রথীন বন্দ্যোপাধ্যায়
রাস্তা : একটি উপপাদ্য
[ প্রকৃতপক্ষে গোটা শহরটাই অসংখ্য রাস্তার ঘনীভূত সংস্করণ।
রাস্তায় যেকোন চলমান বর্তমানই দুর্ঘটনা।
দুর্ঘটনাগ্রস্ত রাস্তাচারীরা সবাই সবার আত্মীয়। ]
সেন্সলেস এবং তীক্ষ্ণ সেন্সেটিভ ননসেন্স কিংবা দেবালয় এবং বেশ্যালয় ফেরত কিংবা বিশ্ববিদ্যালয় ফেরত অধ্যাপক এবং ভাটিখানা ফেরত আটপৌরে মদ্যপ কিংবা সরু এবং চওড়া যাবতীয় নিছক হোমো স্যাপিয়েন্সদের জন্যই উক্ত উপপাদ্যটির অবতারণা
ফুট নোট : শহরের পরিধিতে সামান্য আড়াল আর
অনেকটা অন্ধকারে দিন ও রাত্রি সহাবস্থান
করে সেখানে জন্মমৃত্যুসঙ্গমের সহবাসে যা
নির্মিত হয় তাকে ফুটপাত বলে
সংযোজন :সেরকমই কোনও ফুটপাতে হঠাৎই আসল
বেনীমাধবশীল উপেক্ষা করে পলাশ কোকিল
আর নবপত্রিকা আর্ত চিৎকারে বলে, শোন হে
বৃত্তশহর,
[ যাইহোক, অপ্রাসঙ্গিক ফুটপাত যেহেতু উপপাদ্যটিকে প্রমাণ করতে অক্ষম এবং আমাদের আলোচ্য বিষয়ও নয়,
রাস্তায় যেকোন চলমান বর্তমানই দুর্ঘটনা।
দুর্ঘটনাগ্রস্ত রাস্তাচারীরা সবাই সবার আত্মীয়। ]
সেন্সলেস এবং তীক্ষ্ণ সেন্সেটিভ ননসেন্স কিংবা দেবালয় এবং বেশ্যালয় ফেরত কিংবা বিশ্ববিদ্যালয় ফেরত অধ্যাপক এবং ভাটিখানা ফেরত আটপৌরে মদ্যপ কিংবা সরু এবং চওড়া যাবতীয় নিছক হোমো স্যাপিয়েন্সদের জন্যই উক্ত উপপাদ্যটির অবতারণা
ফুট নোট : শহরের পরিধিতে সামান্য আড়াল আর
অনেকটা অন্ধকারে দিন ও রাত্রি সহাবস্থান
করে সেখানে জন্মমৃত্যুসঙ্গমের সহবাসে যা
নির্মিত হয় তাকে ফুটপাত বলে
সংযোজন :সেরকমই কোনও ফুটপাতে হঠাৎই আসল
বেনীমাধবশীল উপেক্ষা করে পলাশ কোকিল
আর নবপত্রিকা আর্ত চিৎকারে বলে, শোন হে
বৃত্তশহর,
[ যাইহোক, অপ্রাসঙ্গিক ফুটপাত যেহেতু উপপাদ্যটিকে প্রমাণ করতে অক্ষম এবং আমাদের আলোচ্য বিষয়ও নয়,









