Friday, January 21, 2022

সোমা দাসের কবিতাগুচ্ছ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   সোমা দাসের কবিতাগুচ্ছ 




পদক্ষেপ 

খোলামকুচির  মত  ছড়িয়ে  থাকে  মেঘ
চারপাশে

অতি  সাবধানে  পা  ফেলে  ফেলে
এগিয়ে  যাই , পাছে-
মেঘেরা  উড়ে এসে  জমাট  বাঁধে  শরীরে!
পাছে-  ঢেকে  দেয়  আমার
প্রস্ফুটিত  রূপ,তণ্বী শরীরে  ফুটে  থাকা  উন্নত  স্তন
শঙ্খের   মুখের  ন্যয়  প্যাচানো  নাভি!

মেপে মেপে  ফেলি  প্রতিটা
পদক্ষেপ -  আমাকে  উর্বশী  করে  তোলে!


পুং জল

ডালিম রঙা  গোধূলির  রং  গায়ে  মেখে
এক  ঘুমন্ত  কুক্কুরিকে  চেটে চেটে
কাম  নিবৃত্তি  করতে  চাইছে,  যেন
সমস্ত  পুংজল  ঢেলে  দিয়ে
মুক্তি  পেতে  চাইছে!

কয়েকটি  বুনো  মাছি  ছুটে আসে
শবের  গন্ধে...



অবকাশ 

সময়ের  অভাবে , অলিখিত  থেকে  গেছো।
সংসার  থেকে  বাঁচানো  অবকাশেও
ছিলেনা  তুমি! ছিল-
ঝর্ণার  কলধ্বনি, ছিল-
পাতায়  পাতায়  কানাকানি,  কেবল
কোথাও  কোনো  অবকাশে ই
ছিলেনা  তুমি!




জীবাশ্ম 

বিস্মিত  চোখে অন্ধকার  গহ্বরের  ভেতর  হাত ঢুকিয়ে
কিছু  খুঁজতে  লাগলে,

একসময়  ক্লান্ত  মুঠোয়  উঠে  এলো
কিছু  জীবাশ্ম!

প্রদীপে  পুড়ে  যাচ্ছে  এক
ব্যর্থ  দিনান্তের  শরীর,  আর  তুমি
মেন্ডোলিনের  সুরে  মুছে দিতে চাইলে
সমস্ত  দস্তখত!


আস্তাবল

অর্ধ  জীবিত  অবস্থায়  পড়ে আছি  আস্তাবলে!
অশ্বখুরে  লেগে  আছে-
গত  রাতের  রণক্ষেত্রে   জয়ের  মাটি
তারাই   জিভ দিয়ে চেটে
পড়ে থাকা  দেহটাকে  লাল মুক্ত  করছে!

হেমন্তের  বনে  তখন
শুরু হয়ে গেছে  পাতা  ঝড়া।

এক.. দুই.. তিন... জানিনা,
জানিনা   সে  কটা  হাত...!



No comments: