Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || উৎসর্গ সংখ্যা~যামিনী রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

আপনাকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম। বাঁকুড়া গর্বিত তাঁর কৃতি সন্তানকে ধারণ করে।

আমাদের ১লা বৈশাখ, ১৪২৮ (২০২১) সংখ্যা যামিনী রায় কে উৎসর্গ করা হলো।

আমরা সমস্ত লেখার সাথে তাঁর ছবির দেয়ালচিত্র ব্যবহার করেছি,সংগ্রহ করেছি গুগল দাদার  থেকে।


সূচি

সম্পাদকীয় নয় কিন্তু ____
দিশারী মুখোপাধ্যায় স্বপন রায় দেবযানী বসু মাসুদুল হক মোস্তফা মঈন রঞ্জন মৈত্র প্রদীপ চক্রবর্তী অলোক বিশ্বাস হরিৎ বন্দ্যোপাধ্যায় গোবিন্দ ব্যানার্জি তাপস গুপ্ত আলোক মণ্ডল কুশল ভৌমিক কল্যাণ চট্টোপাধ্যায় প্রকাশ ঘোষাল রথীন বন্দ্যোপাধ্যায় সুধাংশুরঞ্জন সাহা সুজিত রেজ রিতা মিত্র শীলা বিশ্বাস মন্দিরা ঘোষ চন্দ্রদীপা সেনশর্মা অনুরূপা পালচৌধুরী রনজিত্ পান্ডে শান্তম  রবীন বসু রাজশ্রী বন্দ্যোপাধ্যায় শ্যামশ্রী মুখার্জি সুকন্যা ভাট্টাচার্য্য শ্রাবণী গুপ্ত  সিদ্ধার্থ সাহা সোমা ঘোষ চিরঞ্জীব হালদার তনিমা হাজরা চঞ্চল নায়েক শম্পা ব্যানার্জি মনজুর রহমান নীলিমা দেব মৌমিতা মিত্র নবনীতা সরকার নিবিড় সাহা ভাস্বতী গোস্বামী কার্তিক ঢক্ পৃথা চট্টোপাধ্যায় পার্থ সারথি চক্রবর্তী  তুলি রহমান সোমা ব্যানার্জি শীর্ষেন্দু পাল 
সাত্যকি ঝুমা মল্লিক রানা সরকার স্বপন শর্মা বিশ্বজিৎ চিরঞ্জিৎ বৈরাগী বর্ণজিৎ বর্মন দেবলীনা চক্রবর্তী মৌসুমী রায় রুবি রায় রঞ্জনা বসু কৃষ্ণ রায় মধুমিতা রায় মিত্র বন্যা ব্যানার্জি হামিদুল ইসলাম অমিত চক্রবর্তী দেবাশীষ সরকার ইন্দ্রাণী পাল মানস চক্রবর্ত্তী 





১-লা বৈশাখ সংখ্যা || সম্পাদকীয় নয় কিন্তু~অভিজিৎ দাসকর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

অভিজিৎ দাসকর্মকার 

সম্পাদকীয় নয় কিন্তু ____

দেরি করে ফেললাম!__

পরিবার
আকাশপাড়ি,অথচ

ফাগুনে রাঙা বসন্ত,চড়ক দেখে নিলো
দেখলো
প্রচার—প্রসার—হুমকি—এবং

চৌকাঠে বেকসুর দাঁড়িয়ে রইল চৈত্র 

দই-চিঁড়ে আর ছাতু দিয়ে সংক্রান্তির ধুনো,ঘাঁটুফুল

বুনো রোদ ফোঁসফোঁস করছে ঘাড়ের কাছে,আমরা 
এখনো বেঘোরেই

এসো আমি তুমি সে ও তাহারা হয়ে পালন করি
১টি বিনা-সম্পাদনার সন্ধ্যা 
১টি অরাজনৈতিক শুভ নববর্ষের ক্যালেন্ডার ভরা শুভেচ্ছা, আর
ভালোবাসার আড়ালে সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন বয়ে চলুক
মালভূমি 
আবহমান ধারা,এবং

জীবনের উৎসব চলুক কবিতা হয়ে



১-লা বৈশাখ সংখ্যা || ২টি-কবিতায়~দিশারী মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||   

দিশারী মুখোপাধ্যায়

ঘুমের মধ্যে হাঁটি 

ঘুমিয়ে পড়ার পর রাস্তাটা খুঁজে পাই। হাঁটতে শুরু করি।প্রায় প্রতিদিন 

ঠিকানা নিজে রাস্তায় নেমেছে।আমার সঙ্গে দেখা করতে চায়।আমি 
বিশ্বাস রাখি অবিশ্বাস একদিন হার স্বীকার করবে।জয় একটা ঘটনা মাত্র 

