Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~রথীন বন্দ্যোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||      

রথীন বন্দ্যোপাধ্যায়

রাস্তা : এক‌টি উপপাদ্য
 




[ প্রকৃতপক্ষে গোটা শহরটাই অসংখ্য রাস্তার ঘনীভূত সংস্করণ।
রাস্তায় যেকোন চলমান বর্তমানই দুর্ঘটনা।
দুর্ঘটনাগ্রস্ত রাস্তাচারীরা সবাই সবার আত্মীয়। ]

সেন্সলেস এবং তীক্ষ্ণ সেন্সেটিভ ননসেন্স কিংবা দেবালয় এবং বেশ্যালয় ফেরত কিংবা বিশ্ববিদ্যালয় ফেরত অধ্যাপক এবং ভাটিখানা ফেরত আটপৌরে মদ্যপ কিংবা সরু এবং চওড়া যাবতীয় নিছক হোমো স্যাপিয়েন্সদের জন্যই উক্ত উপপাদ্যটির  অবতারণা

ফুট নোট : শহরের পরিধিতে সামান্য আড়াল আর
                  অনেকটা অন্ধকারে দিন ও রাত্রি সহাবস্থান
                  করে সেখানে জন্মমৃত্যুসঙ্গমের সহবাসে যা
                  নির্মিত হয় তাকে ফুটপাত বলে

সংযোজন :সেরকমই কোনও ফুটপাতে হঠাৎই আসল
                   বেনীমাধবশীল উপেক্ষা করে পলাশ কোকিল
                   আর নবপত্রিকা আর্ত চিৎকারে বলে, শোন হে
                   বৃত্তশহর,

[ যাইহোক, অপ্রাস‌ঙ্গিক ফুটপাত যেহেতু উপপাদ্যটিকে প্রমাণ করতে অক্ষম এবং আমাদের আলোচ্য বিষয়ও নয়, 





১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~সুধাংশুরঞ্জন সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

সুধাংশুরঞ্জন সাহা

ভালোবাসা

রঙপেন্সিলে নয়, বুকে রক্ত দিয়ে এঁকেছি ভালোবাসা ।
এঁকেছি আগুন প্রেম ।

জীবন মেঘলা হলে মিলিয়ে নেবেন
রক্তে কতটা মিশেল ছিল !
পেন্সিলে লেখা জীবন নয়,
নয় ক্ষণিকের চালচিত্র ।

অচেনা বাঁক আজও আমাকে বিভ্রান্ত করে ।
তবু, রঙপেন্সিলে নয়, বুকে রক্ত‌‌‌ দিয়ে এঁকেছি প্রেম।



১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~সুজিত রেজ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

সুজিত রেজ

অন্ধকারের কোনও বানান হয় না

যে-অন্ধকার ঘরে তুমি বাস করছ 
তার কোনও দরজা নেই,
তাই ছাদ ফুঁড়ে নির্গমনের পথ নির্মাণের শক্তি                      তোমাকেই 
অর্জন করতে হবে।
দুএকটি জানালা আছে,
ইশারা অবিরত,
আর দধীচি-গরাদ।কবেই    
তার মজ্জা শুকিয়ে গেছে।

এই রাত শুধু লিখে যায় অন্ধকারের বানান।
কবে আলো এসে 
তা যুক্তাক্ষরহীন উচ্চারণ করবে?
সেই আশা নিয়ে,
আমি ছোটো এক টাকার কয়েনের মতো
অপলক ক্ষুৎকাতর দৃষ্টিতে 
তাকিয়ে থাকি দুঃখের সানকিথালায়।

জানি,অন্ধকারের কোনও বানান হয় না।




১-লা বৈশাখ সংখ্যা || ২টি-কবিতায়~রিতা মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

