Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন::প্রচ্ছদ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
প্রচ্ছদ ~ শম্পা ব্যানার্জি
আপনাকে পত্রিকার তরফ থেকে অশেষ ভালোবাসা____






































                                                                                                  

১-লাইনের কবিতা সংখ্যা≈ অভিজিৎ দাসকর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

অভিজিৎ দাসকর্মকার

সম্পাদকীয় নয় কিন্তু ---

১এক্কে ১
মসীহা বলেছিলাম, আপনার শব্দ ধ্বনিত হচ্ছে আঙুলের ছন্দে।

২ এক্কে ২
আপনার জন্মকথা, কিছুটা অসম্পূর্ণতা নিয়ে গেল কাচ ঘেরা গাড়িটি।

৩ এক্কে ৩
আপনার পায়ে যাদুকরের বাস,তাই আমরা মাঠের এপাশে নিজেরাও যুবরাজ।

৪ এক্কে ৪
আপনি ময়ূরভঞ্জ,সে-কারণে বেলা শেষে মানিক বাবুর বাড়ি গেলেন।

৫ এক্কে ৫
১ লাইনের কবিতা,আমি আপনি আর অনিন্দ্য রায়।

৬ এক্কে ৬
প্রতিটি কাজই সংরক্ষিত হচ্ছে কাগজের বয়াম ও হাটুই বাগানে।

৭ এক্কে ৭
কোনো ছবির সাথে ৪২ বয়কট করা মেলের সুদূর কোনো মিল নেই।

৮ এক্কে ৮
যারা একসাথে থাকলাম,সে, তাহারা এবং বাকিরাও পাশাপাশি রইলাম।

৯ এক্কে ৯
সারাটা বছর শুধু হারালাম,কুড়িয়েছি পিছন ঘোরা শব্দ আর ধ্বনি।

১০ এক্কে ১০
২০২১ মানে শুভ-ইচ্ছা,চমক আর সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন।


১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রভাত চৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

প্রভাত চৌধুরী

১ পঙ্ ক্তি-র ১০টি 


১. ফুলের উ-কার মুছে দিলেই ফল

২. তিথি মেনে যিনি আসেন না , তিনিই অতিথি

৩. অবচেতনে যে ময়ূরটি নাচে , অতিচেতনায় তার পায়ে নূপুর থাকে

৪. পোষা কুকুরকে পোশাক দিয়েই চেনা যায়

৫ . বউকথাকও পাখির ডাক কেবল বউরাই শুনতে পায় না

৬. ' বেতর ' এবং 'বেতার' -এর পার্থক্য আকাশপাতাল

৭. মা-এর কোনো তকমা লাগে না

৮. ফড়িং-এর সঙ্গে সারেং-এর যোগাযোগ জলসূত্রে

৯. ১টা বছরে ৬টা ঋতু , ঋত্বিক কতজন জানি না

১০. ঠিকমতো ফরমান করতে জানলেই সবকিছুই কবিতা হয়ে যায়

১-লাইনের কবিতা সংখ্যা≈ গৌরাঙ্গ মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

গৌরাঙ্গ মিত্র

গৌরাঙ্গ মিত্রের এক লাইনের কবিতা


1) কানামাছি কানামাছি সাতে আছি, পাঁচেও আছি। 

2) কিন্তু প্রশ্ন হল কতগুলি মাঘ অবসান হলে শীত চলে যায়। 

3) অজ্ঞ বিজ্ঞ সর্বজ্ঞ সবাইকে প্রদক্ষিণ করে শীতল মৃত্যু। 

4) পলেস্তারা থেকে ঝরে পড়ছে সুন্দর কথামালা, 

5) ডিঙি নৌকো বেয়ে আপন খেয়ালে ভেসে যায় এক লাইনের কবিতা। 

6) লাস্ট ল্যাপ দৌড়ানোর সময় বুঝতে পারলাম এতকাল ভুল ট্র্যাকে দৌড়ে এসেছি। 

7) অঝোর নগ্নতায় বয়ে যায় নদী, মাঝি আর নৌকা আড়মোড়া ভাঙে ঘাটে। 

8) আমি কালো কালি দিয়ে আলো লিখছি রোশনাইয়ের আশায়। 

9) ঘাটে ঘাটে জল অক্ষরে লেখা থাকে নৌকাডুবির শোকগাথা। 

10) বাওরের ঘোলা জলে পাঁকাল মাছ, ফলুই মাছ ধরে আমাদের চেনা চাঁদ বেনে।

১-লাইনের কবিতা সংখ্যা≈ স্বপন রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

স্বপন রায়

নাম-তা   
 
১.বেলা,সখশিউরানো। হর্ণ আকাশানা,ডুয়ার্সে।

২.নেশাব্রুময় একটা কাপ, দার্জিলিং

৩.বিগ-ব্যাং ওড়াওড়না পেরিয়ে,তাহলে কী দিঘা?

৪.ফিকে-রং-বিজনকাহাঁকাহাঁ উঁচুনিচু,ম্যাকলাস্কিগঞ্জ হুইসলিং

৫.টাটানো দুপুর খোলাবোনা,মরুও উটেল,জয়সল্মির

৬.ঘোর যখন ছোট, স্টেশন ভালুলতা,কামিনিঘোর থেকে কা বাদ দিয়ে জলীক

৭.'ডু অর ডাই' পলকসঞ্জাত রেকি'র ধাক্কা, কী মনে হয়,যাদবপুর?

৮. চাকায় শিমূলছোঁয়া জ্বর।থার্মোমিটার চমকায়।চুমু খায় পারদবিলাসী সাঁকচি,টাটানগরের

৯.ফেলে ওঠালে যে অষ্টমী,চোখসমগ্রে আসাক্কে যাওয়া যাওয়াক্কে আসার স্টপ।ঝিরিপানি।

১০.আমার খবর অস্পূর্ণ,ভাল....বাসতে বাসতে খড়্গপুর।