Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ নিলয় নন্দী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
নিলয় নন্দী


সারমেয় কথা

লেজ নাড়ানোই ভবিতব্য ছিল।

মাথায় রক্ত উঠে যাওয়ার আগে সংকুচিত শ্বাদন্ত
ধারালো নখর আর অবিরাম ঘেউঘেউ...

এখন ইলাস্টিক হাড়, এখন পেডিগ্রি, নুয়ে থাকা
মেখে নেওয়া অনিবার্য ধুলো বা মাংসের ঘ্রাণ
ছায়া, সে যত অসৎ হোক, চিৎকার নয়
ঢুলন্ত দুপুরে হাই তোলে টেবিল ফ্যান
মাছি ওড়ে, ক্ষত খুঁজে নেয়।

শিকার সরে যায়। সরে যায় প্রবণতা অসুখ।
প্রকাশ্যে প্রভুভক্ত। আড়ালে নিরাসক্ত মুখ।


≈ বিকাশ দাস সংখ্যা ≈ শম্পা মনিমা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
শম্পা মনিমা


ভাবনার আঁচল জড়িয়ে

খুব মনে পড়ে তোমার কথা
তাইতো ঘুমাইনা
ভুলি যাই তোমার কথা ঘুমিয়ে পড়লে
জেগে থাকি যতটা সময় ততক্ষণ তুমি থাকো
কতো কথা জমে আছে মুগ্ধ মৌন হয়ে
বলবো, উদাস বসা চোখ নিয়ে তুমি শুনবে
শুনতে শুনতে হাসবে,
হেসে উথলে উঠবে চোখে জল
গড়িয়ে পড়বে হাতের তালুতে
মুঠো খুলে ধরে রাখবো
হারিয়ে যাওয়া দিনে
কোথাও যখন পাইনা
মুঠো খুলে দেখি তুমি আছো
দেখা হবে,
নাইবা হলো এখন দেখা
কথা বলা অথবা তোমাকে পাওয়া
হয়ে যাবে বছরের বয়স হলে
গা তাপানো রোদ্দুর নোনাজলে
কিংবা স্নান করে পাবে ছোঁয়া –
দেখা নাও হতে পারে
মেঘেরা জড়ো হবে চোখে আলগোছে
ভাববো তুমি রয়েছো
তোমারও মনে আসবে পুরানো খাতা উলটে
ভাববে আনমনে – আমি তো ছিলাম
তুমি না হয় ভাববে
এভাবেই আমি ছিলাম, তোমার কাছে।


≈ বিকাশ দাস সংখ্যা ≈ সুকান্ত ঘোষাল ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
সুকান্ত ঘোষাল



একটি এক অঙ্কের কবিতা

[ কোন চরিত্র কাল্পনিক নয়, পাঠক নিজের সঙ্গে মিল খুঁজে পাবেন ]

(প্রথম দৃশ্য)

পূর্ণচ্ছেদের পরবর্তী মুহূর্ত 
মধ্যরাত্রী 
বাসডিপো 
নিত্যযাত্রীর নিশ্বাস 
-
-
-
শুরু করার একটি প্রক্রিয়া 
উদ্ধৃতিচিহ্ন


(দ্বিতীয় দৃশ্য)

যুক্তাক্ষর
বাহুল্যপ্রাচুর্য
পাখি 
আশ্রয় 
শিকড়
-
-
-
মেষপালক অথবা মিছিলকারীর
কেশচর্চা


(তৃতীয় দৃশ্য)

'ত' এবং '৩'
দাঁতের ব্যবহার 
ধারাপাত 
তুমি , তোমরা , তৃতীয় 
-
-
-
মাত্রাজ্ঞান 


(চতুর্থ দৃশ্য)

সোস্যালমিডিয়া 
গুডমর্নিং
শুভসন্ধ্যা
ধর্মরাজনীতিমাস্কসাবানস্যানিটাইজার
-
-
-
এভাবেই আসছে 

[যবনিকা]


≈ বিকাশ দাস সংখ্যা ≈ সোনালী মন্ডল আইচ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
সোনালী মন্ডল আইচ


জন্মান্তর 

নিজের ঔরস বা গর্ভ ছাড়াও প্রাণের উন্মেষ সম্ভব
যদিও কে জন্মদাতা সে প্রশ্ন তো থাকবেই
কখনও কখনও সত্যের চেয়ে স্বপ্ন বেশি জোরালো, 

পুরোনো ছোপ লাগা বনের নীচে চাঁদ 
মাঠে ঘাটে লেগে আছে সাদা ঘন কুয়াশা 
দূরের আকাশ লাল আভায় উদ্ভাসিত হয়ে উঠছে 

আরও দূরে দৃষ্টি যায়, কর্ষণ ও বীজ বপন শুরু 
ঝুরঝুরে মাটি ট্রাক্টর এর তলায় টালমাটাল, 

একজন মানুষ, কোমরে বীজের থলে, ডান হাতটা
উদার দরাজ ভঙ্গিতে অনেকখানি বাড়িয়ে মাপমতো 
অৰ্ধচন্দ্রাকারে বীজ ছড়াচ্ছেন, তিনিই স্রষ্টা।

জানি এই জন্মমুহূর্তে স্রষ্টাও নবজাতক 
আপন মনে 
আমি বাগদত্তা কেবলমাত্র মৃত্যুর কাছে 
আর তার আগমনের অবকাশে--
এই নশ্বর সৃষ্টির কাছেই এখন আমার 
কিছুটা নিশ্চিত সমর্পন চলছে ...


≈ বিকাশ দাস সংখ্যা ≈ তিতাস বন্দ্যোপাধ্যায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
তিতাস বন্দ্যোপাধ্যায়


উদ্যান থেকে বলছি
 
ভিনদেশের প্রেমিক বিমানবন্দরে পা রাখলে, 
যে কোনো নারীর স্তনে রজনীগন্ধা ফোটে। 
স্বার্থপর মানুষের বাগানে সন্ধে হওয়ার আগে
কেতকীর গন্ধ নামে,
 চুরি করে সাবলীল ঠোঁট! 

চুরি দেখে, 
কুপী জ্বলে ওঠে দীনদুঃখীর রান্নাঘরে!
যেন একটা আলো,
 চলে যেতে যেতে থমকে দাঁড়িয়েছে কয়েক মুহূর্তের জন্য !     

ভিনদেশের প্রেমিক বিমানবন্দরে পা রাখলে, 
যে কোনো নারীর মুখ 
ফুলবিক্রেতার ঝুড়িতে থাকা সবচেয়ে সতেজ গোলাপটির মত হয়ে যায়...
জানালায় নেমে আসে বাহারি পর্দা।