আরো ১ টি কুশলসংবাদ
এই কুশলসংবাদটি লেখা হচ্ছে সাপ্তাহিক ব্লাকহোল - এর জন্য ♤ আমরা জানি Hole-কে বাংলায় গর্ত বা গহ্বর বলে ♤আর গহ্বর = গুহা ধরে নিলে লেখাটি অর্থাৎ কুশলসংবাদটিকে গুহামুখ নিঃসৃত বলা যেতে পারে ♤ অতএব কুশলসংবাদ = ভাগীরথী একটি নদীর নাম ♤ এই বিশ্বাস ছবি বিশ্বাসের গলায় শুনলে আপনারা বিশ্বাস করতেন ♤ আমাকে বিশ্বাস করলে আমি গুহামুখ থেকে যা শোনাব তার জন্য শ্রবণইন্দ্রিয়টিকে আপডেট করতে হবে ♤ আরো 80GB মেমোরি অ্যাড করতে হবে হাডডিসকে♤ কুশলসংবাদটি হল আগামী পূর্ণিমাতে চর্যাপদের একদল হরিণ দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা থেকে ছুটে আসবে আমার গুহার দিকে ♤ দীপেনদা জানতেও পারবেন না ♤ শুনলেন আপনারা আর বললাম আমি ♡
ব্ল্যাকহোল
ব্ল্যাকহোল সম্পর্কিত যাবতীয় বিবরণ লিখে রেখেছে
নাসের হোসেন
তার কৃষ্ণগহ্বর গ্রন্থটিতে
আমি নতুন করে লিখতে শুরু করলে
আগে লিখব ব্ল্যাক
পরে হোল
আর কালোকুকুর এবং কালোগোলাপের প্রতি
আমার আকর্ষণের কথা সকলেই জানেন
হোল-কে ভাষান্তর করে যদি ফাটল-এ
পৌঁছে যাওয়া যায়
তাহলে আমি যুক্তিফাটলের সন্ধানে
রুদ্র কিংশুক-এর কাছে যাব
অর্থাৎ নাসের হোসেন থেকে রুদ্র কিংশুক
এটাই আমার ব্যক্তিগত ব্ল্যাকহোল
সপ্তদশ≈ সিরিজ
□ প্রথম
প্রথম থেকে নির্বাচন করলাম ' প্র ' , প্র আমাকে
পৌঁছে দিয়েছিল একটি প্রবচনে
সেই প্রবচনটি একটি পাঁচ রাস্তার জংশন
এখান থেকে একটি ট্রেন থার্ড ব্রাকেটের দিকে যাচ্ছে
আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ব্রাকেটে
09 .09 .2020♢ 22 : 59
□ দ্বিতীয়
আমি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় কবিতাটিতে
কোনো দ্বিধাদ্বন্দ্বকে ঢুকতে দেব না
একটা পার্শ্বিক ধ্বনি ঘোরাফেরা করবে
আমাদের অজানা নয় , আমরা পছন্দ করি
ধনধান্য থেকে পুষ্পভরা এক ভূখণ্ডকে
09 .09 . 2020 ♢23 : 12
□ তৃতীয়
তৃতীয়-র সঙ্গে চাঁদের কোনো নিবিড় সম্পর্ক আছে
কিনা জানি না , তবে তৃতীয়ার সঙ্গে আছে
পূর্ণিমা এবং অমাবস্যার পরের তৃতীয় দিন
তৃতীয়া একটি স্ত্রীবাচক শব্দ, পুংবাচক শব্দটি
দ্বিতীয় এবং চতুর্থ-র মধ্যবর্তীতে বসবাস করে
09 . 09. 2020♢ 23 : 19
□ চতুর্থ
চতুর্থজনের পকেটে কোনোদিন তুলোটকাগজে লেখা
পুঁথি-র কোনো অংশ চোখে পড়েনি
কাজেই চতুর্থজন নিয়ামক হতে পারবেন না
এটা ভেবে বসবেন না , দেখবেন এই চতুর্থজন
সন্তরণ প্রতিযোগিতার পদকজয়ী
09 . 09 . 2020 ♢ 23 :30
□ পঞ্চম
পাঁচ একটি শুভ সংখ্যা, এই সংখ্যাটি থেকেই
গঠিত হয় পঞ্চায়েত, এখানে এসেই থেমে যেতে হচ্ছে
কারণ জানানোর অধিকার আমার নেই
আগেই আমি আমার পঞ্চেন্দ্রিয় বা পাঁচটি
ইন্দ্রিয়-কে বন্ধক দিয়েছিলাম ভোটবাক্সে
10 .09 .2020 ♢ 09 : 26
□ ষষ্ঠ
তখন পালকিবাহকের সংখ্যা ছিল ছয়
পালকি বিলুপ্ত-যান রূপে স্বীকৃত হবার পর
এই ' ষষ্ঠ ' সংখ্যাটিল বড়ো বিপদ, এমন কী
শহরাঞ্চল থেকে ষষ্ঠীতলাগুলোও উঠে গেল
জন্মনিয়ন্ত্রণের ঠেলায় মা ষষ্ঠীর কৃপাও তলানিতে
10. 09 . 2020 ♢ 09 : 36
□ সপ্তম
সপ্তম থেকে সপ্তমীতে যেতে সমর্থ হলেই
সপ্তমী-র অনেকগুলি অপসন: ব্যাকরণপথে গেলে
একটি বিভক্তির দ্যাখা পাব , যেখানে ' বাঘ আছে আমবনে ' , আর