রিতা মিত্র

দূরত্ব
        
চোখে লেপ্টে আছে অপূর্ণ স্বপ্ন
তাই দূরত্ব মাপার অঙ্কে হামেশাই ভুল করি
প্রহসনের হাতে কত নগর গড়তে দেখেছি, দেখেছি ভাঙতেও
আশ্রয়হীন আত্মা, আমি নির্মাণ জানিনা ,নির্বাণের রাস্তাও বলে দিতে পারি না
অন্ধকার কুড়িয়ে-কুড়িয়ে আলোর অপেক্ষা
কত ছোটো- বড়ো বাঁক পেরিয়ে এসেছি, আর কিছু পেরোতে হবে হয়তোবা
ঋণের বোঝা বেড়েছে ঢের
অভিজ্ঞতার ভাড়ারও ফাঁকা নয়
পদ শব্দ শুনে চরিত্র বলে দিতে পারি আজকাল
মুখ ও মুখোশের ফারাক যেখানে খুব ক্ষীণ হয়ে আসে
দূরত্বটাই শ্রেয় অসুধ জানবেন



সময়ের শঙ্খ লাগা

চিৎ সাঁতার শিখে ওঠার আগেই সময়ের শঙ্খ লাগা
পাঁচ কানের গল্প ফোড়ন দিয়ে বসিয়েছি ডাটা চড়চড়ি
এবার যে গল্পটা ভুমিষ্ট হবে তাতে কতটা জলভরা মেঘ থাকবে আর কতটা বজ্রবিদ্যুৎ তা জানার জন্য পরচর্চা কেন্দ্রের খিড়কি খোলা আছে
ডানা ভাঙা প্রজাপতিদের থেকে ভ্রমণ বৃত্তান্ত সংগ্রহ করছি
মাস্তুলের ছায়ায় জিরিয়ে নিচ্ছে বিষুব রেখা
ঢেউ তৈরির পাঠশালায় সমুদ্র এখন মগ্ন বিদ্যার্থী
মোহনার জলে সূর্যের কমলা স্নান
রানওয়ে শেখাচ্ছে, থেমে থাকা জীবনের দস্তুর নয়
এসো হাইটাইড কে আমরা চিয়র্স বলি।




১-লা বৈশাখ সংখ্যা || ২টি-কবিতায়~শীলা বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  ১-লা বৈশাখ সংখ্যা ||   

শীলা বিশ্বাস

হাড়ের তানপুরা

১)

এ কেমন চাঁদ নিজের মুখে দর্পণ ধরে না।লুকানো হাড়ের তানপুরা সুরের ভেতরে গুঁজে দিচ্ছে আগুন।হাতের ভিতরে পা গজাচ্ছে পায়ের ভিতর হাত।মুখ থেকে অজস্র চোখ বেরিয়ে আসছে দেখার খিদে নিয়ে। অপুর চোখের খিদে যেমন ধরে রাখে পথ তার পাঁচালিতে যেমন বিভূতিভূষণ ছড়িয়ে দেন খিদে তার অক্ষর শিরায়।মদালসা চাঁদেও খিদে ও অক্ষর জমানো আছে। কলঙ্কগুলি আসলে এক একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের গরাদ অন্ধকারে চোখ টিপে হাসি ছড়িয়ে গেল জোনাকিরা।

২)

ভিতরে আলো-ছায়া স্মৃতি-বিস্মৃতি সমস্ত পুর্বাপর যেন ভিক্ষুণীর থেরী গাথা গীত হচ্ছে ভাব তরঙ্গে। ভেসে বেড়ানো জলীয় বাষ্পকণা বুদবুদে রূপান্তরিত হলে ভিতরে একটা আস্ত আমি নিয়ে উড়ে যায় দিগন্ত পারে।সমুদ্রের পাড় থেকে দূরে নৌকার সিল্যুয়েটের রহস্য ভেদ করা যায় না।পথ হারানো পাখির মত মগজ-কম্পাস দিয়ে একাকী নৌকা আবিষ্কার করছে পুরানো স্বপ্নপথ।বাঁধ ভেঙে কদাচিত তানপুরা হাসে। সেই হাসিতে কেউ অবগাহন সেরে নেয় কেউ সাধন।