Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ স্বপন রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

স্বপন রায়

নাম-তা   
 
১.বেলা,সখশিউরানো। হর্ণ আকাশানা,ডুয়ার্সে।

২.নেশাব্রুময় একটা কাপ, দার্জিলিং

৩.বিগ-ব্যাং ওড়াওড়না পেরিয়ে,তাহলে কী দিঘা?

৪.ফিকে-রং-বিজনকাহাঁকাহাঁ উঁচুনিচু,ম্যাকলাস্কিগঞ্জ হুইসলিং

৫.টাটানো দুপুর খোলাবোনা,মরুও উটেল,জয়সল্মির

৬.ঘোর যখন ছোট, স্টেশন ভালুলতা,কামিনিঘোর থেকে কা বাদ দিয়ে জলীক

৭.'ডু অর ডাই' পলকসঞ্জাত রেকি'র ধাক্কা, কী মনে হয়,যাদবপুর?

৮. চাকায় শিমূলছোঁয়া জ্বর।থার্মোমিটার চমকায়।চুমু খায় পারদবিলাসী সাঁকচি,টাটানগরের

৯.ফেলে ওঠালে যে অষ্টমী,চোখসমগ্রে আসাক্কে যাওয়া যাওয়াক্কে আসার স্টপ।ঝিরিপানি।

১০.আমার খবর অস্পূর্ণ,ভাল....বাসতে বাসতে খড়্গপুর।

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুশীল হাটুই

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

সুশীল হাটুই

রিমঝিমধ্বনি

রিমঝিমধ্বনি বর্ষামেঘের মেয়ে।

গার্লফ্রেন্ড

যমের কোনো গার্লফ্রেন্ড নেই। আগুনের-ও...

ব্লাউজের হুক

ব্লাউজের হুকে আটকে আছে সমুদ্রের গান।

ওল্ডটন

নিউটন বুড়ো হলে-ও ওল্ডটন হয় না।

পাসওয়ার্ড

বরফ-ঘুমের পাসওয়ার্ড--- 'হে রাম '।

তেঁতুলজল

ফুচকার তেঁতুলজল নীল-চাঁদের আয়না।

শপিং

কালপুরুষের স্কুটারে সন্ধ্যাতারা শপিংয়ে যায়।

পেরেক

খুনি পেরেক জেসাসের ছবি ধরে আছে।

ওয়েবসাইট

মৌমাছিদের ওয়েবসাইট : bluegirl.com

ডানা

ফ্যানের ৩টে ডানা : ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।

১-লাইনের কবিতা সংখ্যা≈ মানিক বৈরাগী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মানিক বৈরাগী

একলব্যের আঙুল 

১-সূর্য কন্যা রোদেলার ক্ষমতা মাত্র কয়েক ঘন্টা, ঘানি টানতে লাগে বহুবছর।
২ -তোমায় ছুঁয়ে আসা মিহিন বাতাসে রোদের তীব্রতা হারিয়ে যায় ।
৩ -তুমি জানালা খোলে দিলে বাতাস শীতল হয়ে যায়।
৪ -পর্দার ঢেউখেলানো বাতাসে জ্বলে ওঠে নিয়নবাতি।
৫- ঝড় থেমে গেলে তুমি বৃক্ষদেবী।
৬ -দূরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টিভেজা গুল্মফুল।
৭ -যে নদে নদী হারিয়ে যায় সেখানে পাড়া জন্মায়।
৮ -তোমাদের উঠোনে নূর নূর বলে আঁচড়ে পড়া ঢেউয়েরা কবিতা শোনায়।
৯- সিন্ধুর উদ্যত জলরাশি কবিতার আশে শান্ত হয়ে আসে কুতুবদিয়ার চরে।
১০ -জারণ-বিজারণে যোজন বিয়োজনের বাষ্পীভূত বুদবুদ বলে ধরণীও নয় একক।

১-লাইনের কবিতা সংখ্যা≈ অলোক বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

অলোক বিশ্বাস

সংকট

মাকড়সার জালে ভরে যায় স্যানিটাইজার...

আনন্দ

আমাকে পরাবাস্তবিক ভাইরাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে...

আশীর্বাদ

রুদ্রপলাশের কাছে দাঁড়িয়ে প্রেমিক রুদ্রপলাশ হয়ে গেছে...

ঈশ্বরী

গভীর রাতে তোমার নাভিকুণ্ড থেকে ঝর্না নেমে আসে...

চিহ্ন

এমন একটা শব্দ খুঁজছি যার কয়েকশো অর্থ হতে পারে...

অনুভূতি

যদি আমার প্রেমিকার মুখের সৌন্দর্য প্রতিদিন বদলাতে পারতাম...

সম্ভাবনা

আমার লিঙ্গ থেকে একটি প্রজাপতি বেরিয়ে আকাশে উড়ে গেলো...

বৃত্তকথা

ভাইরাস জন্ম দিতে দিতে একই বৃত্তে ঘুরে বেড়াচ্ছে শাসকের প্রসূতিসদন...

প্রান্তিক

আমার লিঙ্গটি দুখানি শঙ্খলাগা সাপ হয়ে শূন্যে ওঠা-নামা করে...

প্রতিবাদ

একটি পাখি আমার সকল অভিধান ঝুলিয়ে রেখেছে গাছের ডালে...

প্রবাহ

ষাট পেরোনোর পর ভালোবাসা শব্দটার অর্থ সম্পূর্ণ বদলে যায়...

পরিবর্তন

একটি চায়ের দোকানে আমি শুধু মদ বিক্রি হতে দেখেছি...

শপথ

প্রতিদিন একটি শিশুর চোখের দিকে তাকিয়ে আমার জীবন শুরু করি...

নির্জনতা

খেজুর গাছের ঝুলন্ত হাঁড়ির ভিতরে সারাদিন আমি প্রেমালাপ করি...

হিরো

মাঝি বললো তাকে সুনামির ভয় দেখিয়ে লাভ নেই...

১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রদীপ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

প্রদীপ চক্রবর্তী

মায়ের যামিনী 

এক •

 পলাশের গুমলাশে মস্তানবিষাদ | নেশা : শখের বাজার 

দুই • 

পাখিদের ইস্পাত রঙ | কাঠামোটি বনের বর্ষা |
চন্দ্রমুখী পয়সায় পারি নি •••

তিন • 

অদৃশ্য প্রসব হয় | ভার ভার ধান | সমস্তই মায়ের যামিনী ••• 

চার • 

কিছু হেরে যাওয়া রঙ , জোনাকি | তাকে ছুঁতে গেলেই আঙুল রক্তাক্ত হয় ••• 

পাঁচ • 

 অ-শনাক্ত  জলভাসি বাচ্চাটা | ছড়ানো হড়কায় বিশেষ ধাতুতে বাচ্চা হয়ে থাকে •••

ছয় • 

নির্মোকের মতো রক্তে পড়ে থাকে তার গন্ধের সবুজ •••

সাত • 

ছুরির ফলায় উঠছে গাছের বাড়ি , তার সবটাই বনসাই ••• 

আট • 

ব্যথা কিছু রিফুকর্ম ••• মাঝে মাঝে প্রয়োজন হয় 

নয় • 

বিজুরি তুমি অন্য পায়েস দাও ••• 

দশ • 

শূন্যতা এমন পুরোনো , যেখানে সিঁড়ির পাশে জেগে আছে একখানা স্টোভ •••