Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ শ্যামশ্রী রায় কর্মকার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
শ্যামশ্রী রায় কর্মকার 


দুহাজার কুড়ি

জীবন এই মুহূর্তে সকাল দশটার জাদুঘর 
সময়ের মৃদঙ্গে তেহাই  
বাজতে না বাজতেই একটি দুটি পদশব্দ 
ভেসে গেল বারান্দায়, খিলানে খিলানে
প্রতিধ্বনি শোনা গেল, আমিটি দেওয়াল
শব্দের আঘাত বাজে, চিহ্ন পড়ে না

আলোর নরম হাত ভাস্কর্যসম্ভারে 
আলোর নরম হাত, আহা

সমস্ত নরম প্রখর হয়ে আসে
তারপর নিভে যায়
সম্পর্কের মতো 

কানের ভেতর সমুদ্রধ্বনি শুনি
যাওয়া তো হবার নয়, তবু

গাভীর স্তনের মতো ভারী হয়ে আসে ইচ্ছেগুলি
অবাধ্য-সবুজ ঘাসজমি

থেকে থেকে স্বরধ্বনি ওঠে 
ছাদে ও দেওয়ালে বাধা পায় 



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ রথীন বন্দ্যোপাধ্যায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
রথীন বন্দ্যোপাধ্যায়

নরকের দূত কতৃক নির্দেশিত লেখা

....তারপর পৃথিবীর দীর্ঘতম লোডশেডিং সরলরেখার মতন একটানা ভয় চারপাশে গভীর ডিপ্রেশান-এর বৃষ্টি আজ মনেহয় এই নাফুরানো রাত্রি ক্রমশ আরও দীর্ঘ হচ্ছে অন্ধকারও যেন ঘনত্বহীন একটা শব্দ মৃদু বিড়ালেরতো পদধ্বনি হয় না জানি নড়ে উঠল শুকনো করোটি আর সেই শব্দ হাতুড়ির মতন আছড়ে পড়ল মস্তিষ্কে যেখা‌নে একটি ধুসর মরুভূমি আছে মরিচীকাও যার দিকে বারবার ব্যর্থ ছুটে যাই সমস্ত হৃদয় তৃষ্ণা নিয়ে সামান্য প্রাণের জন্য শুকিয়ে আসে গলা জিভ কণ্ঠনালীতেও জারি হয় কার্ফিউ আবারও নতুন কোনও অজানা ভয়ের ভিতরে ঢুকে পড়ি আতঙ্কিত একখানা আরশোলা যার প্রবল বাঁচার তাগিদ কয়েক মুহুর্ত অতঃপর সবকিছু শান্ত শুধুমাত্র অসামান্য টিকটিকিটা তৃপ্ত হবার কারণেই যাবতীয় ভয়ের আয়োজন এই প্রকাণ্ড অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি ওৎ পেতে আছে অতৃপ্ত নেকড়ে অজস্র মাংসাশী পোকা আমারই দিকে চেয়ে আছে রাত্রি হাজার চেষ্টাতেও খুঁজে পাচ্ছি না গীতবিতান দেহ মনের সুদূর পারে অথবা সামনে শুধু ছুটন্ত হাইওয়ের ক্ষিদে যাকে অনায়াসে এই নিজস্ব 'আমি' দিয়ে নিয়ে যেতে পারি তুমুল অর্গাজম্-এ যদি গ্রাস করে আমাকে তাহার ক্ষুদার্ত দুখানি কঠিনতম স্তন তার সুগভীর কুয়োর মতন যৌনতা আমায় চিবিয়ে শূণ্য করে দেয় এখনই স্পর্শযোগ্য কিছুই পাচ্ছি না এমনকী গীতবিতানের ১৪১ নম্বর পৃষ্ঠা এমনকী জানালায় হাত বাড়ালেও বৃষ্টিফোঁটার স্বাদও পাচ্ছি না আশ্চর্য তবে কি আমি মৃত বলেই এত শেয়াল শকুন প্রেতাত্মারা ঘিরে আছে এই 'আমি' অথচ কত সহজ স্পর্শ করছি আমারই ওষ্ঠ অধর চিবুকের পরে বুক পেট নাভি তারও পরে প্রবল আত্মরতিতে ছড়িয়ে দিলাম এ শরীর সুদীর্ঘ রাত্রিপৃথিবীতে প্রমাণিত হল জীবন স্রেফ একদলা মাংসপিণ্ডমাত্র এই অনিঃশেষ লোডশেডিং আর দীর্ঘতম ভয় আর দ্রবীভূত অন্ধকার আর বৃষ্টিতে বৃষ্টিতে জেনে গেছি আমার মুক্তি আলোয় আলোয় কখনই নয় সুতরাং..... 

