Wednesday, October 14, 2020
≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈
≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ সুব্রত পণ্ডিত ≈
≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ সুশীল হাটুই ≈
অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কেন
রসক্ষরণ হয়, প্রোটনকণারা সে-বিষয়ে
নীরব।
তবে ইলেকট্রনের অ্যালবাম খুললেই স্পষ্ট
হয়ে ওঠে, সাইটোপ্লাজমের ৫১ টা দরজায়
৫২ টা ফেভিকলনামা।
প্লাজামার বাৎসল্য বুবিট্রাপের পিনকোড
দিয়ে রেটিনার মাৎসর্য অনুবাদ করে।
আর ইচ্ছামৃত্যুর ইয়েলো জার্নি ফুলস্টপের
হলদে কোরাসে যোগ দিয়ে একেশ্বরবাদে
বিশ্বাসী হয়ে ওঠে।
ফায়ারপ্লেসের শীৎকার নিম্বাস মেঘের
অ্যাকওর্ডিয়ান বাদনের ওপর নির্ভর করে না।
এই ভার্জিন দুপুরে ব্ল্যাকহোলের
হোলস্কোয়ারের অনার্য সম্পাদ্যগুলি এপিটাফ
মেখে ঘুমোচ্ছে।
ফিউজ বাল্বগুলি অন্ধকার অনুবাদের
আঁতরপ্রিনর না-পেয়ে মিশে যাচ্ছে জবাফুলের
সন্ন্যাসযোগে।
তারই সাইডএফেক্টে নিউরনের ক্লাসরুমে
ব্যান হয়ে যাচ্ছে বরফের রূপকথা।
≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ অলোক বিশ্বাস ≈
≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ স্বপন রায় ≈
উদাসীন মল্ট
৮.
আমাদের গ্যাং, আমাদের উদাসীন মল্ট
আমি অবাকবিদ্ধ
জেনে তুমি অপাপ
তুমি ঠিক না আমি,
আমাদের গ্যাং
শোনো বাওয়াল
খয়েরি হচ্ছে, শোনোনা
আমরা কোয়েলে পা
রাখি, সঙ্গমটা দূরে হোক
যাদের পেট আছে
তাদেরও ঠাসা আছে ইলেকট্রন
নাভির কথা থাক,
উদাসীন মল্ট তাই শুয়ে আছে
খেত ছেড়ে উঠছে না
আমি বিদ্যুৎ,
তুমিও। চমকাই। মেশিনগুলো গরম না হলে
দাঙ্গা হতে
কতক্ষণ
আমাদের গ্যাং এই
সবকিছুর মানে বলে দিল, রুটি
গোল গরম, বলে দিল
খাও। বেঁচে থাকার মানে, খাও।
উদাসীন আমরা
সেইথেকে..
৯.
প্রস্তাব নেই,
কুহক আছে
পাঠ করার
আগে মনে হল
দরজাটা বন্ধ,
খোলেনি
প্রস্তাব আর
কুহকের ভেতরে খয়েরি রঙের দরজাটা
এমন নয় যে আপেলের
রঙ সেপ্টেম্বর
দরজার রঙ
মনপাওয়াসী
কুহক পেরিয়ে
যাওয়াই যখন দরজা খুলে দাঁড়াবে
আপেল প্রস্তাব
পড়বে
কুয়াশাকুহকান্ত
সে এক দুরন্ত
আপেল, সে এক আর্দ্র উদাসী, কানের পাতা দুটো রেখে যে চলে গিয়েছিল এটা সেটায়..




