Friday, October 28, 2022

C/O সুবোধ সরকার | শিবাশিস মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  


উদ্দাম রজনীর কাব্য  শিবাশিস মুখোপাধ্যায়

সবুজ রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সুবোধদা৷
হলুদ হয়ে রয়েছে তাঁর মাথার চুল,
গোলাপী দাড়ি,
রামধনুর সাতরং লেগে রয়েছে শার্টের কলারে৷
রঙিন এই মানুষটাকে খুব স্মার্ট লাগছে আজ
কারণ আজ তিনি সব রঙের অধীশ্বর৷
এখন তাঁর আঙুল থেকে নামছে রঙের ঝর্না,
পায়ের আলতো টোকায় তিনি পেরিয়ে যাচ্ছেন
নীল পাহাড়,
তাঁর চলার গতি থেকে লাল-নীল 
পাথরের টুকরো ছিটকে আসছে কবিতায়,
রঙিন সে সব অক্ষরে আবীর মাখানো থাকছে ভালবাসার৷

ভালবাসার সেই সবুজ রোদ্দুরে এখন 
স্নান করছেন কবি৷
তাঁর গা থেকে খসে পড়ছে বয়স,
কলমে নেচে উঠেছে আয়ু,
অক্ষরের পর অক্ষর তিনি ফুলঝুরির মতো জ্বালিয়ে
ছুঁড়ে দিচ্ছেন আকাশে ৷
কবির সম্মানে আকাশ ফুটিয়ে তুলছে কালো একটা ক্যানভাস,
কবিতার অক্ষর সেখানে তারাবাজি,
চরকির মতো ঘুরপাক খাচ্ছে চাঁদ,
আর এই উদ্দাম রজনীর কাব্য লিখে ফেলছেন কবি,
হোমার আর বাল্মীকি কয়েকটা তারা আকাশ থেকে 
ছুঁড়ে দিলেন কবির দিকে,
দু হাতে সেই নক্ষত্রআগুন লুফে নিলেন সুবোধদা৷

তাঁর আঙুল পুড়ে গেল ভালবাসায়,
তাঁর হৃদয় ঝলসে উঠল প্রেমে,
তিনি কবিতায় আহুতি দিলেন সর্বস্ব ৷

জিনস পরা, স্মার্ট, রঙিন একজন ঋষি
যজ্ঞের আগুনের দিকে দু হাত বাড়িয়ে 
শেষ পর্যন্ত উচ্চারণ করলেন,
ওঁ , স্বাহা!

সময় ঝুঁকে পড়ল সেই মুহুর্তটির ওপরে!




1 comment:

দেবলীনা said...

আহা কি অসামান্য নিবেদন !! দুর্দান্ত লেখা পড়লাম 👏👏