পুরাণপথে পাবেন সপ্তর্ষি-কে
আর আকাশপথে বিরাজ করেন সপ্তর্ষিমণ্ডল
10 . 09 . 2020 ♢ 10 : 59
□ অষ্টম
অষ্টমগর্ভের সন্তানদের সম্পর্কে বলতে শুরু করলে
অন্য বিষয়গুলিকে উপেক্ষা করা হবে ,
বলা হবে না অষ্টাবক্র মুণিবরের কথা, অষ্টধাতুর গুণাবলির কথা আর
অষ্টাদশী যে কিশোরীর সঙ্গে আমার অবসরযাপন,গর্জনতেল সহ
তারা গর্জন করতে শুরু করবে
10 .09 .2020 ♢ 11 : 20
□ নবম
নবম-এর একদিকে বিক্রমাদিত্যর নবরত্নসভা
অন্যদিকে বটুকদার নবজীবনের গান , তাহলে তো
মাছরাঙাপাখিদের কোনো কথা-ই জানানো যাবে না বিল্বদণ্ড বা সারস্বত কথাও,
আসুন
দরগা রোডের ৯ নম্বর বাড়ির কলিংবেলটি বাজানো যাক
10 . 09. 2020♢ 11: 43
□ দশম
দশচক্রে যখন ভগবান ভূত হয়ে যান , তখন
কবিরাজ-প্রদত্ত দশমূলের পাঁচন ব্যবহার করা যেতে পারে , এ বিষয়ে
রূপকথার ডালিমকুমার কী নির্দেশ দিয়েছিলেন, জানা নেই ,
জানা আছে ত্রৈলোক্যনাথের
১০টি ভূতের কথা , ভূতের গল্পকথাও
10 . 10. 2020♢ 12 : 01
□ একাদশ
একান্নবর্তী পরিবারের সন্ধান করার আগে একটি দূরবীক্ষণ যন্ত্রের সন্ধান করুন ,
মনে রাখবেন আপনি এন্ট্রান্স পাশ দিয়ে এখানে এসেছেন, আপনার নাক
' জবাকুসুম '-এর গন্ধ চিনে গেছে
আলাদা করে প্লেয়ার লিস্টে প্রথম একাদশে আছেন কিনা
দেখে নিন
10 . 09 . 2020 ♢ 12 : 17
□ দ্বাদশ
আমি কোনোদিন দ্বাদশ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হইনি , হয় প্রথম একাদশে,
নচেৎ টিমের বাইরে
অতএব দ্বাদশ ব্যক্তির ভূমিকা আমার অজানা
যেমন অজানা খোদার খাসি কিংবা ধর্মসভার অ্যাজেন্ডা ,
মৃদঙ্গ যে বাদ্যযন্ত্র এটা জেনেই বাদ্যযন্ত্র লিখেছি
10 .09. 2020 ♢ 12 : 29
□ ত্রয়োদশ
' থার্টিন ' এই বিশেষ্যটির পূর্বপদে ' আনলাকি ' বিশেষণটি কীভাবে জুড়ে গিয়েছিল
সেগল্প আমার জানা নেই , ইংরেজরা আসার আগে
ত্রয়োদশ একটি ধ্যানগম্ভীর শব্দ ছিল,
তার খুব কাছেই ত্রিলোক
ভাবছি বেশ কয়েকটি ত্রিপদী রচনা করব
10. 09. 2020 ♢ 21 : 04
□ চতুর্দশ
শিব-চতুর্দশীকে কেউ কেউ ভূত-চতুর্দশী বলে থাকেন
আমি কিন্তু সত্য শিব এবং সুন্দরকে একাসনে বসাই
আর চতুর্দোলায় যিনি কেদারনাথ দর্শন করে এলেন
সেই পূণ্যের কতভাগ তিনি পাবেন তা গণিতের বিষয়
১৪ বছর বনবাসের গল্প সকলেই জানেন
10. 09. 2020♢ 12 :57
□ পঞ্চদশ
পঞ্চ + দশ = পঞ্চদশ , আর এই পঞ্চদশের
পাশাপাশি যাঁরা বসবাস করেন ,এঁদের মধ্যে যেমন বিষ্ণুশর্মা-র ' পঞ্চতন্ত্র ' আছেন ,
তেমনি পঞ্চবটীরও সন্ধান পাবেন , আর
রোগ নিরাময়ের জন্য যাঁরা পঞ্চকর্ম করান
তাঁদের সঙ্গে আমার দূরত্ব অনেকটাই
10 . 09. 2020 ♢ 13 : 09
□ ষষ্ঠদশ
আমরা ষষ্ঠদশ বা ষোলো সংখ্যাটিকে অনেকভাবে
যোগ করতে পারি, ৮ + ৮ = ১৬
আবার ১০ + ৬ = ১৬
যোগফল দিয়ে কিছুই প্রমাণিত নয় , বিয়োগফল দিয়েও ,
একমাত্র ষোলো আনা সম্পত্তি বাটোয়ারার
10 .09 . 2020 ♢ 13 : 15
□ সপ্তদশ
সপ্তদশ শব্দটি চোখে এলেই দেখতে পাই
সপ্তদশ অশ্বারোহী ,বলে রাখি,
আমার কোনো ব্যক্তিগত অশ্বশালা নেই , অশ্বারোহণেও আমি দক্ষ নই , তবু
অশ্বারোহীদের দেখত পাই,
অশ্বনীকুমারদ্বয়ের কথা পরবর্তী এপিসোডে
10 . 09. 2020♢14 :21
১ পঙ্ ক্তি-র ১০টি




