Thursday, May 7, 2020

চঞ্চল নায়েক

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

অশৌচকালীন ডাইরি --১৭
চঞ্চল নায়েক

নিমগাছের আত্মকথনে মৃতরা জড়িয়ে আছে
     একারণেই তার ছায়া এত শীতল 
শীতের চাদর মুড়ে যে বিদায় আসে
তাকে ফাগুনের কৃষ্ণচূড়া কখনো দেখেনি

সূর্যস্নান সেরে সে সাধক অমরত্বকেও ধরতে পারে না
সেখানে সান্ত্বনা দিয়ে কিছু লেখা বোকামি
আমাদের নির্ধারিত গৃহ আছে
      সেখানে ফিয়ে যাওয়া অত্যাবশ্যক 

অশৌচ রেখে যায় প্রতিটি মানুষ 
রেখে যায় কিছু ভাসা ভাসা দাগ...
 এই যে এতো এতো ব্যস্ততা 
তা কেবলই একটি নির্জন ঘুমের আয়োজন মাত্র

যতটুকু বাতাস শুষেছি নিমযাত্রায় তারই ঋণমুক্তি
ল্যাম্পপোস্ট সেভাবেই রয়ে যাবে
শুধু দেখে নেবে আলোকিত অধ্যায়টুকু...

রাখী সরদার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


মোক্ষ ও লোভী বাঘ
রাখী সরদার

জানা ছিলনা ...

নিসর্গে রাত নামলেই হয়ে পড়ব বন্য

শরীরে বাঘের ডোরাকাটা ছল পাতা,আর
আমার দুচোখে শুধু হরিণের চলাচল

গর্জে উঠছে রতিঈর্ষা,অন্ধকারে লাফ দেয়
লালিত নখের ধার।মাংসাশী তৃপ্তিতে
কখন ঘুমিয়েছি জানিনা...

একটা ক্ষুধার্ত কাকের ডাকে জাগি,একি!

কয়েকজন রমণীর চোখের ছুরিতে
আমি আগাগোড়া খণ্ড খণ্ড।তাদের ক্ষমাসুন্দর
হাতে ঘুরছে ফিরছে আমার নির্বাণ 

কেবল পাশের কাঁটাঝোঁপে বিঁধে আছে
আমার রক্তজবা হৃদয়... 

সুকান্ত ঘোষাল

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।
অণুগল্প

ঘুঘুওড়ার গাড়ি 
সুকান্ত ঘোষাল

ঘুঘুওড়াতে আগে খুব ঘুঘু উড়ত। এখন বড়োবাবুর অফিস। ঘটনাচক্রে যে গাড়িটায় আমি সওয়ার হয়েছি,তাতে আমিই চালক,
আমিই টিকিটবিক্রেতা,এবং আমিই যাত্রী। সঠিক সময়ে বড়োবাবুর কাছে হাজিরা দেবার জন্য আমাকে এই গাড়িটাই ধরতে হয়। এছাড়া অন্য কোন বিকল্প যে নেই তা নয়, কিন্তু এই গাড়িটাতেই আমি অতিরিক্ত শীতল বাতাস পেয়ে থাকি। আটত্রিশ মিনিট ভ্রমণের পর ঘুঘুওড়াতে আমাকে নামতে হয়। তার আগের স্টপ  বকুলপুর। গাড়িটা বকুলপুর ঢোকার আগেই টিকিট কিনে প্রস্তুত থাকি। নিজের কাছ থেকেই ফেরত পাওয়া খুচরোগুলো মিলিয়ে দেখে নিই। এরপর সিট ছেড়ে গেটের কাছে এসে দাঁড়াই। কারণ ততক্ষণে ঘুঘুওড়া প্রায় এসে পড়েছে। পরপর দুবার হর্ন বাজিয়ে সন্তর্পণে নিজেকে নামিয়ে দিই গুপ্তঘাতকের ডেরার মতো দেখতে যাত্রীদের প্রতীক্ষাগৃহের মুখে। আর সোজা গাড়িটা চালিয়ে সামনের দিকে চলে যাই। এভাবেই আমি প্রতিদিন কর্তৃপক্ষের গালি থেকে আত্মরক্ষা করতে পারি কিংবা 'দাদা একটু চেপে যান', বলে কেউ বাসের বন্ধ জানলার পাশে অন্ধকূপে ঠেলে দিতে পারে না।


শ্যামশ্রী রায় কর্মকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ভুল পাথরের বাড়ি
শ্যামশ্রী রায় কর্মকার 

১.
তোমাদের বাড়িতে এসে মনে হল
ভুল সময়ে এসে পড়লাম 
লাল সিমেন্টের গোল বারান্দায় 
চাঁদের ধাপিতে বসে
আর জাহাজ ভাসানো হবে না আমাদের 
অনেক আগেই তুমি সেইসব পার হয়ে গেছ

কোলাহলের বিপরীতে একটি ঘর নেব
তুমি বলেছিলে
কোলাহল এখন 
তোমার ঘরের দিকে প্রাণপণে ছুটে আসছে

৩.

দুটিই জানলা মাত্র
একটি অনন্তের দিকে খোলা 
অন্যটি নিঃশ্বাস ফেলে 
টুংটাং শব্দ হয় রাতে
গোপন কথার গন্ধে সরে আসে কাছে

নিলয় নন্দী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

অয়েলপেইন্টিং
নিলয় নন্দী

এই মেয়েটিকে রেনোয়াঁ বারবার এঁকেছেন।
মেয়েটি চুল আঁচড়াচ্ছে। বয়স কতই বা!
গ্রাণাইট জানালায় তখনো আধপোড়া গোধূলি
অ্যাশট্রে ছাই আর পলাতক মানচিত্র...
চিরুনি টানলে সরে যায় ভূখন্ড
স্পষ্ট হয় ইনসেলবার্জ।
বুকের বোতাম সরে গেলে
নিষ্পাপ চোখের দিকে তাকানো যায় না আর।
পারদের ক্যানভাসে তখনো জিগশ পাজল
আর অবাধ যৌন কাটাকুটি...