Sunday, September 20, 2020

| নভেলেট | ডারউইনের চিঠি |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
| নভেলেট |

ডারউইনের চিঠি  ৩য় পর্ব 
২৭.০৩.৯০

----------------

আগামীকাল খুব সকাল সকাল উঠতে হবে। ৬.৫০ এর স্টিল এক্সপ্রেস ধরে কলকাতায় ফেরা। আমি বাড়িতে ঢোকার আগে মিথ্যে গুলোকে ঠিক ঠাক সাজিয়ে নেওয়া। ভুল হলেই সমস্যা। সে যাইহোক তাপসদা বৌদিকে খুব মিস্ করবো। এত জমাটি খোলা মনের মানুষ খুব কমই দেখা যায়। আর সম্মোহ আমার জমাট বাঁধা বুকে পাখি হবে উড়বে। শিশুর মতো ঝাঁপাবে। কদিন খুব ফাঁকা ফাঁকা লাগবে চারপাশ। শরীরের অন্তরালে লাল দাগগুলো হয়তো সেই শূন্যতা পূরণ করবে।

"এ্যাই ডাইরি লেখা থামিয়ে তাড়াতাড়ি এসো। প্লিজ!" -- সম্মোহ বললো।

লীমা মুখ তুলে বেশ দৃঢ়তার সঙ্গে বললো," না যাব না!"

"কেন কেন! কি অপরাধ আমার?"

" মুড অফ্ আমার। মন ভালো নেই।"

-- " আরে আবার আসবো তো! মনখারাপ করো না।"

-- " আচ্ছা, এবার তো একটা সিদ্ধান্ত নাও। বাড়ির জন্য তো অনেক কিছুই করলে। একটু নিজের কথা ভাবো। আমার কথা ভাবো। চলো বিয়েটা করে ফেলি!"

সম্মোহের কথা শুনে লীমা ডাইরির পাতা বন্ধ করে মুহূর্তে সম্মোহের বুকের কাছে বুকের কাছে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।

সম্মোহ লীমার মাথায় হাত বোলাতে বোলাতে বললো, " এবার তো একটা সিদ্ধান্ত নাও। আর কতদিন এভাবে..."

                            ( ৩ )

আমরা দুটি বিরোধী বাক্যতে আস্থা স্থাপন করতেই পারি। কারণ হয়তো আমরা জানি না কোনটা সঠিক।যেমন মহাবিশ্বে অন্য কোথাও জীবন আছে আবার জীবন নেই। যেমন ঈশ্বর আছেন আবার নেই। সম্মোহ লীমাকে ভালোবাসে আবার ভালোবাসে না। ভাবনার নিটোল সমরূপতা ( Symmetry ) থেকে একসময় মুক্তি পেতে চায় সবাই। তখন বাঁদিকে একটি নদী এবং ডানদিকে নদীর বদলে নৌকো। আরো একটু মুক্তি চাইলে নদী বা নৌকো নয় তাদের আভাসমাত্র, কোনো অ্যাবস্ট্রাক্ট ফর্ম। আরো প্রত্যাশী হলে অচিন পাখিটি হয়তো অধিক স্বস্তিবোধ করবে এই ছড়ানো ছিটানো অসংগতির মধ্যে আসা যাওয়ার খেলায়!

অন্ধকার ঘরে একা বিছানায় শুয়ে শুয়ে সম্মোহ মনে মনে এসবই ভাবতে থাকে। আজ আর গতকালের মধ্যে কত ফারাক। তবু কোথাও যেন একটা চিরকাল লুকিয়ে আছে। লীমাও হয়তো বিছানায় শুয়ে সম্মোহের কথাই ভাবছে। আজ ও কি লীমা গত পরশুর সেই গোলাপী নাইটিটা পরে শুয়েছে? লীমার টুকটুকে ফর্সা গায়ের রঙটা একেবারে কাশ্মীরি মেয়েদের মতো। আস্তে লীমার সম্পূর্ণ শরীরটা চোখের সামনে ভেসে উঠছে। সম্মোহের একলা বিছানায় যেন ভাবনার চাঁদ গোলাপী লালায় ভিজে যাচ্ছে। আর লীমার নিটোল স্তন তীব্র শঙ্খের গর্জনে সম্মোহকে কেবলই আক্রান্ত করছে। সম্মোহ ভাবছে লীমাকে ছাড়া একমুহূর্ত কাটানো সম্ভব নয়।‌

