Thursday, May 7, 2020

শ্যামশ্রী রায় কর্মকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ভুল পাথরের বাড়ি
শ্যামশ্রী রায় কর্মকার 

১.
তোমাদের বাড়িতে এসে মনে হল
ভুল সময়ে এসে পড়লাম 
লাল সিমেন্টের গোল বারান্দায় 
চাঁদের ধাপিতে বসে
আর জাহাজ ভাসানো হবে না আমাদের 
অনেক আগেই তুমি সেইসব পার হয়ে গেছ

কোলাহলের বিপরীতে একটি ঘর নেব
তুমি বলেছিলে
কোলাহল এখন 
তোমার ঘরের দিকে প্রাণপণে ছুটে আসছে

৩.

দুটিই জানলা মাত্র
একটি অনন্তের দিকে খোলা 
অন্যটি নিঃশ্বাস ফেলে 
টুংটাং শব্দ হয় রাতে
গোপন কথার গন্ধে সরে আসে কাছে

নিলয় নন্দী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

অয়েলপেইন্টিং
নিলয় নন্দী

এই মেয়েটিকে রেনোয়াঁ বারবার এঁকেছেন।
মেয়েটি চুল আঁচড়াচ্ছে। বয়স কতই বা!
গ্রাণাইট জানালায় তখনো আধপোড়া গোধূলি
অ্যাশট্রে ছাই আর পলাতক মানচিত্র...
চিরুনি টানলে সরে যায় ভূখন্ড
স্পষ্ট হয় ইনসেলবার্জ।
বুকের বোতাম সরে গেলে
নিষ্পাপ চোখের দিকে তাকানো যায় না আর।
পারদের ক্যানভাসে তখনো জিগশ পাজল
আর অবাধ যৌন কাটাকুটি... 

শীলা বিশ্বাস

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ঘোড়া ও একটি গোপন ইচ্ছা
শীলা বিশ্বাস

পার্থজিৎ ক্যাসিনোয় বসে কবিতা লেখেন যদিও ঘোড়ায় চড়া তার প্যাশন
চিরঞ্জীব পাঠককে সহিস ও ঘোড়ার মধ্যবর্তী একটি নদী দেখাতে চেয়েছেন

এরা কেউই এক শিংওয়ালা ঘোড়ার জাদু ক্ষমতার পরীক্ষা করেননি
ঘোড়ার ডিম বা ডানা নিয়েও কেউ প্রশ্ন তোলেননি

ট্রয়ের কাঠের ঘোড়াটি নিছক খেলনা ছিল না
গোপনে প্রবেশ করে একটি শহরকে ধ্বংস বা জয় করেছিল

পার্থজিৎ ও চিরঞ্জীব  কেউ কাউকে দেখেননিমিল বলতে দুজনেই কবি দুজনেই প্রেমিক
দুজনেই ঘোড়ার পেটের ভিতরে ঢুকে পাঠকের হৃদয়ে প্রবেশ করতে চান গোপনে






বর্ণজিৎ বর্মন

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ইজম এর ঘেরাটোপ 
বর্ণজিৎ বর্মন 

কয়েক  যুগ আগে ,চোখের ধরেছিল রোগ 

ট্রিটমেন্ট করা হল অনেক ,কতো চেম্বার ,কতো জুতো হল ক্ষয় , ফরেন ডক্টর ফেল 

 প্রাণীটির লক্ষ্য বস্তুটি  ,ঠিক করা যায় নি অনেক আবজার্ভেশন 
শেষে ও নিটফল জিরো 

ভয় হয় ,ভয় ,চোখে না দেখার ভয় ,যদি 
এই অবস্থা মার্কসকে বলি নির্ঘাত বলবেন -
তুমি শোষণ হয়েছ বুর্জোয়াদের দ্বারা,ডাকো  কমিউনিজম ডাকো ।

যদি 
এই অবস্থা বাস্তববাদিদের বলি ,ইউ হ্যাব নট পাওয়ার , সো পলিটিক্স করে জেনুইং পাওয়ার কব্জা করো ,

যদি ,সব ইজমকে বলি একে একে কিছুই হবে না,
ওদের চশমা পরে দেখলে বিশ্বাসটি সেই চশমারই কালার ধারণ করবে ।
বিশ্বব্যবস্থা রঙিন দিবসে ডুববে ।
 নিজস্ব চিত্রের রঙ্গটা কানা পুকুরে ডাইরি লিখ
লিখবে ।


রুবি রায়

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ডাইরির ভাজে পাওয়া দুটি ঠিকানা 
রুবি রায় 

দুই কর্ণিয়া জলে থিঁতিয়ে আছে 
৪ মুঠো স্মৃতি বালি ।

সূর্য মন্ত্রের পাশ দিয়ে শরীর হেঁটে যায় 
মাইনাস ফাইভ পয়েন্ট সামথিং কাঁচ এঁটে।
কোয়ান্টারিন মন , সংসার গোছাতে ব্যস্ত 
স্টেশনের ওপারে । কোলকাতা - ৭০০১৩১ ।

বিদ্যাসাগরকে জোর করে বাড়ি বাড়ি ঢুকিয়ে - এক্সিট হওয়ার পর ! আমার আশারা ...
ম্যানিকিওর করে , সাঁচীস্তূপ আর লালকেল্লা ছুঁতে ।

পাকস্থলির দীর্ঘশ্বাসে বেশ কিছুটা CO2 
পরিবেশে বেড়ে যায় ।

শান্ত পি.এল জানান দেয় , গ্ল্যামারেস চাঁদ !
কালসিটে দাগ নিয়ে সুকান্ত দাদার রান্নাঘর 
থেকে ম্যারাথন দমে আমার কাছে --
আটা চাইতে আসে ।

অপেক্ষার নাভীতে হলুদ রং ধরেছে ।
পোস্ট :- কোড়া চন্ডীগড় ।