Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বিশ্বজিৎ দাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

বিশ্বজিৎ দাস

কুকুরের জন্য প্রশ্নাবলী

১.
লালার ভিতরে থাকে শিকারের টোপ?

২.
দুপাশে নির্মিত দাঁত আদরের ছাপ?

৩.
লোমের দুরূহ গাঙে সোহাগের তিল?

৪.
প্রভুর ঘুমের কাছে ঈর্ষা কি ঘুমায়?

৫.
মাংসের দুলুনিতে রক্তের ঝুল নামে?

৬.
আরাধ্য দেবতা নও যে আয়নাকুকুর দেখো প্রয়াত ছায়ায়?

৭.
কুকুরের প্রাইভেসি নিয়ে আমার কি প্রশ্ন করা ঠিক হবে?

৮.
জন্মের নখওয়ালাচোখে সোহাগ করো বড় বেশি আজকাল?

৯.
নির্লজ্জকরণ শুরু হলে, পূর্বপুরুষের ঘুম ভাঙে স্বাদ?

১০.
পোশাকের খুব কাছে শুয়ে থাকে আমাদের বিশিষ্ট কুকুর?

১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

 শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

স্বগতোক্তি

১. মনকেমন গাঢ় হলে কার্নিশে এসে বসে ধূসর পাখিটি।

২. আলোকিত অক্ষরের পাশে দীর্ঘশ্বাস হয়ে বহুদিন ছেদচিহ্ন দাঁড়িয়েছে এসে।

৩ .পাখির পালক জানে ঘরে ফেরার গান।

৪. তুমিও বোধহয় ঠিক বুঝতে পারোনি দেহজুড়ে ভরপুর মাটি, মন জুড়ে অবুঝ তরণী

৫ . তোমার দু চোখ ডেকে নিলে শেষ হয় একটি বিরহ।

৬. তোমার আমার বিশ্বাসের মাঝে রাখা আছে একখানি দীর্ঘ চুম্বন।

৭. পক্ষীরাজ ডানা ফেলে গেছে শালবনে, চলো তার পালক কুড়োই।

৮. পাহাড়চূড়োর দিকে উড়ে গেছে আলোর পাখিটি।

৯. প্রতিটি সভার শেষে মানুষ একলা হয় আরো।

১০.সব পথই মাঝপথে রেখে বেঁকে যায়।


১-লাইনের কবিতা সংখ্যা≈ অরণ্যা সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

অরণ্যা সরকার

হৃদিগল্পের ছাঁটকাট


এক

অমিল সরাতে সরাতে মাধুর্য ফুরোয়।

দুই

কাঠচেরাইয়ের শব্দে টেবিল বনসাইদের আর ভয় নেই।

তিন

সমস্ত সাইকেল বেল আজ প্রেসারকুকারে বাজে।

চার                                                                 

চূড়ান্ত মানেই কিছু জমানো সুখের মরামাস।

পাঁচ

নদী কমে আসছে, হাঁগুলো ক্রমশ অস্থির।

ছয়

রটনা পেরোনো এক বিযুক্তি মাত্র।

সাত

নুনকথা থিতু হলে জাদু ও বাস্তবের বাওয়াল বেড়ে যায়।

আট

এখন মুঠোর কুয়োয় তেষ্টাভেজানো দিন, নেবে? 

নয়

ফুলগামী বাতাসেরা ফেরত আসে না।

দশ

অকর্মকক্রিয়া সাজিয়ে দিচ্ছে বীজের সন্ন্যাস।

 


১-লাইনের কবিতা সংখ্যা≈ অভিজিৎ পালচৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

অভিজিৎ পালচৌধুরী

লাইফের টুকিটাকি...

১.
তোমার চোখে জল নেই, অপার অনন্ত আঁকা ।

২.
আবছা ফেরিঘাট কুয়াশায়, প্রতীক্ষায় যেন কেউ।

৩.
ক্ষেত্রফল কষতে চাওয়া পরিসীমাহীন বৃত্তের ।

৪.
ডিঙ্গি নৌকোঘর ছলাৎ ছলাৎ, উজান দরিয়ায় ।

৫.
খালাস চাইলে জীবন মুচকি হেসে ওঠে ।

৬.
পথ আগলে ফসল শ্রমিক, পা রাখবে কোথায় !

৭.
শব্দের বীজে ফুল ফুটেছে, চাঁদ উঠবে কি আজ !

৮.
ভোরের ভ্যান-রিকশা সবুজ বিষাদ বয়ে যায় ।

৯.
স্বপ্ন-কুটে রাখা ব্যঞ্জণ, মন তবু ঐ সবুজ ধ্যানে ।

১০.
আনপ্লাগড্ মৃত্যুর ঝর্ণাতলায় ভেজে মুহূর্ত জীবন।

১-লাইনের কবিতা সংখ্যা≈ সংযুক্তা পাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সংযুক্তা পাল 

১.সন্দর্শন

শয়তান দুহাতে মিলিয়ে দেখে নেয় মুদ্রার এ-পিঠ–ও-পিঠ।

২.লবনাক্ত

ঘামের ধর্ম নুন ঝরাবেই।

৩.বিষ্ময়বোধক

ঈশ্বর, আগুন ছুঁয়ে মিথ্যে বোলোনা!

৪.খাদ্য

খুদ-এ শর্করা মিশলে খাদ্যগুণের হিসেব অবান্তর।

৫.আসামী

ভরসন্ধের প্রদীপ সাক্ষী শরীর আসামী...

৬.রাত্রিমানবী

উনুনের আগুনে রুটি...রাত সেঁকে রাত্রিমানবী।

৭.অহল্যা-বৃত্তান্ত

ঋষিমন—দিনভর কর্ষণ, অবশেষে দো-ফসলী জমি।

৮.জন্মান্তর

একটা পুরোনো চশমা– পূর্বজন্মের স্মৃতি।

৯.জন্মজ

মানুষের 'গীতা-জন্ম' খুঁজে খুঁজে হয়রান ঈশ্বর।

১০.জৈবিক

হে আদিম দেবতা, কৃষ্ণগহ্বরে ভালোবাসা প্রবেশ করিও না।