Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সুব্রত পণ্ডিত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সুব্রত পণ্ডিতের কলমে মানিকলাল সিংহ :



রাঢ় বাংলার সমাজ সংস্কৃতি গবেষণার বিস্ময়কর প্রতিভা ড: মানিকলাল সিংহ। মানুক বাবুর সমাজ বীক্ষণে উঠে এসেছে পুরাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, লোকধর্ম ও সংস্কৃতি। আজীবন অনুসন্ধান করেছেন রাঢ়বঙ্গের নদী ও অরণ্য সভ্যতা।আবিষ্কার করেছেন তাম্রস্বীয় যুগের সভ্যতার নিদর্শন "ডিহর"- প্রত্নখনি,প্রাণপাত পরিশ্রম করে গড়ে তুলেছেন 'আচার্য যোগেশচন্দ্র সংগ্রহশালা'। সৃজনশীল সাহিত্য চর্চা সীমিত হলেও পেয়েছেন রবীন্দ্রনাথের আশীর্বাদ। তাঁর রচনা সম্ভারের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ — দীপশিখা (১৯৩৯), অনাবশ্যক (১৯৪৭),নাটক— হ্যামার (১৯৪৮), উপন্যাস— শালফুল (১৯৫১) এবং পদাঙ্ক ও পদধ্বনি নামে ২টি কাব্যগ্রন্থ অপ্রকাশিত অবস্থায় রয়ে গেছে। লোক-সংস্কৃতি বিষয়ক গ্রন্থগুলির মধ্যে রয়েছে —কাঁসাই সভ্যতা (১৯৫৪), পশ্চিম রাঢ় তথা বাঁকুড়া সংস্কৃতি (১৯৭৭), রাঢ়ের মন্ত্রযান (১৯৭৭), রাঢ়ের জাতি ও কৃষ্টি (১ম ও ২য় খণ্ড ১৯৮২, ৩য় খণ্ড ১৯৮৩), সুবর্ণরেখা হইতে ময়ূরাক্ষী (১ম-৬ষ্ঠ খণ্ড ১৯৮৮-১৯৯৩) ইত্যাদি।গবেষণার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক 'রামকুমার ভুয়ালকা ' সম্মান। এ হেন সারস্বত সাধনায় নিমগ্ন মানুষটির মূল্যায়নের দায়বদ্ধতা আমাদের।

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ প্রভাত চৌধুরী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
প্রভাত চৌধুরী

আরো ১ টি কুশলসংবাদ

এই কুশলসংবাদটি লেখা হচ্ছে সাপ্তাহিক ব্লাকহোল - এর জন্য ♤  আমরা জানি Hole-কে বাংলায় গর্ত বা গহ্বর বলে ♤আর গহ্বর = গুহা ধরে নিলে লেখাটি অর্থাৎ কুশলসংবাদটিকে গুহামুখ নিঃসৃত বলা যেতে পারে ♤ অতএব কুশলসংবাদ = ভাগীরথী একটি নদীর নাম ♤ এই বিশ্বাস ছবি বিশ্বাসের গলায় শুনলে আপনারা বিশ্বাস করতেন ♤ আমাকে বিশ্বাস করলে আমি গুহামুখ থেকে যা শোনাব তার জন্য শ্রবণইন্দ্রিয়টিকে আপডেট করতে হবে ♤ আরো 80GB মেমোরি অ্যাড করতে হবে হাডডিসকে♤ কুশলসংবাদটি হল আগামী পূর্ণিমাতে চর্যাপদের একদল হরিণ দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা থেকে ছুটে আসবে আমার গুহার দিকে ♤ দীপেনদা জানতেও পারবেন না ♤ শুনলেন আপনারা আর বললাম আমি ♡



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ নাসের হোসেন ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
নাসের হোসেন 



