Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~তাপস গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  ১-লা বৈশাখ সংখ্যা ||   

তাপস গুপ্ত

সন্ধ্যের নেলকাটার

(একটি প্রভাবিত রচনা)


নখ কাটার মত

অভিজাত অবসর আসেনি এখনও

তাই


ক্রমশ ছোটো হয়ে গুঁড়ো আকাশ

জানলার ওপারে এলেই

মাটিতে পাতা বিছানা হইতে

দু পা তুলিয়া দিলাম

কোমর ভেঙে জানলার ওপর

সটান চোখ যায় ট্যাঙ্কির

পাইপ ছাড়াইয়া ফুরিয়ে যাওয়া

ভাঙা বিকেলের ফ্যাকাসে আকাশে


অতঃকিম

আকাশের ওপর ভাসিয়া ওঠে কিছু ছবি

আকাশের ওপর বাজিয়া ওঠে কিছু কথা

একটা কাক আসিয়া বসে জলের পাইপে

ঘাড় বেঁকিয়ে খুঁটিয়া চলে পালক

ঘাড় বেঁকিয়ে দেখিতে থাকে আকাশ

একটা কাক একটা ডাক ডাকিয়া হারাইয়া যায়


সেই ডাক বিন্দু

জানলার ওপর স্থিত পায়ের বুড়ো আঙুলের

নখে ঘুরিতে ঘুরিতে কয়

এইবার আসিছে পালা নখ কাটিবার


সন্ধ্যের নামে আঁধার নামিলেই

মুখোমুখি বসিবার তরে

শুরু হবে কিছু লেনদেন

নাই বা রইলো সেই মিহি চূর্ণ মোমশিখা

নাই বা রহিল সেই সন্ধ্যা নামক নেলকাটার….





১-লা বৈশাখ সংখ্যা || গল্পে~আলোক মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||   

আলোক মণ্ডল

নিরুত্তর

ডোন্ট বি সিলি!ট্রাই টু রিয়েলাইজ। ওয়ান ইজ এনাফ! ইটস এ ম্যাটার অব লাইফ!
অবুঝ কৃষ্ণা। বুঝতে পারেনা,শ্রীমন্তের এই জেদ কেন!  অভাব তো তেমন কিছু নেই বরং বলা যায়  বাপনের আছে।ওর একটা সঙ্গী ভীষণ জরুরী।তবু কেন এ্যাবরেশন!

আজ সারা দুপুর কৃষ্ণা বড় একা,বড় উতলা মন তার।একটা ধুমসো কালো মেঘ যেন জমে আছে ওর সমস্ত মন জুড়ে।
বাপন ওর বাবার সঙ্গে  মার্কেটিং সেন্ট্রাল মলে । একটু পরেই ফিরবে।তার মধ্যেই ডিসিশন নিতে হবে আর কাল বাদ দিয়ে পরশু, রবিবারই,নারসিং হোমে!

-মাম্মি মাম্মি, লুক  ড্যাডি ধুতি-পাঞ্জাবি কিনেছে, আমার জন্যেও একটা পাঞ্জাবি আর লেগিন্স কিনেছে আর তোমার জন্যে... কাম কাম, প্লীজ সি ইট! এটা কি একটা শাড়ি হোল? রেড কালারড্ বিলো,বডি অফ-ওয়াইট! ইস কী বিশ্রী! জাস্ট অ্যান ওল্ডওম্যান! এ সব পরে! 
প্যাকেট গুলো এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে বাপন চলে গেল ওর স্টাডি রুমে।শ্রীমন্ত বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল,এগুলো কালকের জন্য! সোসাইটিতে সকালেই সেলিব্রেশন! বেশ জম্পেশ আড্ডা দিতে হবে! কৃষ্ণা চুপ। একবার নেড়েও দেখল না রঙচঙে প্যাকেট গুলো।

