Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শীলা বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

শীলা বিশ্বাস

দশ - দিক

) প্রেমের গুপ্তচর হৃৎপিণ্ডে হুইসেল বাজায় অসময়ে

) জীবনের শূন্যতায় আগে পরে কোনও দশমিক নেই

) রুমাল বোঝে না চোখ মুছলে কান্না থেকে যায়

) মিজরাবও জানে না সুর তার কে কাকে বাজায়

) তোমাকে পথ দেখায় যে তাকেই তুমি অন্ধ করো !


) বালিশের ভাঁজে লুকানো কান্না শুষে নেয় শরীরি উপাসনা


) রতিভঙ্গি ভেঙে শীত নামলে জড়ো হয় বসন্ত আর মালতী


)  মোম সন্ধ্যার কাছে গলে ঢলে পড়ে প্রেম নরম উষ্ণতায়

 

) মান অভিমান পোঁটলায় বেঁধে শীত বিকেলের গায়ে হলুদ


১০) সাবান পরীদের গালে গ্লিসারিন চুমু আঁকে স্বর ভাঙা কিশোর


১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্যামশ্রী রায় কর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

শ্যামশ্রী রায় কর্মকার

দশেক্কে


১.একেকটি বাক্য বল, খুলে যায় শীতের ব্যান্ডেজ 

২. যা বলিনি, তাকে তুমি ব্যর্থতা ভেবে ভুল করো

৩. শীতের জার্নাল খুলি, শোনা যায়  চেরির স্লোগান 

৪. চোখ শ্রাবণের পদাবলি, ছুঁয়ে আছে মগ্নতার ঘাট

৫. খাতায় না লেখা দিন,আমি তাকে ছুটি বলে ডাকি

৬. মৃত্যু ছাড়া আর কারও জন্যে আমি অপেক্ষা করি না। 

৭. সঠিক চুম্বন জানে, হৃদয়ের ডাক নাম  ঠোঁট 

৮. জীবন আদতে যুদ্ধবাজ 

৯. জলকে গোপন বলি, তার মুখে চাঁদের কুলুপ

১০. কবিতা জটিল ট্যাক্সি, আরও  ছন্নমতি ড্রাইভার

১-লাইনের কবিতা সংখ্যা≈ কল্যাণ চট্টোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

কল্যাণ চট্টোপাধ্যায়

পরমাত্মা

১.পাখি ও ফুলের কাছে ফিরে যেতে চাই

২. বিরহ একটি নদীর নাম, তাই স্রোত আছে

৩. ভালোবাসা স্থির, উৎস ও মোহনাময়

৪. সময়ের সাধ্য নেই প্রেমকে ধরে রাখে

৫. উষ্ণতার গভীর ক্রমশই হিমশীতল

৬. ছোঁয়া ক্ষণিকমাত্র, সরে থাকা অনন্ত

৭. দেখা না হওয়াই দেখাকে স্থিতি দেয়

৮. নৈঃশব্দের ভেতর থাকে বিগত শব্দরা

৯. আপডেট ব্রহ্মাণ্ডেও ঋষি প্রজাপতি

১০. বোবার চিৎকারেই প্রকৃতি প্রকাশিত


১-লাইনের কবিতা সংখ্যা≈ হরিৎ বন্দ্যোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

হরিৎ বন্দ্যোপাধ্যায়

কিছু ব্যক্তিগত কথালাপের অক্ষরগান


আগুনের ব্যবহার জানে এমন কেউ বেঁচে নেই আজ আর  

স্রোতের বিপরীতে কোনো ঠিকানা থাকে না

সমুদ্র ছাদের গভীরতার অঙ্কে পাহাড় প্রদেশ আঙুল তোলে

দুপুর অঞ্চলের যাবতীয় ডাকনাম আমার আত্মীয়

বৃষ্টির পর ছন্দের বারান্দায় একটা জমায়েত জরুরী

চেনা পথের ভুলগুলি আসলে হিমবাহের উপরিভাগ

পাহাড় কথা বললে সেদেশে কোনো অন্ধকার থাকে না

নদীর ঠিকানায় চিঠি হাতে পৌঁছায় না অগভীরতার কারণে

আলোর বিন্দুতে ভেসে যাওয়া নদীর রঙ সবুজ

১০
ফিরে আসার পর গর্তের সংজ্ঞা কিছুতেই মনে আসে না

১-লাইনের কবিতা সংখ্যা≈ পিনাকী রঞ্জন সামন্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

পিনাকী রঞ্জন সামন্ত

মরিচীকার মৌতাত 

১)  আমি আমি আমরা উড়ছে পতাকা ও মানুষ তবুও আকাশ একটাই ।

২)  মাটির বিছানায় জৌৎসনার অনাবিল হাসি

৩)  পিউ পিউ ডাকে পাখিরা কল্লোলিত স্রোতে

৪)  ব্ল্যাক ডাইমন্ড তুমিও হীরকের দ্যুতি আমার প্রেম, আমার ভালোবাসা ।

৫)  মালা গাঁথি পুষ্পে গাঁথি শব্দ কবিতায় বাকিটা জন্মভূমির কালো দাগ ।

৬)  বালির প্রতিভা থেকে জেগে ওঠে নদী ।

৭)  দৃশ্যত সব দৃশ্যই আকাশ আর অঙ্কের স্বরলিপি ।

৮)  পার্শ্বপ্রতিক্রিয়ার আরেক নাম দূষণ আমরা বলি মেডিসিন ।

৯) মাটির প্রতিমা থেকে জেগে ওঠে জল তরঙ্গ জল, তবুও জাগে না হৃদয় ।

১০)  কী লিখি তোমারে কলমে জোর কই তবু যেন হাওয়া হাওয়া খেলা ।