Saturday, May 30, 2020

সঞ্জয় চক্রবর্তী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
সঞ্জয় চক্রবর্তী

একাকিত্বের দ্বীপে 

গড়ে নিতে নিতে ভেঙে ফেলি এক মূর্তি, নিজ আত্মজার ।
সমাপ্তিক্ষণের প্রতীক্ষায় নিরব এক তিলোত্তমার বেঁচে ওঠা কিংবা মরা,
জলে ডুবন্ত রাজহংসীর মতো সেই মেয়েটির একান্ত ইশারা ।
একগোছা চুলে তার, ঘনায়মান নিকষ অন্ধকার ।

আমার জীবনগ্রন্থে এতকাল যুদ্ধই ছিল নিছক দূর্বলতা অস্বীকারের মহার্ঘ অবলম্বন ।
আজ স্বচ্ছ মেঘের মতো ভাসমান দেহে গজানন
জেগে উঠলেই প্রিয় বিবস্বান আমার রূপদর্শী সততার ।

এখানে মুগ্ধ, সব মালঞ্চে সজ্জিত ।
এন্তেকালে একমুষ্টি মাটি নসীব হওয়ার আশায়,
আমার অন্তরের শাখা-প্রশাখায়,
পাহাবাহারে, দংশনের কাব্য রচনায় ব্যতিব্যস্ত মথ ।

অজস্র কীটের অঙ্কিত গুহাচিত্রে বর্ণিত,
ধূর্ত সজারুর কাঁটায় বিদ্ধ অচল পতাকাখচিত রথ,
বঙ্কিম বিশ্বাসে তাকে একাকিত্বের দ্বীপে গুপ্ত রেখেছে কে ?
সেকি ! একমাত্র হর্ষবাহক তুমিই পর্বত ?



রুবি রায়

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
রুবি রায় 

দক্ষযজ্ঞে আমাকে ট্যাগ করা হল 

দুপাল্লার দরজা , তাতে দু-বার কড়া নেড়ে শান্তি..... "অ" সহযোগে ঢুকে পড়েছে ।

দক্ষ তার চোদ্দজনকে নিয়ে যজ্ঞে বসেছে ফর মি । গোলটেবিলের সাথে নিংড়ানো ন্যাকেড ভাষা আর ভাবনাগুলো--

আমায় নিয়ে ঘুরছে । এই 4G যুগে আমি দ্রুত ট্যাগ হয়ে যাচ্ছি --

                   জলের লাইন 
                  পর্দা সরিয়ে কারোর জানলায়
                   অথবা কোনো বেডরুম ।

                              Done √

আমার লেসবিয়ান মতামতেরা মেটাবলিজম ক্ষমতা হারিয়ে , চন্দনের ফোটায় সুস্বজ্জিত ।

ব্যাস ! পোস্ট হয়ে গেছে । ঐযে দেখাচ্ছে--
দক্ষ উইথ জলের লাইন অ্যান্ড টু অদারস ।

৪৮ ঘন্টা পর চা-য়ে চিনি বেশি দিয়েছি ।একশোটা XওY ক্রোমোজোম অর্জন করেছি 
ষাষ্টাঙ্গ প্রণিপাতে ।

সান্ত্বনা পুরষ্কার ছিল গতরাতে।

রামদেবের ব্যায়ামে রয়েছে শিলনোড়ার কার্যকলাপ ।

ছায়া ... লম্ব ভাবাসিক্ত ।

মকসোর অত্যাচারে উঠতে দেরি হয়ে গেল ।

রানা সরকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
রানা সরকার

সাঁকোর ওপারে 

ন্ধ্যা বিষাদে আমি এবং আমার কবিতা আর মাঝে তুমি।

দূরত্ব তোমার আমার সবার!
:ইনহেলার
আমি এবং আমার কবিতা উভয়ে ছুটে আসি। 
তুমি-তুমি বহু আঁকিবুকি। তুমি-তুমি অপ্রাপ্য জোছনার খসড়া।
অলৌকিক অসুখ! 
আত্মহনন!

সাঁকোর ওপারে...

