা পাগল,এখানে তোর কি দরকার বল।বল কি দরকার।..."সে কি মার!
অভিশাপে পরে নাদু যখন অন্ধ ও বধির হয়ে যায় তখন দেমাক কোথায়!
কখন কিভাবে তিনি মানুষকে জব্দ করেন!

≈ বিকাশ দাস সংখ্যা ≈ প্রিয়াঙ্কা পিহু কর্মকার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
প্রিয়াঙ্কা পিহু কর্মকার


সংসার

সম্ভবনা খসড়া বারবার গড়ে তোলে,
                                     তছনছ এর সংসার ।
   
ছুটোছুটি- গায়ে ঘাম ,
   গোধূলির শেষ বেলায় মেতেছে ধনাত্মক  সংসার ।

আমিষ-নিরামিষের গলি পথে গড়ে ,
                        স্মৃতি-সত্তা- ভবিষ্যৎ  সংসার ।

আদি-কল্পের প্রতি শ্বাসে জ্বলে ওঠে ,
                 কামসূত্রে প্লুত শ্বাসরোধের সংসার ।
          
অস্তিত্বের মাটিতে সম্পর্কের স্পর্শে ,
             সমালোচনার  ঊর্ধ্বে  বাস্তবের মূর্তিতেই গড়ে ওঠে .....,

              বৈধ-সত্য- অবক্ষয়ী শতকের ,
                                         গুহ্যকথার সংসার ....


≈ বিকাশ দাস সংখ্যা ≈ আবু আফজাল সালেহ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
আবু আফজাল সালেহ



গিরিপথটা মন্দ নয়, কিন্তু...

গিরিপথটা মন্দ না; সৌন্দর্য বিছানো।
সবুজ সবুজ ঢেউ শীতল ঝরনা
হেঁটে হেঁটে পরিশ্রান্ত পথক্লান্তি ভয়
মায়াবী-পথের ঘোরে দুর্বিনীত জয়।
নুড়ি-পাথরের জলে আবেশিত মন
ফেণিল ঝরনা তার উচ্ছ্বলতা-ভরা।

প্রাংশু-পথে সারথির হিসেব নেই
ডাকহরকরা যেন নির্জনপথের
সহগলাঠির ভর জলরেখা-পথে
চলেছে ঋজু-সর্পিল খাড়াই কিনারে।
ঝিরির জলে টিয়ার রোদ্রস্নানে সৃষ্ট
প্রতিধ্বনি,'সুখ নাও; কাঁটাটাও নাও'।

≈ বিকাশ দাস সংখ্যা ≈ শৌভিক মিশ্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
শৌভিক মিশ্র



অপেক্ষা

পৃথিবীর সমস্ত ওয়ার্থলেস
সব আলো থেকে হারিয়ে গিয়ে
একটা পাঞ্জাবির ভেতর আশ্রয় নেয়।
গ্রাম্য ঢিলেঢালা একটা পাঞ্জাবির ভেতর।

এরপর,
অন্তহীন স্বপ্নগুলো
অন্তরীণ হতে হতে
একদিন আবিষ্কার করে
জেটি থেকে ছেড়ে যাওয়া লঞ্চের মতো
কোনো অন্ধকার অতলে
ভেসে আছে
সে

কিনারা ব্যাপী
আলোর মালার হাতছানি।
অনন্ত ভেসে থাকা; অগাধ আস্থায়।
আন্তরিক রশ্মির প্রতিফলনের অপেক্ষা.....     

≈ বিকাশ দাস সংখ্যা ≈ সোনালী মিত্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
সোনালী মিত্র


পৃথিবীর পাঁজর 

তোমাকে সেরে উঠতেই হবে একটু একটু করে 
তক্তোপোষটাকে সুসজ্জিত করে তুলে সেখানে বসাব এক ঐতিহাসিক  পালঙ্ক। 
আজ যেন সমস্ত রাত্রি ধরে জোছনারা গান গাইবে লক্ষ্মীপেঁচার পাখনায় ভর করে।

আমি পৃথিবীর পাঁজরে  চোখ রেখে চোখ ভেজাব 
যেভাবেই হোক তোমাকে সেরে উঠতেই হবে এই মূহুর্তে। 

জীর্ণ শীর্ণ ভগ্ন দুয়ারে আজ ভক্তরা করতাল সোহাগে পরমান্ন  র আসর বসিয়েছে। 
তুমি উঠে এস তোমার ঐ অস্থিচর্মসার হৃদয়ে। 
সোহাগভরা চাঁদ যেন নিষ্কলঙ্ক হয়ে হাসছে।