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ দেবাশিস চন্দ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা 
দেবাশিস চন্দ


১ মে, ২০২০

জমায়েতে জমায়েতে মিছিলে মিছিলে গেয়েছি তো গান,

কত কত গান, লিখেছি কবিতা, লিখেছি আগামীর চলা,

ভাসিয়েছি স্বপ্ন–বাক্যের সাম্পান, রাজপথ, অন্ধ গলি,

শ্লোগানের উচ্চকিত সুরেলা মুষ্ঠি ছুঁয়েছে দিগন্ত,

ক্ষয়ে গেছে পা, ফুটো ফুসফুসে ধরি আয়না,

মৃত্যুকে এক ফুঁয়ে পাঠাই ভুগোলের বাইরে,

ঝঞ্ঝারাতের মুশকিল আসান আসছে যে ওই।


বয়সের ভারে শীর্ণ হাত আর ওঠে না ওপরে

চাঁদ আসে না নেমে আমার জীর্ণ ঘরে

তাহলে কী আমি ছোঁব না আকাশ

হে কমরেড

বলো

       ব

         লো

চুপ করে আছে কেন? অন্ধকারে নাচে জোনাকির আলো,

বলেছিলে ধ্বংসের মধ্যে রচিত হবে বিজয়ীর স্বপ্নমিনার,

একদিন ফুটপাতের ছেলেটি বসবে রাজার সিংহাসনে।


কোথায় সেই সিংহাসন, শ্রমিকেরা আজো চলেছে হেঁটে,

মিরজাফর শাসকের ঘৃণায় পুড়ে ছাড়খাড় পাকস্থলি,

খিদের মিছিল ক্রমশ লম্বা হয়, দূরে সরে যায় দিগন্ত,

বেয়নেটে বুলেটে মিতালি, দেয়ালে দেওয়ালে শুধু ছবি,

গোলাপের কাঁটা বিলিয়ে দিয়ে নেবে শুধু ফুল, মোহঘ্রাণ!

সুবিধাবাদের কবর খোঁড়া হচ্ছে দেখো ওই জনকণ্টকে।

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ কামরুল বাহার আরিফ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
কামরুল বাহার আরিফ


জলমায়া ঢেউ

আলোজয়ী জলজীবনের গল্পের প্রতিবিম্বে
শান্তির অপরিমেয় শক্তির প্রতিভাসে
আমরা যুগলবন্দি হাতের শিহরণে
রূপকথার চাদরে চড়ে বসলাম।

আমাদের সামনে আবীরসন্ধ্যার আকাশ
আকাশের রঙে জলমায়ার বিস্তৃতি
আমাদের পিছনের বিবর্ণক্লেদ নাই
চলেছি রূপকথার অলীক সাম্পানে।

জলের অসীম ক্যানভাসের প্রতিবিম্বে 
আমাদের সুখস্মৃতিরা প্রদর্শিত হচ্ছে
একটা একটা করে প্রতিদৃশ্যে
বদলে নিচ্ছে জলজীবনের আবহসুর।

ক্রমেই আমাদের শরীরের তন্ত্রী
সেতারতানে ঝংকৃত হতে লাগলো
বুকের গভীরে বাজলো মৃদঙ্গ
মাতাল হলো জলের সাম্পান।

আলোজয়ী জলজীবনে ঝড় উঠলো
জলমায়ার বিস্তৃিতে ঢেউ জাগলো
মোমের তাবুর গলিত স্রোতে
ভস্ম হলো মিথুন মিনার।

জলের প্রতিবিম্বে সে দৃশ্য
ধারিত হলো চলমান ক্যামেরায়
এখন আকাশের ক্যানভাস জুড়ে
দৃশ্যায়ন হচ্ছে জলমায়ার ঢেউ।



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মধুসূদন দরিপা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
মধুসূদন দরিপা 


অবুঝ

 ৫ 

অদ্ভুত রামায়ণ লিখেছিলেন জগদ্রাম 
রামের নাম কিন্তু কিষ্কিন্ধ্যা হয়নি 

জিলিপির আড়াই প্যাঁচে এখন 
উদ্ভট পুরাণ পাগলী 

পাতালঘর হয়ে যায় উত্তমকুমার 
নিষিদ্ধ পল্লী হয়ে যায় কলেজ স্কোয়ার 

 ৬

'হিমালয় কারো ঔদ্ধত্য সহ্য করে , না ' -- প্রবোধ সান্যাল 
(কার ঔদ্ধত্য ?  কার ? )

নিজের পাড়ায় কুকুর রাজা 
(রাজা না রাণী ? )

পাহাড়ী বিছে আর কুকরি নিয়ে 
চল পাগলী কানামাছি খেলি 

৯ 

অনেকদিন তো হলো এবার ঠিকানাটা বদলাও নন্দলাল 
সন্ধ্যার পর আর আর্ট কলেজে নয় বরং পার্ক স্ট্রিটে চলো 

চিত্রাঙ্গদা : অর্জুন ! তুমি অর্জুন ! (পড়ুন পার্থ )
ক্ষমা দিয়ে কোর না অসম্মান / যুদ্ধে করো আহ্বান 

হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কী' টা বল 
কিং অর ক্যুইন ক্যান ডু নো রং-রে পাগলী 

১০

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত 
শীর্ষাসন করতেন নেহরু 
নরেন্দ্র মোদীও করেন 

আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে 
গুলি খাওয়া লাঙ্গল এবার শবাসন করবে রাষ্ট্রের নাভিদেশে 

শীর্ষাসন ভার্সেস শবাসন : খেলাটা কেমন জমবে রে পাগলী 
পাটিগণিতে যোগের ঠিক পরেই কিন্তু বিয়োগের অঙ্ক