হয়তো বহিরঙ্গে আমরা আলাদা আলাদা। একজন X হলে, অন্যজন Y, কিন্তু ভেতরে ভেতরে কিছু কমন এলিমেন্ট আছে, যা ব্র্যাকেটে থাকে। যৌনতাও সেই কমন এলিমেন্ট। না থাকাটাই অসুস্থতা। আবার বেশি থাকাটাও অসুস্থতা। কিন্তু একলা বিছানায় সিঙ্গুলারিটির গান গাইবে কে! শুধু এখন লীমার মায়াবী মরুপ্রভায় সম্মোহ কাতর। অগত্যা প্রথম যৌবনের হস্তশিল্পই ভরসা!

ভাবনা যেহেতু কোনো বাস্তবতার দাবি করে না, তার চলার পদ্ধতিতে লৌকিক-অলৌকিক পদসঞ্চার মেনে নিতে সম্মোহের কোনো বাধা নেই।

কে.বি. স্যারকে নিয়ে একটা স্বপ্ন দেখার পর মাঝরাতে ঘুম ভেঙে গেল সম্মোহের। ক্লাস ফাইভে ওঠার পর যাঁকে পেয়েছিল সে। নাম ছিল কে. বি. পুরো নাম সম্ভবত কুনাল বিশ্বাস। কবি নামেই বিখ্যাত ছিলেন কেবি। কারণ তিনি কবিতায় অঙ্ক করাতেন। ওঁর কাছেই সম্মোহ প্রথম শুনেছিল ওমর খৈয়াম কবি এবং অঙ্কবিদ ছিলেন।

কবি স্যার বইয়ে লেখা প্রশ্নের বাইরে কবিতায় অঙ্ক বানিয়ে বোর্ডে লিখে দিতেন। কয়েকটা মনে আছে আজও। যেমন—

তিরিশ টাকায় কিনলি খাসি/লোক ছুটেছে একশো আশি/ সবাই বলে খাবে খাবে/ সমান সমান ভাগায় নেবে/ সাতাশ সের ওজন ধর/ কে কত পয়সা দেবে হিসেব কর।

যদিও এটা সাধারণ গুণ-ভাগের অঙ্ক, কিন্তু তখন সের পোয়া ছটাক এবং টাকা আনা পাই-এর হিসেব বেশ জটিল ছিল। কবি স্যার লসাগু, গসাগু থেকে নল চৌবাচ্চার অঙ্ক, সুদ কষা, ক্ষেত্রফল, বাঁশ-বাঁদরের অঙ্ক নিয়েও কাব্য করতেন। কবি স্যারের একটা নল-চৌবাচ্চার অঙ্ক এ রকম—

চৌবাচ্চা ছিল এক প্রকাণ্ড বিশাল/দুই নলে জল আসে সকাল-বিকাল/ এক নলে পূর্ণ হতে বিশ মিনিট লাগে/ অন্য নলে পূর্ণ হয় না আধা ঘণ্টার আগে/ চৌবাচ্চা পূর্ণের সময় করোগো নির্ণন/ দুই নল খুলে দিলে লাগে কতক্ষণ।

লসাগু-গসাগু-র অঙ্কগুলো বিচ্ছিরি লাগত সম্মোহের। একটা বিচ্ছিরি শব্দ আছে বলেই শুধু নয়, কী ঘোঁট পাকানো অঙ্ক সব!

একটা চার্চে এক ঘণ্টা পর পর ঘণ্টা বাজে, একটা স্কুলে পঁয়তাল্লিশ মিনিট অন্তর ঘণ্টা বাজে, একটা কারখানায় আট ঘণ্টা পর পর সাইরেন বাজে। কখন তিনটে শব্দই একসঙ্গে বেজে উঠবে?

