Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ দেবাশিস চন্দ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা 
দেবাশিস চন্দ


১ মে, ২০২০

জমায়েতে জমায়েতে মিছিলে মিছিলে গেয়েছি তো গান,

কত কত গান, লিখেছি কবিতা, লিখেছি আগামীর চলা,

ভাসিয়েছি স্বপ্ন–বাক্যের সাম্পান, রাজপথ, অন্ধ গলি,

শ্লোগানের উচ্চকিত সুরেলা মুষ্ঠি ছুঁয়েছে দিগন্ত,

ক্ষয়ে গেছে পা, ফুটো ফুসফুসে ধরি আয়না,

মৃত্যুকে এক ফুঁয়ে পাঠাই ভুগোলের বাইরে,

ঝঞ্ঝারাতের মুশকিল আসান আসছে যে ওই।


বয়সের ভারে শীর্ণ হাত আর ওঠে না ওপরে

চাঁদ আসে না নেমে আমার জীর্ণ ঘরে

তাহলে কী আমি ছোঁব না আকাশ

হে কমরেড

বলো

       ব

         লো

চুপ করে আছে কেন? অন্ধকারে নাচে জোনাকির আলো,

বলেছিলে ধ্বংসের মধ্যে রচিত হবে বিজয়ীর স্বপ্নমিনার,

একদিন ফুটপাতের ছেলেটি বসবে রাজার সিংহাসনে।


কোথায় সেই সিংহাসন, শ্রমিকেরা আজো চলেছে হেঁটে,

মিরজাফর শাসকের ঘৃণায় পুড়ে ছাড়খাড় পাকস্থলি,

খিদের মিছিল ক্রমশ লম্বা হয়, দূরে সরে যায় দিগন্ত,

বেয়নেটে বুলেটে মিতালি, দেয়ালে দেওয়ালে শুধু ছবি,

গোলাপের কাঁটা বিলিয়ে দিয়ে নেবে শুধু ফুল, মোহঘ্রাণ!

সুবিধাবাদের কবর খোঁড়া হচ্ছে দেখো ওই জনকণ্টকে।

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ কামরুল বাহার আরিফ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
কামরুল বাহার আরিফ


জলমায়া ঢেউ

আলোজয়ী জলজীবনের গল্পের প্রতিবিম্বে
শান্তির অপরিমেয় শক্তির প্রতিভাসে
আমরা যুগলবন্দি হাতের শিহরণে
রূপকথার চাদরে চড়ে বসলাম।

আমাদের সামনে আবীরসন্ধ্যার আকাশ
আকাশের রঙে জলমায়ার বিস্তৃতি
আমাদের পিছনের বিবর্ণক্লেদ নাই
চলেছি রূপকথার অলীক সাম্পানে।

জলের অসীম ক্যানভাসের প্রতিবিম্বে 
আমাদের সুখস্মৃতিরা প্রদর্শিত হচ্ছে
একটা একটা করে প্রতিদৃশ্যে
বদলে নিচ্ছে জলজীবনের আবহসুর।

ক্রমেই আমাদের শরীরের তন্ত্রী
সেতারতানে ঝংকৃত হতে লাগলো
বুকের গভীরে বাজলো মৃদঙ্গ
মাতাল হলো জলের সাম্পান।

আলোজয়ী জলজীবনে ঝড় উঠলো
জলমায়ার বিস্তৃিতে ঢেউ জাগলো
মোমের তাবুর গলিত স্রোতে
ভস্ম হলো মিথুন মিনার।

জলের প্রতিবিম্বে সে দৃশ্য
ধারিত হলো চলমান ক্যামেরায়
এখন আকাশের ক্যানভাস জুড়ে
দৃশ্যায়ন হচ্ছে জলমায়ার ঢেউ।



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মধুসূদন দরিপা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
মধুসূদন দরিপা 


অবুঝ

 ৫ 

অদ্ভুত রামায়ণ লিখেছিলেন জগদ্রাম 
রামের নাম কিন্তু কিষ্কিন্ধ্যা হয়নি 

জিলিপির আড়াই প্যাঁচে এখন 
উদ্ভট পুরাণ পাগলী 

পাতালঘর হয়ে যায় উত্তমকুমার 
নিষিদ্ধ পল্লী হয়ে যায় কলেজ স্কোয়ার 

 ৬

'হিমালয় কারো ঔদ্ধত্য সহ্য করে , না ' -- প্রবোধ সান্যাল 
(কার ঔদ্ধত্য ?  কার ? )

নিজের পাড়ায় কুকুর রাজা 
(রাজা না রাণী ? )

পাহাড়ী বিছে আর কুকরি নিয়ে 
চল পাগলী কানামাছি খেলি 

৯ 

অনেকদিন তো হলো এবার ঠিকানাটা বদলাও নন্দলাল 
সন্ধ্যার পর আর আর্ট কলেজে নয় বরং পার্ক স্ট্রিটে চলো 

চিত্রাঙ্গদা : অর্জুন ! তুমি অর্জুন ! (পড়ুন পার্থ )
ক্ষমা দিয়ে কোর না অসম্মান / যুদ্ধে করো আহ্বান 

হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কী' টা বল 
কিং অর ক্যুইন ক্যান ডু নো রং-রে পাগলী 

১০

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত 
শীর্ষাসন করতেন নেহরু 
নরেন্দ্র মোদীও করেন 

আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে 
গুলি খাওয়া লাঙ্গল এবার শবাসন করবে রাষ্ট্রের নাভিদেশে 

শীর্ষাসন ভার্সেস শবাসন : খেলাটা কেমন জমবে রে পাগলী 
পাটিগণিতে যোগের ঠিক পরেই কিন্তু বিয়োগের অঙ্ক

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ জ্যোতি পোদ্দার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা 
জ্যোতি পোদ্দার 

পুরুষ

তুমি মিঞা ঠেডা পুরুষ  
ঠারে ঠারে নানা কথা কও

আধেক বুঝি আর আধেক বিড়ির ধোঁয়া
সাঝ রাইতে কথাতে ফোটাও হলুদ ফুল
রাইত পোহালে চোখে মুখে
                              ছড়াইয়া দেও মরিচফুল

কচকচ করে  বুকগলা জ্বলে
হেচকি দিয়া কান্না আসে
কাউরে বেবাক কথা কইতে পারি না।

তুমি মিঞা ঠেডা পুরুষ মানুষ
কথার ভাঁজে কথা রাইখ্যা
                              বিনা জলে চিড়া ভিজাও

তুমি মিঞা ঠারে ঠারে কথা কওনের গোঁসাই
তুমি মিঞা দখলদারের নায়েব মশাই

তুমি মিঞা ঠেডা পুরুষ  
ঠারে ঠারে নানা কথা কও

আধেক বুঝি আর আধেক বিড়ির ধোঁয়া


 

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মনজুর রহমান ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা 
মনজুর রহমান


অস্তমিত সূর্যের ঘ্রাণ

এখন চাইলেই আর কোন প্রশ্নাতীত সৌন্দর্যে - পারিনা রাঙিয়ে নিতে-অস্তদিনের  নিঃসহায় বিষাদ
চিরায়ত ভোরে সভ্যতার ফসিল পাঠে
বিবর্ণ সূর্যতাপস অথবা
ঘাসফড়িং এর বিশদ হলুদ শুষে নিয়ে বলতে পারিনা--
এই নাও, তোমাকে দিলাম মাটিমগ্ন মুগ্ধশিশির, জোনাক আঁধার--
আর তারাদের সমান বয়সী প্রেম!
প্রগতির রঙ নিভে গেলে,
তুমি এই নিয়ে বেঁচে থেকো;
বেঁচে থেকে বুড়ো পৃথিবী!