Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ রুবি রায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা 
রুবি রায়


আসন্নমানের কবিতা 

স্টিচ বোতাম থেকে উঁকি মারে 
অনুজাত প্রেমের রাসলীলা |

প্রতিশ্রুতি গুলো হাত-পা ব্যাথা করে 6cm.
লাইন দেবে |

তারপর উপছে পড়বে পাতাগুলো ডাস্টবিন থেকে রাস্তায় |

দাঁত ক্যালানো ভাবনাগুলো 2cm. এর 
বেশি না এগিয়ে , নাভিতে xxl লালাক্ষরণ করবে |

নাটকের পর্দা সরানোর কাজে এক অদ্ভুত তেজস্বীতা কাজ করে |

কর্মকে ধর্ম বানিয়ে মান দাঁড়ায় 1cm.

নাবিকের যন্ত্র কি হাত ধরতে পারল ?

অতএব , আমাদের আসন্নমান সমান |



≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ শ্রাবণী গুপ্ত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
শ্রাবণী গুপ্ত


এভাবে ভাবলেও

ফিরিয়ে নাও
আমার সমস্ত খেদ কষ্ট, জেনো
বিলাসী দুঃখের চেয়ে বড় কোন অভিশাপ নেই

এযাবৎ আমার চেতনায় যত বাসি ফুল ঝরে গেছে তার চেয়েও কৃষ্ণচূড়া ফুটেছে ঢের

অথচ
নিভৃতে কেবলই আমি কেঁদে গেছি

এ কি হেরে যাওয়া নয় বিলাসী দুঃখের কাছে

প্রিয় চাঁদ 
ফিরিয়ে নাও যত কান্না লুকিয়ে রেখেছি তোমার উল্টোপিঠে জমা থাক

হয়তো একদিন ওখানেই নির্মাণ করব
আমার স্বপ্নের সুখঘর|



≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ অনুরূপা পালচৌধুরী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
অনুরূপা পালচৌধুরী


তফিয়ান চুমুক খেয়ে_______


আঙুলের গর্তে যবুথবু মাস গুঁজে ময়াল ভেজানো রোদমাংস। লিভ থেকে শূন্যের শিশ্নমেঘ : ফের অপাচ্য আগুনের মুঠো মুঠো কয়েদি হলুদ সিমজার গুলে গোল্ডসিফ। নিঃশর্ত মেঝে গিলে পড়ে থাকি কিল বিল নৌকা। আলো অন্তর সময় উল্টাই ঘরহীন মন্ত্রীপর্ব। ফিসফাস ভুলে চোখ লাফানোর জলঙ্গী বিনা মাথার ঘুলঘুলি বন। রাস্তা এখন রাতখোর পাখির ডানা গলা স্নেহ

একথারা যেমন মুলতবি নদী হতে পারতো হাতকাটা ফ্রকের দিনযাপন। আয়না পোড়া জলসার আলজিভে সিয়াটল ঘুম মেখে জেগে থাকি খন্ডহীন তরবারি। ১টা আধপাকা চাঁদপনা আর লেহ্যজলের সশব্দ ক্রমশ হারিয়েছি কোয়া খোলা সূর্যঘাত



≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ অভিজিৎ দাসকর্মকার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
অভিজিৎ দাসকর্মকার



বুদ্ধিজীবী  হওয়াও রেশনকার্ড বিরূদ্ধ

কাঁঠালতলার সবুজ উঠোনে বৃষ্টির সিগন্যাল গলা ভাঙছে,
আর,
ছলনাহীন গাল থেকে গড়িয়ে পড়ছে যাবতীয় তথ্যাদিসহ বলিরেখা

লাদেন____ লাদেন___

এর মানে অববাহিকার সাথে অ্যাক্রিলিক রংয়ের জ্যোৎস্না কবির অলিন্দ ঘর দিয়ে শাস্ত্রীয় ভাবে তেজস্ক্রিয় হয়ে উঠেছে
     কিমবা স্বাস্থ্যকর গন্ধে এবং মাননীয় ইমন গায়িকার সন্ধ্যে সন্ধ্যে বেণী বাঁধনে কিচিরমিচির করছে বাড়ি ফেরা পাখিরা

এসব শুনে উদাসীন মুদ্রায় হাত বগলে চেপে আকাশে তাকিয়ে বুদ্ধিজীবী  হওয়াও রেশনকার্ড বিরূদ্ধ

তবুও____
সন্ন্যাসীনী রক্তকরবী 
তোমার সেফটিপিন
she stoops to conquer, আর
মশারির বাইরে দাঁড়িয়ে রাতে সনেট পড়া,

ওফ্, লাদেন____ লাদেন___

তবুও লাঠি চাওয়া হয়নি, সমস্ত লাঠিটি কপালের লিখনে পোস্টার বানিয়ে দিয়েছে ঈশ্বর, শালা
এরপরও তিনি দাগের উপর ৯-কার উল্টে দিয়েছে আর বর্তমানে শুধু
রান্নাঘরের জানালা দিয়ে আলো জ্বলতে দেখা যাচ্ছে আত্মীয়তার

এখনো ঝরাপাতা ১৮টি বছর ধরে হাসছে

লাদেন____ লাদেন___

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা≈ নিমাই জানা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
নিমাই জানা


মোম রঙের পাখি

দুটো পা গলে যাচ্ছে মোমের মত  

পায়ের নিচে অনেকগুলো ধারালো ব্লেড গিরিখাতের V স্রোত
মিসরীয় নারী উড়ছে ডাইক্লোফেনাক মেঘ হয়ে
এরা সকলে ব্যথার উপশম জানে নদীর মতো
গাছের লেন্টিসেলে শুধু জমে উঠছে ভগ্নাংশ ঘাম
ক্লোরোফিল জানে পাখিরাও কখনো ঘুড়ি হয়ে যায় , ব্যথাতুর নারী শুধুই রাত্রি খুঁজে
দিনের মোহনায়
শরীরের উপসর্গ'ই মানে লাল যন্ত্রণার গভীরতা
কাটা গেঁথে আছে কোন পলাশফুলে
সব নক্ষত্রের এখন একটি বড় আর্কিটেকচার চাই
আমরা সকল উদাস পাশবালিশের দিকে ছিন্নমস্তা নামে যে পাগলি ওই রাস্তার দিকে হেঁটে চলে 
তাদের নিরলস চলাচল শুরু হয় গভীর রাতে
অ্যানিমেশন রঙের ওষুধগুলো শুয়ে থাকে নিজের কালো রংয়ের বুকপকেটে

আমি একটি ভূত পরীর জন্য অপেক্ষা করি