|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || সম্পাদকীয় নয় কিন্তু অভিজিৎ দাসকর্মকার

সম্পাদকীয় নয় কিন্তু
আস্তে আস্তে প্রতিকূলতা পার করে সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এর সাথে, আজ ৫ম বর্ষে পা রাখলাম এবং ১৪২৮, চতুর্থ শারদীয় সংখ্যা প্রকাশ করলাম ৩৮ জনের কবিতা এবং দীর্ঘ কবিতার বিশাল সম্ভার নিয়ে। যে সমস্ত কবিরা তাদের শব্দ দিয়ে সাজালেন এই শারদীয় সংখ্যা ১৪২৮,তাদের সকলকে আমার এবং পত্রিকার তরফ থেকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।
এই সংখ্যায় থাকছে সেই সব কবিদের কবিতা,যাঁরা শব্দে যুবক এবং অনেকে বয়সেও।এমনকী কবিতাকে প্রতি সময়ই আগের কবিতার রূপের বিবর্তন করে চেলেছেন,অনেকেই হয়তো এই আগের ধারাকে ভেঙে আবার এক নতুন ধারায় কবিতা গড়ার বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা মূলক কবিতা বলে থাকেন।সে যাইহোক,কবিতার বিনির্মাণ হোক বা Experimental Poetry ই হোক সবশেষে যেন কবিতা হয় ওঠে,এটাই আমাদের একমাত্র চেষ্টা হয়ে থাকে।
আর বিশেষ কিছু না। এই শারদীয় সংখ্যা থেকে আমরা নতুনভাবে পথ চলবো, সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন সম্পূর্ণভাবে আমন্ত্রিত সংখ্যা প্রকাশ করবে।তাঁদের লেখা,যাঁরা কবিতাকে নতুন আঙ্গিকে বলার চেষ্টা করবেন,যেন কবিতাকে আগের দিনের ফর্ম বা বাচনভঙ্গিকে কপি পেস্ট না করে স্বতন্ত্র প্রয়াস করবেন তাঁদের লেখা নিয়ে। তাতে কবি শব্দ যাপনে তরুণ হোক বা বয়সের মাপে কবিতা যাপনে তরুণ হোক।
সকলে ভালো থাকুন।সাহিত্যে থাকুন।শারদীয় সময় খুশি খুশি কাটুক,প্রার্থনা করি।