সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
মৌমিতা পাল
আবার বাঁচবে তারা
বাংলার বৃক্ষরা মরেছিল বলে
ঈশ্বরের রাজপথে ভেসে যায়
বিদিত অন্ধকারের দুহাজার কুড়ি।
বাংলার পথে পথে মানুষের সাজানো সংসার,
অশেষ দয়ায় পাখিদের পশুদের মানুষের দেহ
পীত সাদা কালো - যেনবা ফাটা খোসা লাল,
অবিকল একই স্বাদ মৃত্যুর
ঝড়- রোগ - করোন শানিয়ে নখর
নিয়মিত খেতে শেখে বড়ো।
মৃত্যুর মাঝেও এবছরের দেয়াল
পড়েছে ' ফিরে আয় ' ডাক।
নীল নির্বোধ মাছি খণ্ডিত সহস্র আলো
গুঁজে দেয় দেহহীন অশ্রুহীন গাধার দাঁতে।
এ বাংলা মরেও মরে না।।
পীত সাদা কালো - যেনবা ফাটা খোসা লাল,
অবিকল একই স্বাদ মৃত্যুর
ঝড়- রোগ - করোন শানিয়ে নখর
নিয়মিত খেতে শেখে বড়ো।
মৃত্যুর মাঝেও এবছরের দেয়াল
পড়েছে ' ফিরে আয় ' ডাক।
নীল নির্বোধ মাছি খণ্ডিত সহস্র আলো
গুঁজে দেয় দেহহীন অশ্রুহীন গাধার দাঁতে।
এ বাংলা মরেও মরে না।।