এই ধরনের প্রশ্ন দিয়ে বানানো কবিতার জট ছাড়ানোটা কী ঝকমারি ব্যাপারই না ছিল।
সম্মোহ ভাবে, পাটিগণিতের অঙ্কপ্রণেতারা কী সব প্যাঁচানো ভাবনা ভাবতে পারতেন।

আর জীবনের মারপ্যাঁচই বা কম কি! লীমা বাবা মারা যাওয়ার পর চাকরিটা পায়। ভাই মায়ের দায়িত্ব কাঁধে চাপে। তারপর ভাইয়ের পড়াশোনা মায়ের ভালোমন্দ দেখার সমস্ত দায়িত্ব সে মাথা পেতে নিয়েছে। নিজের কথা বিশেষ ভাবতে পারেনি। বিয়ের কথা উঠলেই মা আপত্তি করেনি ঠিকই, তাও কোথাও যেন উৎসাহের অভাব ছিল। লীমার মা ভয় পেত। লীমা বিয়ে করলে যদি দূরে সরে যায়। যদি পরিবারের প্রতি এতটা দায়িত্বশীল না থাকে। ফলে বিয়ের বিষয়টা  বেশি দূর এগোয়নি।

অথচ লীমার প্রতিটি শর্তে সম্মোহ সায় দিয়েছে। বলেছে অবশ্যই মা- ভাই কে দেখবে। ওদের ভালোমন্দ দেখাটা তোমার দায়িত্ব। তাছাড়া আমি যা রোজগার করি তাতে আমাদের ভালো ভাবেই চলে যাবে। তোমার রোজগারের টাকা মাকে দিও।‌ওরা ভালো থাকুক।

সম্মোহের বাবা এখনো একটি কলেজে অধ্যাপনা করেন। বছর দুয়েক বাদে চাকরি থেকে অবসর নিলেও যা পেনশন পাবেন সেটাও কম নয়। লীমার কথা সম্মোহের বাড়ির সবাই জানে। কেউ তেমন আপত্তি করেনি। একমাত্র ছেলের পছন্দকেই মেনে নিয়েছে। কিন্তু লীমার বাড়ির এই স্বার্থপরের মতো আচরণে সম্মোহের মা সমালোচনা করতে ছাড়েনি। এ কেমন মা, যে মেয়ের ভালো চায় না। শুধু নিজেদের কথাই ভাবে!

সম্মোহ মাকে আশ্বাস দিয়েছে সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও। আমি নিজে ওদের বাড়িতে গিয়ে কথা বলবো। কিন্তু লীমার একগুঁয়েমি সে ভাবনায় খুব একটা পরিণতির দিকে এগোয়নি। লীমা বলছে, আমি মাকে বুঝিয়ে বলবো। তারপর তুমি একদিন এসে মার সঙ্গে কথা বলে যেও। এইভাবে পাঁচ পাঁচটা বছর কেটে গেল। কোনো সুরাহা হলো না। লীমা মাকে এখনো বুঝিয়ে উঠতে পারলো না। এই ঘাটশিলা আসার আগে কত যে সাধ্য সাধনা করতে হয়েছে। লীমা বলেছে, বাড়িতে জানতে পারলে কি হবে! মুখ দেখাতে পারবো না। ওখানে গিয়ে যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যায়! ছিঃ ছিঃ! মুখ দেখাতে পারবো না! তাছাড়া আমি কখনো একা বাড়ির বাইরে রাতে থাকিনি। কি বলে বাড়ি থেকে বেরোব।

সম্মোহ বলেছে, " বলবে বান্ধবীর বিয়েতে যাচ্ছি।"

-- "দূর একটা কিছু বললেই হলো। কে বান্ধবী, কোথায় থাকে, আমাদের বাড়িতে এসেছিল কখনো! কি নাম বান্ধবীর। কত প্রশ্নের জবাব দিতে হবে মাকে। আর আমি এতো সাজিয়ে মিথ্যে বলতে পারি না!"

-- "কি পারো তুমি! সিনেমা হলে চুমু খেতে পারো না। সপ্তাহে একদিনের বেশি দেখা করতে পারো না! নিজের বিয়ের জন্য বাড়িতে বিদ্রোহ করতে পারো না। এই না পারা গুলো জীবন থেকে এবার মুছে দাও। দেখবে শান্তিতে থাকবে। এতো অ্যাংজাইটি থাকবে না তোমার। আর তোমার মা যে কিরকম আমি সত্যিই বুঝিনা!"