-আচ্ছা ড্যাডি,মাম্মি কথা বলছে না কেন?
- ও মাই সন,মাম্মি উইল লস হার আন- ওয়াটেড ড্রিম,ডে আফটার টুমোরো!  তুমি ওসব বুঝবেনা।  গো!গো!এনজয়  ইয়োরসেল্ফ! টুমোরো নিউ ইয়ার সেলিব্রেশন!
- হোয়াট্ ড্যাডি?  টুমোরো সাটার ডে, ফরটিনথ এপ্রিল!  নট ইয়েট ফার্স্ট জানুয়ারি, তো!  হাউ ইটস্ পসেবল?
- মাই চাইল্ড, টুমোরো পয়লা বৈশাখ নববর্ষ।আমি তুমি অ্যান্ড ইয়োর মাম্মি নতুন জামা কাপড় পরে সোসাইটির লনে সেলিব্রেশন করব,খুব মস্তি করব!
ব'লে শ্রীমন্ত দ্রুত চলে গেল কলিং বেলের শব্দে, নীচে,দরজা খুলতে।
বাপন,মায়ের কাছে জানতে চাইল,মাম্মি "পয়লা বৈশাখ" মিনস? ওটা কি কোন নেম না কি বার্থ ডে?
নিরুত্তর কৃষ্ণা কান্না চেপে বাপনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল,জানি না বাবা,ওটা তোমার ড্যাডিকে জিজ্ঞাসা কোর!




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~কুশল ভৌমিক

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

কুশল ভৌমিক

বেদনার হায়ারোগ্লিফিক্স


এই যে আমি তোমার অবাধ্য ঠোঁটে
লেপ্টে দিলাম একটা কষ্টার্জিত দুপুর
আস্ত একটা কবিতার বই
বেদনার হায়ারোগ্লিফিক্স 

এসবই আমার ক্ষুধার্ত প্রেমের নামতা। 

যদি খুলতে পারো সমীকরণ 
জীবনের ভগ্নাংশের ভাঁজ
দেখবে-

আকাশে ঝুলে আছে আইনস্টাইন 
পাতার ভেতর খসে পড়ছে রবীন্দ্রনাথ 
আর পৃষ্ঠাজুড়ে লালনের একতারা 
আর আমি-
ব্রহ্মান্ডের মতো তোমার খোলা পিঠে 
দুলে ওঠা বেণির শিল্পকলা দেখে দেখে 
প্রশ্নবোধক চিহ্নের ভেতর ঢুকিয়ে দিই বিস্ময় 

জীবন বস্তুত বিরাম চিহ্নের মাস্তানি! 



১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~কল্যাণ চট্টোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||   

কল্যাণ চট্টোপাধ্যায়

মা

কতকাল তোমার আদর ও স্নেহের পাশে বসিনি

অথচ চল্লিশ বসন্ত ছিল তোমার চুমু ও স্পর্শ মাখা

সময়ের স্রোতের ভেতর নক্ষত্রও ফিকে হয়ে আসে
আভূমি টান ও ভালোবাসারেখা একসময় দিগন্ত রচনা করে

প্রিয় কোলের ভেতর নতুন শৈলী, কাঙ্ক্ষিত রেখাচিত্র
অথচ দীর্ঘ ক্যানভাসে আমি তো দিতে পারি না
ক্ষুধার্ত রঙের আঁচর

আমার সন্তান জন্ম কেবলই ভেঙে ভেঙে যায়

পিপাসা অস্থির দাঁড়িয়ে দেখে
মগডালে ঝুলে থাকা চিরায়ত জলের আসর




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~প্রকাশ ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

প্রকাশ ঘোষাল

লাইন মারছে

চন্দ্রবিন্দুর কাঁধে চড়ে হাইওয়ের কুসুম কুসুম পদযাত্রা 
গাছের মাথায় সাত মাত্রার চোখ
নাভিতে ধুন্ধুমার বাজনা বেজেই চলেছে 
বাপ-ঠাকুর্দার দেয়ালে দেয়ালে 
আর- 
ওদিকে রক্তের সংবিধান পুড়িয়ে 
শালা পোল-স্টার বেফিকির লাইন মারছে আয়নার ভিড়ে।