মানুষের কণ্ঠ

চিলমন দিয়ে সাজানো হয়েছে গোটা পথ
আজকে যে মহোৎসব, কিন্তু কোথাও ঢাকঢোল নেই
বিন্দুমাত্র আওয়াজ নেই কোনোখানে,কেবল
কখনো - কখনো মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে
একজন বলছে,তুমি কি তোমার বাড়িতে যেতে চাও
আর একজন বলছে,
তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি।

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মুরারি সিংহ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||

মানিকলাল সিংহ সংখ্যা
মুরারি সিংহ  


চরিত্রহীন  

ঘাস-ফড়িংয়ের প্ররোচনায় একদিন ভুল-ইস্কুলে পড়াশোনা করেছিলাম  
মরমি আপেলের গায়ে জখম চিহ্ন দেখে জেনেছিলাম
শুধু ফরাসি-বিপ্লব নয় আইভি-লতা বিষয়ক 
যে কোনো সু-সংবাদের সঙ্গেই আমার একটা ঘনিষ্ট সম্পর্ক আছে 

তারপর তীব্র জলের চারপাশে ঝুলে থাকা নিষেধাজ্ঞাগুলোকে 
পোষ মানানোর জন্যে 
পুঁটিবিবির থানে তিনটি মুরগি বলি দিয়েছি 

আপাতত চিঁহি-চিঁহি নিশিডাককেই উচ্ছন্ন-সমুদ্র বানিয়ে
                দুই-হাঁটুর চরিত্রহীনতায় 
                     কী মশগুল কী মশগুল 

আছি রসেবশে আছি কিচেনে-বেডরুমে 
                        রুফটপে-শপিংমলে আছি
       আছি আছি মোমো-চিলিচিকেনে   
তার সঙ্গে তুলো-তুলো ফুলো-ফুলো শ্রাবণে কী ঝালনুনে  

আছি ছোটো বড়ো মাঝারি অথবা পুচকে হয়ে 

ছড়ানো ছেটানো সংসারে 
পল্লির পথে লাল ওড়নার সঙ্গে হোলি খেলি 

শরতে ঝরে পড়ে শিউলি আর বসন্তে সজনে 

অরগ্যানিক তাঁবুর গায়ে কান পেতে শুনি
পড়শিরা বলাবলি করছে   

ছাদনাতলার কান্নাই হল পোয়াতি হবার প্রথম ধাপ



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ পিনাকী রঞ্জন সামন্ত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||

মানিকলাল সিংহ সংখ্যা
পিনাকী রঞ্জন সামন্ত


বাইওডাটা

উচ্ছৃঙ্খল বাজেট বাইওডাটার সঙ্গে সূর্য ওঠার কোনো সম্পর্ক নেই ।
দিনরাত্রির মাঝখানে যে দোলনাটি প্রতিনিয়ত ঝোলে, তাই যদি প্রতিভা হয়, তা হলে বাজেট একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিধ্বনি হতে পারে - যা থেকে
১)
একটি দেশের অর্থনৈতিক প্যারামিটারের চিত্রকল্প সহজেই আঁকা যায়
২)
চৈতন্য এবং অচৈতন্যর একটি অসহায় আত্মসমর্পণের সুর
৩)
একটি অসহায় জলাশয়ের নিভৃত কান্না
এবং ৪)
একটি দেশের অপরিণত পরিকল্পনার বার্ষিক ঢেউ থেকে আমরা জেনে নিতে পারি আমাদের দারিদ্র্য উৎসব
আমরা পাই ---
অসংখ্য আম্বানি, জামদানি, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট পূর্ব পরিকল্পিত ।

এসো
আমরা সম্পাদনা করি একটি পুজো সংখ্যার অসমাপ্ত পাণ্ডুলিপির আত্মউন্মোচন
ওঁ শ্রীকৃষ্ণ
ওঁ রাধে
ওঁ তৎসৎ
ওঁ বিষ্ণুপ্রিয়া, পিয়ঙবদা, চিত্রাঙ্গদা মাখানো
কী সুন্দর, ভারী সুন্দর 
সুন্দর ক্লান্তি ।