-- " দেখ আমার মা ভাই নিয়ে কিছু বলবে না!"

--- " কেন? বলবো না কেন?"

--- "ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝবো।"

---- "আমি কি বহিংস্থ ব্যাপার! অদ্ভূত!..."

---- "অত সব বুঝি না। তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার করো। আমার জন্য নিজের জীবন ভারাক্রান্ত করবে কেন!"

Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা



আজকের সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন শারদীয় সংখ্যা ডঃ মানিকলাল সিংহ মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে। বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আপনাকে শ্রদ্ধা জানালো। প্রণাম...







≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সম্পাদকীয় নয় কিন্তু ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
অভিজিৎ দাসকর্মকার


সম্পাদকীয় নয় কিন্তু____

২০২০ সাল সত্যি ইয়াদগার। এতো ছেড়ে যাওয়া। এতো এতো মন খারাপ। তার মাঝেও আমরা যারা শব্দ যাপনে আছি। ভালো থাকার চেষ্টা করছি। তাই এই বছর এতো বিভিন্ন ধরনের সংখ্যা করে সকলকে নিয়ে মেতে থাকার চেষ্টায় রয়েছি সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন থেকে।

শারদীয় সংখ্যায় প্রচুর লেখা আসে।  একসাথে এতো লেখা অনলাইনে প্রকাশ করা যায় না।তাই সুশীল বাবু (হাটুই)  বললেন তুমি একটি কাজ করতে পারো।সংখ্যাটি ৪টি অংশে বের করো তাহলে এই কোভিড সময়ে মণ্ডপে কেউ যেতে না পারি যদি অন্তত সাপ্তাহিক ব্ল্যাকহোল নিয়ে কাটানো যাবে। তাই এই অভিন্ন প্রয়াস। চারটি শারদীয় সংখ্যা বিষ্ণুপুরের চার অক্ষয় ব্যক্তিত্বকে উৎসর্গ করলাম। প্রতি বছর যেমন মহালয়ার দিন সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এর শারদীয় সংখ্যা প্রকাশিত হয় এবছরও মহালয়ার দিন শারদীয় সংখ্যার প্রথম পর্ব প্রকাশিত হবে ডঃ মানিকলাল সিংহ মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে।তারপর ২রা অক্টোবর চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা। ১৫ই অক্টোবর চারণকবি বৈদ্যনাথ সংখ্যা এবং ২৪শে অক্টোবর মহাষ্টমীর দিন এবছরের শেষ শারদীয় সংখ্যা বিকাশ দাস সংখ্যা প্রকাশিত হবে।

বাংলাদেশ সংখ্যায় প্রচুর সাফল্য সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের ১৯০০ ভিউয়ার্স ৩ দিনে।এই সংখ্যাটি করার সময় অলোক বিশ্বাস দাদাকে বলি এবং পাশে থাকার কথা বলি।উনি নিজের পত্রিকা মনে করেন এই ওয়েবজিনকে।অকপটে পাশে ছিলেন,আছেন এবং ভবিষ্যতেও পাবো।আর একজন বিশ্বজিৎ দাস উনিও পাশে ছিলেন।

"এবার আমরা শুনবো আপনার কথা আপনার কবিতা" ___এ বছর এখনো অবধি যাঁর সাক্ষাৎকার সবথেকে বেশিজন পড়েছেন রথীন বন্দ্যোপাধ্যায় (৫৪৭জন) এবং দেবযানী বসু ( ৩৬৩ জন) প্রচুর বিশিষ্ট জনেরা ফোনে এই কাজ নিয়ে এবং এনাদের সাথে পত্রিকার কথা বার্তা নিয়ে প্রশংসা করেন।

অনিন্দ্য রায় ছক্কা ফর্মে কবিতার কাজ আমাদের পত্রিকাকে অনেকটা আগিয়ে দেয় পাঠকদের কাছে, সাথে অনেক আগ্রহী কবি এগিয়ে আসেন এই ফর্মে কবিতা নিয়ে।বস্তুত ওনার কথায় আমি পত্রিকার তরফ থেকে পোস্ট দিই তাতে ৯ জন কে নিয়ে একটি কাজ করছি আগামী দিনে।তার দিনটি পরবর্তীতে জানাবো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ অনিন্দ্য দাকে।

