অপেক্ষার পদাবলী
১.
উষ্ণতা ভালো লাগে, কিন্তু উত্তাপ কোথায়?
দেয়া নেওয়ার অঙ্ক মেলাতে পারিনি কখনো
ইথারে ভেসে আসে দৃশ্য, তবু স্পর্শ পাইনা!
রাতের ইঙ্গিতে ভিজে যায় চাঁদের শরীর
ব্যর্থ আশা নিয়ে ফুল ফোটে , ঝরে যায়...
জলস্রোত কুল ভাঙে বুক ভাঙে অছিলায়
আমি লিখে রাখি অপেক্ষার পদাবলী
তারপর একদিন বানের জল ভাসিয়ে
নিয়ে যায় খর কুটো ,যত স্মৃতি কথা দুঃখবিলাস।
ডানা কাটা পাখির মত আমি ফিরি সহজিয়া
কুঁড়েঘর আর খাঁচায় মুখ গুঁজে খুঁজে পাই আমরণ।
২.
মাথার ভিতরে তখন অন্ধকার
কার্তিক সংক্রান্তির শেষে নিভে
গেছে আকাশপ্রদীপ। আমার ভয় করে
ব্যর্থতায় ভর করে অন্ধকার নেমে যায়
শিকড় ফুঁড়ে নিচে ! উনকোটি শ্বাপদের
ছোবলে ছোবলে নীল হয়ে যাই ।
অপরাজিতার শিরা বেয়ে উঠে আসি
অঘ্রানের নবান্নে। তখন বাতাসে বৃষ্টি,
শীতের আভাস। মেঘ কুণ্ডলী পাকিয়ে
উড়ে যায় আকাশের দিকে। যেন কোনো
আগ্নেয়গিরি জেগে ওঠে পুনরায়
৩.
রাতের ইঙ্গিতে ভিজে যায় চাঁদের শরীর
ব্যর্থ আশা নিয়ে ফুল ফোটে , ঝরে যায়
জলস্রোত কুল ভাঙে বুক ভাঙে অছিলায়
আমি লিখে রাখি অপেক্ষার পদাবলী
৪.
তোমার মত করে লিখতে শিখিনি
লিখতে শিখিনি মায়া কুহকের চাঁদ
শুধু দেখি ব্যথারা পেরিয়ে যায়
নিঃশব্দ কুয়াশা মেখে যৌথ এষণায়
আমি দেখি ব্যর্থতার প্রতিবিম্ব
চৌচির কাঁচের বুকে মুখ থুবড়ে
কিভাবে প্রতিফলিত হয়...
হে ভগবান, কুরুক্ষেত্র যুদ্ধ কি
শুধু গান্ধারীর পরাজয়?
No comments:
Post a Comment