হেরে যাওয়ার নাড়িনক্ষত্র ঘেঁটে দেখেছি ,ষড়যন্ত্রের ক্র্যাচ অযোগ্যকে 
জেতায়।বিজয়ীর নাম যেইমাত্র ঘোষণা হয় পরাজিতের মুখ উজ্জ্বল হয় 
সে বোঝে, জয় আসলে তার।তার ছাড়া অন্য কারো নয় সংগ্রাম 

বকুলের তলা দিয়ে হাঁটি।রাস্তা একটু বেশিই বড়।তবু রোজ একটু একটু 
ছোট হচ্ছে।ঘুমের মধ্যে ঢুকেই হাঁটা শুরু করি।প্রতিদিন অল্প অল্প 
বিশ্বাসের দেহ পুষ্ট হয়।তোমার দেওদারু গাছের মাথা ক্রমে ক্রমে 
দূরবর্তী নক্ষত্রদেরও নজরে আসে।পৌঁছানো দিয়েই শুরু করব গল্প 


দরজার ইচ্ছে 

দরজার ইচ্ছে পরিস্ফুট ছিল না।হয়তো ইচ্ছেই ছিল না।বন্ধ করেছি 

অন্ধকারের শরীর খুলে খুলে দেখছি, তার ভাঁজে ভাঁজে লেখা আছে 
দরজার ইচ্ছের কথাই।সে কাউকে ডাকার জন্য নীরবতার ভাষা শিখেছে

একটা কড়কড়ে অনুভূতি নিজেকে খোঁজার জন্য খুঁজে নেয় চোখের মাধ্যম 
দুহাতের তালু সেটা পছন্দ করে না।রগড়ে দেয়।দরজার প্রেম 
বুঝে উঠবার কথা মানুষের নয়।মানুষ বাণিজ্যে বাঁচে।মরে।অভিশাপ 

হেডফোন কানে গুঁজে কবিতা শুনেছি।তখন কবিতা আমার মাথার 
মস্তিষ্ক অঞ্চলে ঢুকে গেছে।দিগন্ত বিস্তৃত জমি দখলে নিয়েছে 
ধ্বজা গেড়ে দিয়েছে।পবিত্র নারীর বুকে অপবিত্র হবার এক বিশুদ্ধ ইচ্ছে 
প্রকৃষ্ট নমুনা হয় ।দেখে নদী।দরজাকে চামচ দিয়ে দ্রবীভূত করে 




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~স্বপন রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  ১-লা বৈশাখ সংখ্যা ||   

স্বপন রায়

রিয়ার ভিউ

জল পড়ছে      পাখি উড়ছে
দুটোই রিয়া

 
একটু আগে বিকেল সাপ্তাহিকে ঢুকেছে
       রিয়া মেজাজ না হারিয়ে কাকে যেন বলল
ধন্যবাদ
তারপর সময় নিল     পড়ছে আর উড়ছে
লোকাল দেখার দিন


দিনভর যা বলবো 
                তার অনেকটাই  ইমেল না হতে চাওয়া মৌসিনরাম
রিয়া সেখানে
রিয়ার টেকনিকও সেখানে

 
ছাতা খুলি
জল পড়ার শব্দে পাখি উড়ে যায়





১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~দেবযানী বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

দেবযানী বসু

মায়াসরণীতে দুগ্ধবতী

শব্দসন্ধান দিয়ে রাখতে পারি বাম্পার সাজানোর নিয়মে।
বুড়ো আঙুল থেকে দশ নটিক্যাল মাইল দূরত্বে দুগ্ধবতী গাভীরা
পঞ্চশস্যের সাধনা করছে আমৃত্যু।
কোটি টাকার চোট খাবার দুঃখ আদি তমাল গাছে লটকেছি।
ঘিমাখা মুখশ্রীটুকু দেয়ালে ঝোলানো।
আমাদের সহ্যশক্তি পাহাড়ে চড়া বেলুন ভোগে ল্যান্ডিংহীনতায়।
ঝরাতারারা পৃথিবীর হিম মেখে মহাকাশে ফিরে গেল।
কখনো কখনো সিঁড়ির ভাঙা আলোর সঙ্গে কথা বলেছিল।
একরাশ থকথকে দই দুঃখটুকু জমাট বাঁধিয়ে দিয়েছে।
অসংখ্য ধন্যবাদ পেয়ে কম্পিউটার বটবৃক্ষ হয়ে আছে। 
জল চিরকাল খেলার তকমা পেল।
হাততালি পেল।
লটারির টিকিট পেল না।
শিহরণে কাঁপা হাতের রোঁয়ারা কাউকে আঘাত করে না ।
যাবতীয় ব্যতিক্রম মুরগিখামারের শৃগাল ব্যক্তিত্ব। 
বাঁশঝাড়ের শিরশির চন্দ্রমা ফেসিয়াল চুরি করে নামাচ্ছে চাঁদ থেকে।
অপেক্ষা কর যতদিন না ফিরি।


'আশা করি ভুলে যান নি' সংখ্যার জন্য