ধারাবাহিক নভেলেট "ডারউইনের চিঠি"__অরিজিৎ চক্রবর্তী। প্রতি রবিবার থাকবে একটি করে পর্ব। প্রথম সংখ্যা ৮১৭ জন পড়েছেন।একটি সুন্দর গঠনশৈলীর উপন্যাস, যার মধ্যে ডারউইন তত্ত্ব এবং streem of consciousness flow মিল ও মিশে থাকছে।

এবছর ১৫ই জুন ২০২০,  জৈষ্ঠ্য সংক্রান্তি ১৪২৭

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের তরফ থেকে কবি এবং শিল্পীদের নিয়ে প্রভাত চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ২৫টি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয় ওইদিন ভোর ৪:১৭ মিনিট থেকে । যাতে ভায়োলিন, ইলেকট্রনিক গিটার, বাঁশি ও নৃত্য পরিবেশনও হয়েছিলো,তার সাথে কয়েকজন কবির মুখে প্রভাত চৌধুরীর কবিতা পাঠ করা হয়।

এই অনলাইন কবিতা পাঠের সিরিজের নাম দেয়া হয়।

জৈষ্ঠ্য সংক্রান্তি ২০২০, অনলাইন প্রভাত চৌধুরী সিরিজ
যাঁরা সঙ্গ দিলেন সরাসরি___

ভায়োলিন বাদক ( happy birthday to you) অনুপম আচার্য্য, বিষ্ণুপুর।

কবি নাসের হোসেন
কবি আলোক মণ্ডল, সম্পাদক কবিকর্ণিকা, বাঁকুড়া
কবি গৌরাঙ্গ মিত্র
কবি সুশীল হাটুই
কবি রাজশ্রী গুহ ব্যানার্জি
কবি বিভাবসু

ইলেকট্রনিক গিটারে (হে নতুন...) রবীন্দ্রসুর, সুধাময় আঢ্য।বিষ্ণুপুর, জুয়েলারি দোকানের কারিগর।

কবি শীলা বিশ্বাস, সম্পাদক এবং সইকথা ব্লগজিন।
কবি সুব্রত পণ্ডিত
কবি আলিমন নেছা মনি, বাংলাদেশ।
কবি পার্বতী রায়।
কবি চন্দ্রদীপা সেন শর্ম্মা।
কবি প্রত্যূষ কর্মকার।
কবি ভজন দত্ত,  বাঁকুড়া।

বাঁশিতে কবি গৌরীশঙ্কর সিনহা, রবীন্দ্রসুর, বাঁকুড়া।
কবি মন্দিরা ঘোষে।
কবি কার্তিক ঢক্।
কবি রীতা মিত্র।
কবি শ্যামশ্রী রায়,কর্মকার, সম্পাদক সাহিত্য এখন ওয়েবজিন।
কবি অভিজিৎ পালচৌধুরী।
কবি পৃথা চট্টোপাধ্যায়।

আবৃত্তি কবি বাচিক শিল্পী এবং নাট্যকর্মী শ্রাবন্তী বটব্যাল, বাঁকুড়া।

প্রভাত চৌধুরীর কবিতা পাঠের সাথে নৃত্য পরিবেশন করেন দেবোপমা সেনশর্ম্মা, কবিতা পাঠ চন্দ্রদীপা সেনশর্ম্মা।

এবং অনুষ্ঠান শেষ করা হয় সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের সম্পাদক অভিজিৎ দাসকর্মকারের কিছুকথা এবং প্রভাত চৌধুরীর কবিতা পাঠের মাধ্যমে। অভিজিৎ দাসকর্মকার প্রভাত চৌধুরীকে ১টি সরলবর্গীয় এবং চিরহরিৎ বৃক্ষ বলে সম্বোধন করেছেন এবং নিজের মতো করে এই অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রভাত চৌধুরীকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রতিটি ভিডিও-র ভিউয়ার্স গড়ে ৪৫০ এরও বেশি। সকলকে পাশে থাকার এবং অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

