Saturday, January 25, 2020

কামরুল বাহার আরিফ

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











লখপুরের জলের লতিকা   কামরুল বাহার আরিফ
কোনো এক বানের জলের বন্দি সময়ে
লতিকার সাথে পরিচয় হয়েছিল।
লতিকাও তখন টলটলে এক জলপূর্ণ দিঘী
ঘরের বাইরে বানের জল
ঘরের ভিতরে জলপূর্ণ দিঘী
আমি হেসেছিলাম লতিকার হাসির ভেলায়
আমি ভেসেছিলাম লতিকার চোখের খেলায়
জলমগ্ন সেই সময়টা লখপুরে আর আসেনি
আমিও ফিরিনি লখপুরের জলের লতিকায়
শুধু বিমলের কথা মনে পড়ে
বিমল বিপ্লবমন্ত্রে দীক্ষিত ছিল
তবুও বিমল লতিকার প্রেমে পড়েছিল
লতিকা এক জলপূর্ণ দিঘী ছিল
লতিকা প্রেমপূর্ণ অগ্নিশিহরণ ছিল।

জলের বান নেমে গেলে ডাঙায় ফিরেছিলাম আমি।

একদিন শুনেছিলাম লতিকা তার জলের নহরে
বিমলকে ডুবিয়ে নিয়েছিল।

সেই লখপুরের লতিকা এখনো কী জলপূর্ণ দিঘী! জানি না
এখনো কি বিমল জলের লতিকায় স্নান সারে! জানি না
তবে প্রেমই বিপ্লবীকে হারিয়ে দেয় লখপুরের লতিকায়।

উৎস রায় চৌধুরী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











জীওনের গ্রাফ    উৎস রায় চৌধুরী

লুকনো সরিয়ে টিপ্স মাখছি আয়না
এ প্লাস বি এর চোরা পিন্ড
শতকের প্রতিটি কোণ
দলা পাকানো মিশে স্রোত কল্পনা
পা হীন বিকেল
আঁশ ছাড়াচ্ছি রোজ
শুয়ে না দেখার অদৃশ্য ব্যালকনিতে---


সেইসব বাড়ানো চোখ
মেডুলায় একাকার ডায়রি হানছে
মাত্র দু কলম ফোঁটা কার্পেট আঁকছে
অজ বললেই প্রশান্ত খোলে না
বিষাক্ত ভয়ে
কেবল অমবস্যার পকেট ভর্তি
কয়েন  কেনার আসর---

শীলা বিশ্বাস

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











আলো বাতাসের কবিতা   শীলা বিশ্বাস 

রাম কিংকরের ভাস্কর্যরা একদিন নিজেদের মধ্যে কথা শুরু করল ... 
সুজাতা বলল, আমি কিন্তু সুজাতা নই । মাথার উপর পাত্রটি না থাকলে হয়তো প্রকৃত পরিচয়ে বাঁচতাম । আমি বিনোদ । 
ভিস্তিওয়ালা বলল, আমি কতদিন মাথা ভেঙে পড়ে রইলাম তার খবর কজনে রাখে? এতদিনে  বুঝি টনক নড়েছে।
বাপুজি বললেন, সকলে আমার বাহ্যিক গঠন নিয়ে ভাবে । দেখার চোখ থাকলে বুঝতো হুবহু নকল শিল্প নয়। 
সাঁওতাল পরিবার থেকে কর্তা বললেন, প্রান্তিক মানুষের চলমান দৃশ্য পিতা ছাড়া কেউ কি এভাবে তুলে ধরেছেন? তিনিই তো পাহাড় কিংবা মন্দিরের গা থেকে আলো বাতাসে মধ্যে মাটিতে নামিয়ে এনেছেন সিমেন্টের কবিতা । ধামাবতী, খাদুবালা, চন্দ্রা, আবরণ , বিনোদিনী, জয়া, নীলিমা, রাধারানী তিল তিল করে গড়ে তুলেছিলেন এক নিঃসঙ্গ ভাস্করকে। 
পিতা রং তুলিতে আজও বর্তমান বিশ্বের ছবি আঁকার চেষ্টা করছেন 
কিন্তু রং ছিটকে বেরিয়ে আসছে 
         রক্তাক্ত ক্যানভাস 
 সে রক্ত জাতপাতের 
সে রক্ত এলিটিসিজমের....

গৌরাঙ্গ মিত্র

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস












ভ্রমণের উপকরণ    গৌরাঙ্গ মিত্র 

আয় মন বেড়াতে যাবি? অবশ্যই বেরিয়ে পড়তে হবে। বেড়ানোর থেকে আর ভালো কিছু হয় নাকি। 
দেশ কে চিনতে গেলে বেরিয়ে পড়তে হবে। মানুষের সঙ্গে আত্মিয়তার সম্পর্ক গড়ে তুলতে হলে পর্যটনে যেতে হবে। 
নানা জায়গায়  আপনি ভ্রমণ করতে পারেন। জল,-জঙ্গলে, স্থল, পাহাড় পবর্তে, মরুভূমিতে- গো এজ ইও লাইক। 
বেড়াতে গেলে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম আপনাকে সঙ্গে নিতে হবে। স্থান কাল অনুযায়ী সরঞ্জামে কিছু তারতম্য ঘটে। তবে সাধারণ ভাবে যেকোনো সময়ে, যেকোনো জায়গায় ঘুরতে গেলে এই সব জিনিস সঙ্গে নেবেন-1)  অতিরিক্ত কয়েকটি পোশাক 2) গামছা বা টাওয়েল 3) টর্চলাইট, গ্যাস লাইটর
4) নোটবুক, কলম। 5) প্রয়োজনীয় অসুধ(জ্বর, বমি, মাথাব্যথা, পেট খারাপ এর অসুধ ও ব্যানডেড) 6) শুকনো খাবার, ড্রাইফুড যেমন  কাজুকিসমিস, চানাচুর, বিস্কুট, চকোলেট,ইত্যাদি 7) ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদির অরিজিনাল ও কয়েকটি কপি জেরক্স ও কয়েক কপি  পাসপোর্ট সাইজের ফোটো8) মশার ধুপ বা ওডোমাশ। 9) ছোটো কিটব্যগ্যা এ রাখুন সাবান স্যম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং কিট,। 9) ছুঁচ সুতো, কাপড় মেলার দড়ি, কয়েকটি ক্লিপ। 10) একটা প্লাস্টিক সিট ও কয়েকটি পুরোনো খবরের কাগজ। 
তালে আর দেরি নয়, ঝোলা-ঝুলি নিয়ে এখুনি বেরিয়ে পড়ুন।

চন্দ্রদীপা সেনশর্মা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











ফেরা     চন্দ্রদীপা সেনশর্মা

ফিরে আসি ফেরার পথ ধরে। অবহেলিত
মুহূর্ত পড়ে থাকে নাম না জানা
শুকনো পাতার মাড়ের ঘোলাটে দাগে।
আকাশে মাড়োয়া রাগের মনকেমন
ঠিকানা হারিয়ে উড়ে যায়।

ফেরার পথ ফিরতে ফিরতে দেখায়
দুভাগ চিরে গেছে বাঁকনিমেষ
প্রথম ভাগে যাওয়ার কথা ছিল কি?
দ্বিতীয় পথ ফেরার ঘরের নিভৃত ছাউনির পাটে---

পাটভাঙা চাঁদের গায়ে আলোর শূন্যমুখ