আছড়ে পড়ার পর দেখলাম
শুয়ে আছি । নীচে ছটফট করছে
মাটি ; বিস্তীর্ণ যুদ্ধের মাঠ
মনে পড়ছে না পথের ঘটনা
ভুলে গেছি কী রেখে এসেছি ঘরে
কেন যে এসেছিলাম তা না জেনেই
হঠাৎ ফিরে যেতে হচ্ছে আমাকে
আছড়ে পড়ার পর দেখলাম
শুয়ে আছি । নীচে ছটফট করছে
মাটি ; বিস্তীর্ণ যুদ্ধের মাঠ
মনে পড়ছে না পথের ঘটনা
ভুলে গেছি কী রেখে এসেছি ঘরে
কেন যে এসেছিলাম তা না জেনেই
হঠাৎ ফিরে যেতে হচ্ছে আমাকে
আমাদের মাধুকরী
তীব্র শিস ছুটে এলো ধমনী ছিঁড়ে
প্রবাহ প্রদাহ দ্যাখে আক্ষরিক ক্ষত
গভীরে প্রোথিত সুপ্ত শিকড়ের বীজ
অতিক্রম তাকে রাখে নবতর গান।
মূর্ছনা সংগীত নয়, যাপনের লেখা
চর্যাপদ ভেদ করে 'চোরাশি সিদ্ধা'
কাহ্নপাদ শবরপাদ আর নৈমিত্তিক
এই যত গূঢ়াচার গোপন সংকেত
ভবিতব্য প্রতিলিপি বর্ণালেপ আঁকে;
সভ্যতার ক্ষীণ কটি সুচারু বিন্যাস
সময়বাহিত হয় উড়ান অধীর
প্রতি খাঁজে জল জমে, সঞ্চিত জীবন
আমাদের মাধুকরী ভিক্ষালব্ধ ধন।
গণতান্ত্রিক প্রহসন
প্রতিশোধাত্মক হিংসায় জ্বলতে থাকে যে
লেলিহান শিখা
তার প্রতি ছত্রে কি বিচিত্র রাজনীতি!
গণতান্ত্রিক উৎসবের প্রহসন—
যে আমরা তর্জনী তুলি, গালাগালি করি
সেই আমরাও কোনো কোনো ছত্রছায়ায়
লালন করি শোক...
সূর্যের মানচিত্রে আজ নন-পার্লামেন্টারি শ্লোক
রক্তাক্ত লাশের ওপর লুফে নেওয়া দোষারোপ
কোনো মন্ত্রবলে জাগাবে না বিবেক!