Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~শান্তম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

শান্তম

আগন্তুক 


আছড়ে পড়ার পর দেখলাম


শুয়ে আছি । নীচে ছটফট করছে 

মাটি ; বিস্তীর্ণ যুদ্ধের মাঠ

 

মনে পড়ছে না পথের ঘটনা


ভুলে গেছি কী রেখে এসেছি ঘরে

কেন যে এসেছিলাম তা না জেনেই

 

হঠাৎ ফিরে যেতে হচ্ছে আমাকে 





১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~রবীন বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

রবীন বসু

আমাদের মাধুকরী



তীব্র শিস ছুটে এলো ধমনী ছিঁড়ে

প্রবাহ প্রদাহ দ্যাখে আক্ষরিক ক্ষত

গভীরে প্রোথিত সুপ্ত শিকড়ের বীজ

অতিক্রম তাকে রাখে নবতর গান।


মূর্ছনা সংগীত নয়, যাপনের লেখা

চর্যাপদ ভেদ করে 'চোরাশি সিদ্ধা'

কাহ্নপাদ শবরপাদ আর নৈমিত্তিক

এই যত গূঢ়াচার গোপন সংকেত


ভবিতব্য প্রতিলিপি বর্ণালেপ আঁকে;


সভ্যতার ক্ষীণ কটি সুচারু বিন্যাস

সময়বাহিত হয় উড়ান অধীর

প্রতি খাঁজে জল জমে, সঞ্চিত জীবন

আমাদের মাধুকরী ভিক্ষালব্ধ ধন।




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

মুখোশ
 

অন্ধকারের ভেতরে কিছু ঘুমন্ত শিলালিপি অনুচ্চারিত হয়ে ভাসতে থাকে,

মুখোশের সমান্তরাল কোন বিকল্প নেই নিজেকে নিরাপরাধ প্রমাণ  করার, 

বিথোফেন বা মুৎজাট যাই বল না কেন-
কোন কিছুই গলাতে পারবে না তোমার ভেতরের পশুটাকে৷

লাঙ্গলের ফলা দিয়ে চেঁছে নেওয়া যায় মাটি,

সময়ের হাত অদৃশ্য হলেও বদলের দানে বেশ পটু,

আপন আপন খেলায় বহুবার ধরাই পরে না আস্তিনের ভেতর সাপ বাসা বেঁধেছে৷

ম্যানিকুইনের মত মনোরঞ্জন আর কত দিন ?

করোটির ভেতর প্রচ্ছন্ন অন্ধকারে অসংখ্য ঝিঁঝিঁপোকার ডাক,

সূর্য উঠলে ওরাই আবার পিঁপড়ের মত লাইন দিয়ে আমার মৃত হৃৎপিন্ডটাকে কুঁড়ে কুঁড়ে খায়৷




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~শ্যামাশ্রী মুখার্জী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||              

শ্যামাশ্রী মুখার্জী

গণতান্ত্রিক প্রহসন

 

প্রতিশোধাত্মক হিংসায় জ্বলতে থাকে যে

লেলিহান শিখা

তার প্রতি ছত্রে কি বিচিত্র রাজনীতি!

 

গণতান্ত্রিক উৎসবের প্রহসন—

 

যে আমরা তর্জনী তুলি, গালাগালি করি

সেই আমরাও কোনো কোনো  ছত্রছায়ায়

লালন করি শোক...

 

সূর্যের মানচিত্রে আজ নন-পার্লামেন্টারি শ্লোক

 

রক্তাক্ত লাশের ওপর লুফে নেওয়া দোষারোপ

কোনো মন্ত্রবলে জাগাবে না বিবেক!




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~সুকন্যা ভট্টাচার্য্য

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

সুকন্যা ভট্টাচার্য্য

সঙ্গী

এবার একলা থাকার পালা
এইসব গান, লেখালেখি 
সঙ্গী?
হয়তো নয়,বেঁচে থাকার জন্য রসদ।

বাড়ির পেছনে অজানা গাছগুলো 
কাঠঠোকরা ঠকঠক  
তাখিয়ে দেখি    দুপুর
সময় পেড়িয়ে যায়।
সরু খালের পাশে গিয়ে 
হিঞ্চের শাক তুলি
ঝোল ভাতের হুশ হুস টান
ট্রেনের হুইশেলে  মিশে যায়।
ইলেক্ট্রিক লাইন কেটে দেওয়ার পর
চুপিচুপি চাঁদ লুকোচুরি খেলে

সঙ্গী??
সব অপপ্রচার।।