Saturday, May 30, 2020

অনুরূপা পালচৌধুরী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                             অনুরূপা পালচৌধুরী


দোপাটি ঘুমের ছায়াচিঠিতে

প্রিয় মুখের শরত গুছিয়ে রাখি। সেই তুমি বসন্তের ঘর গুনে গুনে দোপাটি তালিম আবীর গুনে গুনরীন। অবসাদের ঘুড়ি জমাহীন আকাশ ধারে বুৃকঋণ। ১বুক সূর্যের বালিয়াড়ি বিছিয়ে পালতোলা ঘর আঁকি। আমি তো আলো খুড়ি না তবে সে ঠিকানাও অলস আলগোছে দোতালা ভোরের চাবি হয় না। সমস্ত ভার বইবে এমনো নয় সে কুয়াশার বৃত্ত : আয়নায় ঠোঁট রাখো। কথায় কথায় যাবতীয় আঙুল মেখে নেয় স্নায়ুভেজা কুয়াশারা। আধা আধি মাটি থেকে অভি যোগের শিকড় 'র' বিয়োগের ধারাপাত : ১টা তুমিগাছের মরু জানলা আগুন পুড়িয়ে নগ্ন রোদের আস্তিন। অগনিত শূন্যের বাসর কিনে রাখি মেঝে পাতার নিষিদ্ধ চর। কয়েক হাত বর্ষায় ব্যর্থ কাগজের হাতকড়া তবু তোমাকেই রাখি আতরের ঘাম আর আরঘুমের জাবরে.....


অভিজিৎ দাসকর্মকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

                          অভিজিৎ দাসকর্মকার


এরা সবাই নিয়ম মাফিক আসে ___

______ তাই আমাদের কোনো রাস্তা নেই।
রাস্তার নিশুতি আলোর পাশে নির্জন গাছ ধরেনি । প্রসূতি নদী নেই। যার কোলে নিরক্ষর জ্যোৎস্না, নৌকা লাগায়।
এখন
শরীরটি দুলছে। তাই হয়তো পূর্ণিমাও দুলছে।

আমি সিগারেটের তালে তালে বেশিক্ষণ বাংলা স্তবকের কিনারায় নিঃশব্দে ভূগোল, বা
পলিটিক্যাল সায়েন্সের খাতায় টাটকা মোড়াম, এমনকি
চশমার ওপাড়ে, সমতল ধরে হেঁটে চলেছে কনকেভ দৃশ্য দেখতে পাই।

আমার কলারে আর জায়গা নেই, নাহলে অনেক শিশুগাছ লাগাতাম।
আমার গায়ে সজোরে ইকোলজি আর নির্বাচনী ট্রেন দূর-পাল্লা দিয়ে মৃত—জীবিত—আবার মৃত দুনিয়াদারীর মধ্যে দিয়ে ঝুকঝুক করে চলেছে____

এখন তীব্রতার কথা ভাবি না। সাইকেল নিয়ে রোজ বাজার আসে। টিউনিং করে রেডিও-মৈত্রি আসে। দিনের রোদে চটচটে ঘাম আসে। বিকেল বেলা মিষ্টি আসে। বাইকে ২০০ টাকার তেল আসে।
এরা সবাই নিয়ম মাফিক আসে ___
আসে আর থেকে যাওয়ার সময়, আস্তে আস্তে শেষ হয়ে যায়।  তারপর আবার
১টি বৃত্ত পূরণ হয়।
তার ভিতর ডালা সাজিয়ে বসে আছে——গৃৃহকর্মে নিপুণা। সোমবারের নিরামিষ জীব। গৃহলক্ষ্মীর পাঁচালী। ফুল বেণী পঞ্জিকা ,  এবং
আমাদের পরিবেশ মুক্তির বার্তা ---


Thursday, May 7, 2020

সম্পাদকীয় নয় কিন্তু

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।
কবিপ্রণাম
সম্পাদকীয় নয় কিন্তু
অভিজিৎ দাসকর্মকার




আজ রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মদিন। সারা বিশ্ব এবং আমার আপনার প্রিয় ভারতবর্ষ, আরও প্রিয় পশ্চিমবঙ্গ, এবং আমার -আপনার প্রিয় সাহিত্য, সাহিত্য প্রেমী বন্ধু এবং তাদের পরিবারের জন্য সর্বশ্রেষ্ঠ আসনে বসে থাকা ঈশ্বর, তাঁর কাছে প্রার্থনা, আমরা সকলে যেন ভালো থাকি, ভালো রাখি। সাহিত্য জগতের সাথে যুক্ত সকল মানুষজন, কর্মী এবং সাহিত্য থেকে সহস্র যোজন দূরে থাকা মানুষজনেরাও যেন ভালো থাকেন। আর আমার ভারতবর্ষ সহ সারা পৃথিবীর করোনায় শহিদ সকল মানুষদের প্রতি শ্রদ্ধা, স্যালুট। পরিবারের জন্য সমবেদনা, 
এবং পুলিশ, স্বাস্থ্যসেবায় যুক্ত সকল মানুষদের একবুক ভালোবাসা... 

ভালো থাকুন।  সুস্থ থাকুন। সুস্থ সাহিত্যে থাকুন।      


সুশীল হাটুই

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

টেবিলফ্যানের অসুখ
সুশীল হাটুই

অ্যান্টিপোয়ট্রি লেখার আগেই
টেবিলফ্যানের অসুখ ছড়িয়ে পড়ছে ঘরে।
গা-বমি মাথা-ধরা লালচোখ জ্বর সব দেয়ালেই
ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর ব্লুপ্রিন্ট।

তারই মধ্যে আমি
সিলিংফ্যানটিকে বলছি,সম্রাট অশোক,
তুমি আজ GOOD FATHER অমরেশ পুরি
হয়ে ওঠো।

আমি বাড়িয়ে রেখেছি হাত, তুমি তোমার
হাওয়া-মেয়েটির হাত ছেড়ে দিয়ে বলো---
যা সিমরান যা...

আজ ১টা সামার ১০০ সামারের গ্যাংলিডার
হয়ে আমার দারুচিনি ত্বকে ডিটিপি করছে,
মৃত মাছের চোখ আর কুরুক্ষেত্রের
বোমাবাজি।

তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় কমে যাচ্ছে আমার
কলমটির শব্দের বেলুন ওড়ানোর
ইচ্ছা।

আমার মগজ পুরো হ্যাং
হবার আগেই, আমি সাওয়ারের নীচে খুঁজে
নিচ্ছি বৃষ্টির যশোদা-বাৎসল্য.
..

আলোক মণ্ডল

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


রিপু
আলোক মণ্ডল

১.
একটি বিষয়হীন বিষয়ের মাথায় ১ টি
অ্যালফাবেট। 
সমতুল ফাজিলের আখরোট ভেঙে L,
লায়ন ও লাভ-ক্লাবের পূর্বপদ...

ক্ষিদে ও প্রেম পাগলা করে সময়।

২.
মানচিত্রের সব নীল রঙ সবুজ হয়ে গেল।
খন্ড-ত হীন কৃদন্ত  শীত সকালে
ফারেনহাইড স্কেল উপরে চড়চড়

চিবুক অবধি সব চাঁদ আঁকা হোল
দোয়াত উল্টানো গরীমায়