সকলে পড়ুন। মতামত দিন।

⊕ ⊕ পাঠ প্রতিক্রিয়া দিন,আপনার পাঠ প্রতিক্রিয়া ঠিক পরের সংখ্যায় লিপিবদ্ধ হবে।

সঙ্গে থাকুন। পড়তে থাকুন।

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সুব্রত পণ্ডিত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সুব্রত পণ্ডিতের কলমে মানিকলাল সিংহ :



রাঢ় বাংলার সমাজ সংস্কৃতি গবেষণার বিস্ময়কর প্রতিভা ড: মানিকলাল সিংহ। মানুক বাবুর সমাজ বীক্ষণে উঠে এসেছে পুরাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, লোকধর্ম ও সংস্কৃতি। আজীবন অনুসন্ধান করেছেন রাঢ়বঙ্গের নদী ও অরণ্য সভ্যতা।আবিষ্কার করেছেন তাম্রস্বীয় যুগের সভ্যতার নিদর্শন "ডিহর"- প্রত্নখনি,প্রাণপাত পরিশ্রম করে গড়ে তুলেছেন 'আচার্য যোগেশচন্দ্র সংগ্রহশালা'। সৃজনশীল সাহিত্য চর্চা সীমিত হলেও পেয়েছেন রবীন্দ্রনাথের আশীর্বাদ। তাঁর রচনা সম্ভারের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ — দীপশিখা (১৯৩৯), অনাবশ্যক (১৯৪৭),নাটক— হ্যামার (১৯৪৮), উপন্যাস— শালফুল (১৯৫১) এবং পদাঙ্ক ও পদধ্বনি নামে ২টি কাব্যগ্রন্থ অপ্রকাশিত অবস্থায় রয়ে গেছে। লোক-সংস্কৃতি বিষয়ক গ্রন্থগুলির মধ্যে রয়েছে —কাঁসাই সভ্যতা (১৯৫৪), পশ্চিম রাঢ় তথা বাঁকুড়া সংস্কৃতি (১৯৭৭), রাঢ়ের মন্ত্রযান (১৯৭৭), রাঢ়ের জাতি ও কৃষ্টি (১ম ও ২য় খণ্ড ১৯৮২, ৩য় খণ্ড ১৯৮৩), সুবর্ণরেখা হইতে ময়ূরাক্ষী (১ম-৬ষ্ঠ খণ্ড ১৯৮৮-১৯৯৩) ইত্যাদি।গবেষণার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক 'রামকুমার ভুয়ালকা ' সম্মান। এ হেন সারস্বত সাধনায় নিমগ্ন মানুষটির মূল্যায়নের দায়বদ্ধতা আমাদের।

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ প্রভাত চৌধুরী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
প্রভাত চৌধুরী

আরো ১ টি কুশলসংবাদ

এই কুশলসংবাদটি লেখা হচ্ছে সাপ্তাহিক ব্লাকহোল - এর জন্য ♤  আমরা জানি Hole-কে বাংলায় গর্ত বা গহ্বর বলে ♤আর গহ্বর = গুহা ধরে নিলে লেখাটি অর্থাৎ কুশলসংবাদটিকে গুহামুখ নিঃসৃত বলা যেতে পারে ♤ অতএব কুশলসংবাদ = ভাগীরথী একটি নদীর নাম ♤ এই বিশ্বাস ছবি বিশ্বাসের গলায় শুনলে আপনারা বিশ্বাস করতেন ♤ আমাকে বিশ্বাস করলে আমি গুহামুখ থেকে যা শোনাব তার জন্য শ্রবণইন্দ্রিয়টিকে আপডেট করতে হবে ♤ আরো 80GB মেমোরি অ্যাড করতে হবে হাডডিসকে♤ কুশলসংবাদটি হল আগামী পূর্ণিমাতে চর্যাপদের একদল হরিণ দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা থেকে ছুটে আসবে আমার গুহার দিকে ♤ দীপেনদা জানতেও পারবেন না ♤ শুনলেন আপনারা আর বললাম আমি ♡