Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ রঞ্জন মৈত্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
রঞ্জন মৈত্র


চলো খুলি

রঙ ধাপে ধাপে জলে নামছে
বর্গিয় জ-তে কার নৌকোটি বাঁধা
চলো অরিন্দম খুঁজি
গোটানো মাদুর ক্যালেণ্ডার পথ
খুলতে খুলনা ছিল
দেশ ছিল মাই কা তোলি
রোডে রোডে ছাওয়া নগরের গিঁট থেকে
চলো দেশ খুলি
এত লিনিয়ার চলা
জুতো থেকে মাত্র ক্লিক ক্লিক
স্বরাণু ব্ল্যাকহোল এবং হোল স্কোয়্যার
শূণ্যে ভাসছে ক্লাস
ফ্রী ফল করবে কোন আঁকাঁবাকা স্বরলিপি
তিন সপ্তকেই আছে বর্গিয় জ লুকিয়ে
শুধু রঙ আর নৌকোর জন্য এতটা আসিনি অরিন্দম


≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ প্রদীপ চক্রবর্তী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
প্রদীপ চক্রবর্তী


দেবীপক্ষ 

ঝরাপাতার  হাওয়ায় নিরাবয়বের আকাশ 

দেখছে তোমার সাড়াশব্দ 

অলীক সোহাগী যাযাবর বুকের টানে 

দু একটুকরো গান 

বিষাদিত ছাদের আলসেতে 

ঈষৎ ধোঁয়াশামাখা তবুও সহজাত গান 

এক ফোঁটা দু ফোঁটা মুহূর্তের ছা - পোষা মানুষ 

 

একটা অপেক্ষার কাছাকাছি 

এসে থমকে দাঁড়িয়ে আছে পথ আগলে 

ঝরাপাতার হাওয়ায় অনুচ্চারিত খনন নির্মীয়মাণ ত্রাণ শিবিরের মুখ 

অস্ফুট , দিকচক্রহীন সংঘারামের গান 

এই অশেষ বনের মধ্যবর্তী 

এই শেষবার পাতার ঝরোকা ঠেলে 

অমীমাংসিত মায়ের বুকের গন্ধ 

 ছড়িয়ে গেলো  ...

  

স্থির বিজুরি যাযাবর মনে হয় ...

 

পিতৃপক্ষ 

জল থমথমে বীজ লুকিয়ে থাকে ...

মাটির গভীর থেকে ওঠে ব্রীড়াবনত 

সুহৃদ সঙ্গত আদি স্ফোট ওম 

বীজের প্রাণ আজ মেখে নিই 

খাদ্য - পানীয় নিঃশেষিত রসে 

জল থমথমে ভাপ 

মাতালের নিজস্ব পরিখা নিরাময় 

কোথায় তবে উর্দ্ধ বা অধ

বাঁকানো ঘোরানো দাগ 

নিরক্ষরেখা যখন শূন্য ডিগ্রি ...

 

জল পড়ছে শুধু জল 

কেবল জল পড়ছে জীবনের স্বাদে গন্ধে 

বীজের মরিয়া বাসনা সকল 

বস্তুদল প্রমাণিত

ললিত ভস্ম উপকার

 

প্রতি টোকায় দূর থেকে তাকে নতুন মনে হবে 

আমাদের বসুধামুখী মফস্বল যেন

রামগিরি ,

ঠিক বুদ্বুদের মতো দেহকান্ডহীন ,

মূর্ধাহীন কয়েকটা বনবিভাগের মানুষ 

 

শুধু তোমার জন্য 

তোমারই নবীন অজাত ভ্রুণটাকে বলি ,

আগে ভাগে ভাবো , ভেবে দেখো 

সত্যি জন্ম নেবে কি না ?

যারা একদা তোমার ছিলো ,

                                       এখন আমারই  ...

 


≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ অনিন্দ্য রায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
অনিন্দ্য রায়


সামাজিকতার জল

যদি ভাবো আত্মীয়তা, পাশে পুষ্করিণী
ঘাটে বাসি নিশ্বাসের স্তূপ
প্রেম সতত সাবান ভেবে নিশ্চিন্ত হয়েছি
তবু প্রতিটি ডুবের মধ্যে, আছাড়ের যৌন হতাশায়
নিষ্ঠুরতা গোল হয়ে
সামাজিকতার জলে ছড়িয়ে পড়েছে
একদা বাঘের মুখে যে হাড় ফুটেছে তা-ই সফলতা
সাদা-ফ্রক বক আজও নিজেকে চরিত্র ভেবে অপেক্ষা করছে
ওকে বোলো, ঘাড়ে কামড়ের অর্থ
এতদিনে আর শারীরিক নয়
সম্ভাবনাদের দেখি, অধস্তন, দু পা অসমান
কচুপাতাদের ঝোপে পরমার্থ কড়ি দেখি মাটিতে উপুড়
আর অযুত শিশিরফোঁটা
পড়ে পড়ে তার গায়ে প্রকোষ্ঠ বানাল
আলো দিয়ে সাফ করি গন্ধেশ্বরীর কিনারা
আঁধারের শীর্ণ ছিপ আবহসংগীতে বাজে সপাং সপাং
সরল পদ্মের ডাঁটি, জল তাকে কৌণিকতা দেয়
ওপরে যা কুঁড়ি ফুটছে, একাদিক্রমে, তা কি কেবল প্রতীকী?
ভ্রমরেরা কালো ও চঞ্চল, আমার প্রবৃত্তি নিয়ে
হ্যাংলামি করে
মহিমাচক্রের তুমি, মধুকে আঠার মতো
চিটিয়ে রেখেছ সুখ কোষসমবায়ে


≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ বাপন চক্রবর্তী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
বাপন চক্রবর্তী



অণুগল্প~রজনীগন্ধা

প্রতিদিন ভোরবেলায় দরজা খুলে বারান্দায় যাওয়ার সময় তিনি ব্যস্ত হয়ে পড়েন।
বারান্দার বাইরে একটুখানি উঠোন। তারপর উঁচু পাঁচিল। জীর্ণ ও পুরোনো ইঁটের তৈরি।
প্রায়ান্ধকার কুয়াশাঢাকা উঠোনের দিকে তাকাতেই গোপাল একটু হেসে উঠে বসল...
- মা। এত তাড়াতাড়ি উঠে পড়লে যে ?
- রোজ এক কথা বলিস। বুঝিস না। বলদ কোথাকার!
শুনে গোপাল নি:শব্দে হাসল। যেমন ও হাসত। ছোট্টবেলায়। ছোট্ট ছোট্ট দাঁত বের ক’রে
- তোমার পুজোর ফুল ঠিকমতো পাচ্ছ তো মা ? বাবলু এনে দিচ্ছে ?
বাবলু গোপালের বড় ছেলে। কলেজে থার্ড ইয়ার অনার্স পড়ছে।
- হ্যাঁ রে বাবা ... এনে দিচ্ছে। তোর অত চিন্তা নেই।
আগে তো গোপালই এনে দিত মায়ের পূজার ফুল। রোজ সময়মতো। কোনোদিন ভুল হতো
না।
পাখির ডাক বাড়ে। রৌদ্র ওঠে।
কথা কমে আসে মা ও ছেলের।
একসময় গোপালের বউ চা নিয়ে আসে। রাগ ক’রে বলে:
- শীত পড়ছে। একটা চাদর নিয়ে বাইরে আসবে তো।
তিনি জানেন সবাই এসে গেলে আর গোপালকে উঠোনে দেখা যাবে না।
সেই বিষণ্ণ খাটের ওপরে ... কুয়াশা ঢাকা একটা শরীর ... ধূপ আর রজনীগন্ধার কী
তীব্র গন্ধ !
রজনীগন্ধার গন্ধ যে এত অসহ্য আগে কখনও তিনি জানতেন না...

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ কুশল ভৌমিক ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
কুশল ভৌমিক 


কুরুক্ষেত্র 

কিছুই বদলায়নি
কর্ণের রথের চাকা মাটিতে ধসে গেলেও
তার দিকে নির্বিচারে আজও ছোটে অজন্তা বাণ
সূতপুত্রদের দু'পায়ে দলে আজও বাসুদেব পার্থসারথি 
আজও কোনো নিষাদপুত্রকে শিষ্য বলে মেনে নেয় না দ্রোণাচার্য 
আজও প্রতিজ্ঞাভঙ্গের ভয়ে পাঞ্চাল কন্যার অপমানে  নির্বিকার থাকেন মহামতি ভীষ্ম
যুগে যুগে বিকীর্ণরাই সংসারে সংখ্যালঘু
দ্রৌপদীর বস্ত্রহরণ আজও তাই বিধির বিধান।

কিছুই বদলায়নি
আজও জন্মান্ধ ধৃতরাষ্ট্রই জগতের রাজা
একপায়ে খুড়িয়ে খুড়িয়ে গান্ধার রাজ নিয়ন্ত্রণ করেন আমাদের সংসার 
আজও দুর্যোধন বিনাযুদ্ধে নাহি দেয় সুচাগ্র মেদিনী! 

কিছুই বদলায় না
আজও কৃষ্ণের চাতুর্য আর রণকৌশল 
কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ নিয়ামক
আজও প্রতিশোধের নেশায় শিখন্ডীরা পুনর্জন্মের ভিক্ষা মাগে
আজও ধর্মপুত্র প্রেস রিলিজে জানিয়ে দেন
'অশ্মথামা হত' আর হস্তিনাপুরের অসহায় জনগন
মনে মনে জপে যান 'ইতি গজ, ইতি গজ'। 

কিছুই বদলায় না
আজও ভাবমূর্তির ভয়ে আমরা নিজেদের ভাঙতে শিখিনি 
আজও আমাদের প্রত্যেকের হৃদয় একেকটা কুরুক্ষেত্র।