একটি রিক্সাচালক রুটি ছুড়ে দিলো রাস্তার কুকুরকে। 
রিক্সাচালক!                    হ্যাঁ একটি রিক্সাচালক। 
উনি দেবতা নন! বিশ্বাস করুন,... দেবতা - - - নন। 
এমনকি কবিও নন... 





সুলগ্না রায়

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

                                     সুলগ্না রায়


 বেদুঈন
         
একাকী নির্ঘুম রাত কাটে;
খোলা জানালা বেয়ে বেয়নেটের নলের মতো
ধেয়ে আসে মৃত্যু পান্ডুর বিহ্বলতা৷ 
নির্জন প্রান্তরে ঘুঘুর ডাকের বিদ্বেষানল 
স্তব্ধ হয় কাঁটাতারের বুকে প্রতীক্ষারত সীমন্তিনীর অশ্রুজলে,
অরণ্য তোমার মন পড়ে থাকে লক্ষ যোজন দূরের কম্পিউটার স্ক্রিনের জটিল নকশায়৷
বুঝি না কি আনন্দ খুঁজে পাও ইনপুট আউটপুটের তদারকিতে৷
মরুপ্রান্তরের দক্ষ প্রকৌশলীর ছোঁয়ানো তারে ঘর্ষিত তড়িৎ;
রক্তাভ তৃতীয়ার চাঁদের ম্লান রশ্মির মতো ছুঁয়ে যায় সীমন্তিনীর নাভিস্থল৷
ইড়া,পিঙ্গলা,সুষুন্মার জালকে জড়িয়ে উন্মত্ত তারুণ্য;  প্রেম হয়ে ধরা দেয় মুঠোফোন বিকিরণে৷

তুমি বলো,"বিরহেই প্রেমের সার্থকতা প্রিয়তমা",
মধ্যবয়স্ক সংসারী পুরুষের পরিচিত খোলস ছেড়ে; ঝাপসা রিমলেস চশমার কাঁচে জমা বাস্প মুছে,
তুমিও হয়ে ওঠো বেদুঈন৷

শুভ্রনীল চক্রবর্তী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                                              শুভ্রনীল চক্রবর্তী 


মহাজাগতিক মৈথুন 

ঈশ্বর আমার গা বেয়ে উঠে আসছে 
ঈশানির অষ্ট সূর্য 
জাগতিকতা আবিষ্ট মরু ভেষজ 
স্বয়ংক্রিয় স্থাপকতা যাপনের অঙ্গীকার
গ্রহপুঞ্জের নিউরনে ,

আমার শিরা উপশিরার অন্ধকার কেটে 
পথ খুঁজে নিচ্ছে
সদ্য জন্মানো অ্যামিবার অলিন্দে 
উরু থেকে হাঁড় কেটে 
আদম বানাচ্ছে 
ইভের গুটি হাতে রেখে ,
       বিশ্বাস 
       ভয় 
       কাম 
            সহস্র বিষ ঢেলে দিচ্ছে 
               স্থাবর অবয়ব রক্ষার্থে 
ঈশ্বর আমার গা বেয়ে উঠে আসছে 
ঘুঙুরের ফাঁকে সমুদ্র 
     সমান্তরাল মহাবিশ্বের সময় শেল 
পলাশের লাল ভেদ করে
        প্রকৃতির সাথে সহবাস 

এক সময় কক্ষের সহস্র শৃঙ্খল 
উন্মোচিত বিশ্ব 
সহস্র পিঞ্জর
গ্রহ পুঞ্জের নিউরনে 
এক একটা সভ্যতার গল্প 
নতুন বিশ্বাস বানাচ্ছে 

প্যারানয়েড প্যারাবোলার গর্ভে 
আতসকাঁচ দিয়ে পরমাণু বর্ষণ 
আমার জরায়ু কেটে ব্ল্যাকহোল বানাচ্ছে 
ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আমাকে 
ভালোবাসার আশ্রয়ে 
নিজের স্বার্থে , 

উন্মত্ত সৃষ্টির বিলাসিতায়
ঈশ্বর আমার গা বেয়ে উঠে আসছে 
আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি
মহাকাশ হয়ে যাচ্ছি ।।