Saturday, January 25, 2020

চন্দ্রদীপা সেনশর্মা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











ফেরা     চন্দ্রদীপা সেনশর্মা

ফিরে আসি ফেরার পথ ধরে। অবহেলিত
মুহূর্ত পড়ে থাকে নাম না জানা
শুকনো পাতার মাড়ের ঘোলাটে দাগে।
আকাশে মাড়োয়া রাগের মনকেমন
ঠিকানা হারিয়ে উড়ে যায়।

ফেরার পথ ফিরতে ফিরতে দেখায়
দুভাগ চিরে গেছে বাঁকনিমেষ
প্রথম ভাগে যাওয়ার কথা ছিল কি?
দ্বিতীয় পথ ফেরার ঘরের নিভৃত ছাউনির পাটে---

পাটভাঙা চাঁদের গায়ে আলোর শূন্যমুখ

সুলেখা সরকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











প্রচ্ছদ    সুলেখা সরকার

প্রচ্ছদ
অন্ধকার = রাত/গ্রহণ/জটিল
চুরিমাত্রিক পদ্ধতি/ভীষণ বর্ষা = গুগলি
স্যাঁতস্যাঁতে মাটির উঠোনে ভার্টিকাল শরীর
ঠাকুমা শান্তি ছেটাচ্ছেন।

বৃত্তরা ঝরছে আকাশ থেকে
বিন্দু-পৃথিবী কুড়চ্ছি অনেক
সমপরিমাণ বুদবুদ মিলিয়ে যাচ্ছে ভাস্যজলে
বারান্দা নেই : ১) জায়গার অভাব ২) সময়ের অভাব
কচিকাঁচাদের ব্যালকনি জীবন
সূর্য not equals to গনতন্ত্র 


মৌমিতা পাল

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











মনাস্ট্রি কলিং - ৩     মৌমিতা পাল

প্রবাস আঁকছি 
আপন আঁকছি
শূন্যতার কথা বলা হয়নি।
নীলাঞ্জন তোকে আর ফ্লাইট মিস করাবো না
দক্ষিণের কোনো ক্যাফেতে বসে তুই একা একা কনটেণ্টেড হোস , তোর কাছে যাবো না।
সব পাওয়াটুকু ফুরিয়ে যায় নি বলেই , 
এখনো অনেক কিছু রয়ে গেল

আমার কোন গোপন নেই
অতিকাল্পনিক  রাত নেই
থ্যাতলানো জীবন আছে 

তুলনামূলক প্রেমে 'সম্ভাবনা' বিলি করি

চকোলেটের ছাঁচে ভরা অন্ধত্বে পুরে দিই
কাজু ,ব্লুবেরির বখশিস

নিজেকে মেরে ফেলতে চাইছি

খানকয়েক সাফল্য খোলামকুচির মতো
 ছড়িয়ে দেব চারপাশে
নিজেকে উদ্ধত হ'বার সুযোগ না দিয়েই
       ছয় ঋতুর ক্যালেণ্ডারে মহাবিশ্ব আঁকব

নিজেকে জানার পর নিজেকে মেরে ফেলতেই হয়

অরিজিৎ চক্রবর্তী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











অভয়মুদ্রা়    অরিজিৎ চক্রবর্তী 

দীর্ঘ অপেক্ষার পর
অনিত্য ভুলে যেতে যেতে ভাবলাম
লালবাঁধের শোভিত বজরায় আজ
যদুভট্ট গান ধরবেন

তুমিও থাকবে সেই  নীলিমায়় 
                                প্রাণিত অমরতার মতো!

ভেসে যাবে জলে সহস্র কুমারীব্রত !

 রচিত মৃণালপথ
                দিগন্ত ময়ূরের ঐ  শ‍্যামরায়...

প্রদোষ সন্নিকর্ষ শীতের কুয়াশায়

হারাধন চৌধুরী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











নিজের পৃথিবী হারাধন চৌধুরী
আমাকে চিনতে পারোনি তুমি
তাতে আমি সত্যিই কিছু মনে করিনি
মনে করার কারণও কিছু নেই
সাড়ে চারশো কোটি বছরের পৃথিবীটাকে মানুষ চিনলো তো এই—
সেদিন
যেদিন—
জানা হয়ে গেল এই সত্য
আমি হয়ে উঠেছি ধৈর্যশীল যথেষ্ট—
একদিন আমায় তুমি চিনবেই—
শুধু তোমার, তোমার নিজের পৃথিবী